লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
প্রবন্ধ যোগ
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
 
লেখা যোগ
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
১ নং লাইন:
{{কাজ চলছে|লক্ষ্য এবার লক্ষ}}
 
লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড একটি অজৈব যৌগ, যার রাসায়নিক সংকেত LiAlH<sub>4</sub>। এটি একটি ধূসর বর্ণের কঠিন পদার্থ। ফিনহোল্ট, বন্ড ও স্লেইসিঙ্গার ১৯৪৭ সালে এটি আবিষ্কার করেন।<ref>https://doi.org/10.1021%2Fja01197a061</ref> জৈব সংশ্লেষণে হ্রাসকারী এজেন্ট হিসেবে এর বহুল ব্যবহার পরিলক্ষিত হয়। উদাহরণস্বরূপ -যৌগে [[এস্টার]], কার্বক্সিলিক এসিড ও অ্যামাইডের পরিমাণ হ্রাসে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইটের প্রয়োগ বিদ্যমান। পানির সংস্পর্শে এটি বিপজ্জনক মাত্রায় সক্রিয় হয়ে ওঠে ও গ্যাসীয় হাইড্রোজেন নির্গত করে।
 
==বৈশিষ্ট্য, গঠন ও প্রস্তুতি==
 
লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইট একটি বর্ণহীন কঠিন পদার্থ হলেও ভেজাল মিশ্রণের কারণে এর বর্ণ গাঢ় ধূসর হয়ে যায়। <ref>https://books.google.com/books?id=1wS3aWR5SO4C&pg=PA143</ref>ডাই ইথাইল ইথার থেকে পুনঃস্ফটিকীভবন প্রক্রিয়ায় এটি পরিশোধন করা সম্ভব হয়। তবে বৃহৎ মাত্রায় বিশুদ্ধিকরণের জন্য সক্সলেট যন্ত্র ব্যবহৃত হয়। সাধারণত অবিশুদ্ধ ধূসর বর্ণের লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইট-ই ব্যবহার করা হয়ে থাকে, কেননা এর দূষণমাত্রা কম এবং জৈব উপজাত থেকে অনায়াসেই আলাদা করা যেতে পারে।
 
==তথ্যসূত্র==