পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Akhter25bp (আলোচনা | অবদান)
গঠন
Akhter25bp-এর করা 4625054 নং সংস্করণে প্রত্যাবর্তন করা হয়েছে: অনেকটা বিজ্ঞাপনী হয়ে গিয়েছে।। (টুইং)
ট্যাগ: পূর্বাবস্থায় ফেরত
১ নং লাইন:
{{Infobox law enforcement agency|agencyname=পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)|nativename=|nativenamea=|nativenamer=|commonname=|abbreviation=|fictional=|patch=|patchcaption=|logo=পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) মনোগ্রাম.jpg|logocaption=পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) মনোগ্রাম|badge=|badgecaption=|flag=|flagcaption=|imagesize=|motto=|mottotranslated=|mission=|formedyear=২০১২|formedmonthday=১৮ সেপ্টেম্বর|preceding1=|preceding2=|dissolved=|superseding=|employees=২০২৭|volunteers=|budget=|nongovernment=|country=বাংলাদেশ|countryabbr=|national=|federal=|international=|divtype=|divname=|subdivtype=|subdivname=|map=|mapcaption=|sizearea=|legaljuris=|governingbody=|governingbodyscnd=|constitution1=|constitution2=|constitution3=|police=Yes|local=|military=|provost=|gendarmerie=|religious=|speciality1=|secret=|overviewtype=|overviewbody=|headquarters=|hqlocmap=|hqlocmapwidth=|hqlocmapheight=|hqlocmapborder=|hqlocleft=|hqloctop=|hqlocmappoptitle=|sworntype=|sworn=|unsworntype=|unsworn=|multinational=|electeetype=|minister1name=|minister1pfo=|chief1name=বনজ কুমার মজুমদার, বিপিএম(বার), পিপিএম|chief1position=ডিআইজি|parentagency=[[বাংলাদেশ পুলিশ]]|child1agency=|unittype=|unitname=|officetype=|officename=|provideragency=|uniformedas=|stationtype=|stations=|airbases=|lockuptype=|lockups=|vehicle1type=|vehicles1=|boat1type=|boats1=|aircraft1type=|aircraft1=|animal1type=|animals1=|person1name=|person1reason=|person1type=|programme1=|activity1name=|activitytype=|anniversary1=|award1=|website=পিবিআই[http://www.pbi.gov.bd/ অফিসিয়াল ওয়েবসাইট]|facebook page=|footnotes=|reference=}}'''পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)''' ২০১২ সালের অক্টোবরে যাত্রা শুরু করে। পরবর্তীতে ৫ই জানুয়রী, ২০১৬ সালে পিবিআই এর জন্য একটি নিজস্ব বিধিমালা অনুমোদিত হওয়ার পর পিবিআই কর্তৃক মামলা তদন্তের কার্যক্রম শুরু হয়।[https://www.pbi.gov.bd]
 
== লক্ষ্য ও উদ্দেশ্য ==
সঠিক ও মানসম্মত তদন্তের দ্বারা বিচারকার্যের উপর জনগণের আস্থা ফিরিয়ে আনা।
 
====== উদ্দশ্যে ======
 
* তদন্ত কার্যে আধুনিক ও বৈজ্ঞানিক যনত্রপাতির সর্বোচ্চ ব্যবহার।
* তদন্ত কার্যে মৌখিক সাক্ষের পরিবর্তে বস্তুগত সাক্ষ্যের উপর গুরুত্ব আরোপ।
* কোর্টের সাথে বন্ধুত্বপূর্ণ পরিবেশ বজায় রাখা।
* মামলা তদন্তে সকল প্রকার বিলম্ব পরিহার করা।
* দ্রুত, সঠিক ও নিরপেক্ষ তদন্তের দ্বারা জনগণের আস্থা অর্জন।
 
== গঠন ==
 
২০১২ সালের ১৮ আক্টোবর ৯৭০ জনবল নিয়ে পিবিআই যাত্রা শুরু করলেও বর্তমানে ২০২০ জনবল নিয়ে বাংলাদেশের মোট ৪২ টি জেলায় পিবিআই এর সর্বমোট ৪৯ টি ইউনিট কাজ করছে। কার্যক্রম শুরুর পর থেকে পিবিআই এর ইউনিটসমূহ জিআর ও সিআর মামলাসমূহ তদন্ত করে আসছে। পিবিআই একজন ডিআইজির নেতৃত্বে পরিচালিত হয়। অপারেশনাল কার্যক্রম অনুসারে পিবিআইকে পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চল এ
[[চিত্র:Map, BD.jpg|বাম|থাম্ব|বাংলাদেশের প্রশাসনিক মানচিত্র]]
দুইটি অঞ্চলে বিভক্ত। দুইজন অতিরিক্ত ডিআইজির নেতৃত্বে এ দুটি অঞ্চল পরিচালিত হয়। এছাড়া কাজের সুবিধার্থে সমগ্র বাংলাদেশকে ৮টি অপরাধ বিভাগ ও ৭৪ টি জেলা ও মেট্রোপলিটন এলাকায় বিভক্ত করা হয়েছে। প্রত্যেক ইউনিট একজন