মুজিবনগর সরকার: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

[অপরীক্ষিত সংশোধন][অপরীক্ষিত সংশোধন]
বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সম্পাদনা সারাংশ নেই
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
Manisha Mrinmoyi (আলোচনা | অবদান)
৪৮ নং লাইন:
== আনুষ্ঠানিকভাবে সরকার গঠন ==
ইন্দিরা গান্ধীর সাথে বৈঠক শেষে তিনি বাংলাদেশকে সর্বপ্রকার সহযোগিতার প্রতিশ্রুতি দিলে তাজউদ্দীন আহমদ আওয়ামী লীগের এমএনএ (M.N.A) এবং এমপিএদের (M.P.A) [[কুষ্টিয়া]] জেলার সীমান্তে অধিবেশন আহ্বান করেন।[[File:Prensenting of guard of honur to the acting President Sayed Nazrul Islam on 17 April, 1971.jpg|thumb|১৯৭১ সালের ১৭ ই এপ্রিল অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামকে গার্ড অব অনার প্রদান]]
উক্ত অধিবেশনে সর্বসম্মতিক্রমে মুক্তিযুদ্ধ ও সরকার পরিচালনার জন্য মন্ত্রিপরিষদ গঠিত হয়।<ref name=govt>{{বই উদ্ধৃতি |শেষাংশ= হোসেন তওফিক ইমাম |শিরোনাম= বাংলাদেশ সরকার ১৯৭১ |প্রকাশক= আগামী প্রকাশনী |বছর= ২০০৪ |আইএসবিএন=984-401-783-1 |}}</ref><ref name=week>Newsweek, 26 April 1971</ref> এই মন্ত্রিপরিষদ এবং এমএনএ ও এমপিএ-গণএমপিএগণ ১০ এপ্রিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতিরাষ্ট্রপ্রধান ও সশস্ত্র বাহিনীসমূহের সর্বাধিনায়ক করে সার্বভৌম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ঘোষণা করেন। [[সৈয়দ নজরুল ইসলাম]]কে উপরাষ্ট্রপতিউপরাষ্ট্রপ্রধান এবং বঙ্গন্ধুর অনুপস্থিতিতে অস্থায়ী রাষ্ট্রপতিরাষ্ট্রপ্রধান ও সশস্ত্র বাহিনীসমূহের অস্থায়ী সর্বাধিনায়ক নির্বাচিত করা হয়। [[তাজউদ্দীন আহমদ]]কে প্রধানমন্ত্রী,ক্যাপ্টেন [[এম মনসুর আলী]] (অর্থ মন্ত্রণালয়),[[খন্দকার মোশতাক আহমেদ]] (পররাষ্ট্র, আইন ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়) ও [[এ এইচ এম কামরুজ্জামান]](স্বরাষ্ট্র, কৃষি এবং ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক মন্ত্রণালয়) কে মন্ত্রিপরিষদের সদস্য নিয়োগ করা হয়। ১১ এপ্রিল [[এম এ জি ওসমানী]]কে মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি নিযুক্ত করা হয়। প্রধানমন্ত্রী তাজউদ্দীন ১১ এপ্রিল বাংলাদেশ বেতারে মন্ত্রিপরিষদ গঠনের ঘোষণা দিয়ে ভাষণ প্রদান করেন। <ref name="govt" /><ref name="ctg">{{বই উদ্ধৃতি |শেষাংশ= ডাঃ মাহফুজুর রহমান |শিরোনাম= বাঙালির জাতীয়তাবাদী সংগ্রাম মুক্তিযুদ্ধে চট্টগ্রাম |প্রকাশক= বাংলাদেশের মুক্তিসংগ্রাম ও মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্র,চট্টগ্রাম |বছর= ১৯৯৩ | আইএসবিএন= 984-8105-01-8| }}</ref>[[File:Provisional Government of BD (2).jpg|thumb|১৯৭১ সালের অস্থায়ী বাংলাদেশ সরকারের মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দের ভাস্কর্য]]
 
এরপর ১৭ এপ্রিল ১৯৭১ পূর্ব ঘোষণা মোতাবেক [[কুষ্টিয়া]] জেলার [[মেহেরপুর জেলা|মেহেরপুরে]] বৈদ্যনাথ তলারবৈদ্যনাথতলার এক আমবাগানে মন্ত্রিপরিষদের শপথগ্রহণ অনুষ্ঠান আয়োজিত হয়। সকাল ৯ টা থেকেই সেখানে নেতৃবৃন্দ ও আমন্ত্রিত অতিথিদের আগমন শুরু হয়। দেশি বিদেশি প্রায় ৫০ জন সাংবাদিক উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন<ref name=million>{{বই উদ্ধৃতি |শেষাংশ= রফিকুল ইসলাম বীর উত্তম |শিরোনাম= লক্ষ প্রাণের বিনিময়ে |প্রকাশক= অনন্যা প্রকাশনী |বছর= ২০০৬ |আইএসবিএন= 984-412-033-0 }}</ref>। বেলা ১১টায় শপথ অনুষ্ঠান শুরু হয়। [[কোরআন]] তেলাওয়াত ও [[বাংলাদেশের জাতীয় সংগীত]] পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয় এবং শুরুতেই বাংলাদেশকে 'গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ' রূপে ঘোষণা করা হয়। এরপর অস্থায়ী রাষ্ট্রপতি একে একে প্রধানমন্ত্রী ও তার তিন সহকর্মীকে পরিচয় করিয়ে দিলেন। এরপর নতুন রাষ্ট্রের সশস্ত্র বাহিনীরমুক্তিবাহিনীর প্রধান সেনাপতি হিসেবে কর্নেল [[এম এ জি ওসমানী]] এবং সেনাবাহিনীরমুক্তিবাহিনীর চিফ অব স্টাফ পদে কর্নেল মোহাম্মদ আবদুর রবেররব এবং মুক্তিবাহিনীর ডেপুটি চিফ অব স্টাফ উইং কমান্ডার আবদুল করিম খন্দকার এর নাম ঘোষণা করেন<ref name= war>{{বই উদ্ধৃতি |শেষাংশ=শামসুল হুদা চৌধুরী |শিরোনাম= একাত্তরের রনাঙ্গন |প্রকাশক= আহমদ পাবলিশিং হাউস |বছর= ২০০১ |আইএসবিএন= 984-11-0505-0 | }}</ref>। এরপর সেখানে [[বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র]] পাঠ করা হয়। এই ঘোষণাপত্র এর আগেও ১০ এপ্রিল প্রচার করা হয় এবং এর কার্যকারিতা ঘোষণা করা হয় ২৬ই মার্চ ১৯৭১ থেকে। ঐদিন থেকে ঐ স্থানের নাম দেয়া হয় [[মুজিবনগর]]<ref name=million/>। ঐ অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী উভয়েই বক্তব্য পেশ করেন। প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ তার ভাষণে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণার প্রেক্ষাপট বর্ণনা করেন। ভাষণের শেষাংশে তিনি বলেন, {{quotation | বিশ্ববাসীর কাছে আমরা আমাদের বক্তব্য পেশ করলাম, বিশ্বের আর কোন জাতি আমাদের চেয়ে স্বীকৃতির বেশি দাবিদার হতে পারে না। কেননা, আর কোন জাতি আমাদের চাইতে কঠোরতর সংগ্রাম করেনি। অধিকতর ত্যাগ স্বীকার করেনি। জয়বাংলা।}}<ref name=war/> অর্থাৎ এর মধ্যদিয়েই প্রধানমন্ত্রী দেশী বিদেশী সাংবাদিকদের মাধ্যমে আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্দেশ্য বাংলাদেশকে স্বীকৃতি প্রদানের আহ্বান জানালেন<ref name=press>ডেট্রায়ট ফ্রী প্রেস,১৪ এপ্রিল ১৯৭১</ref> আর এভাবেই মুক্তিযুদ্ধকালীন সময়ে [[গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার|গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের]] সূচনা হল।<ref name=wall>Wall street journal, 21 April 1971</ref>
 
== অস্থায়ী সরকারের গঠন ==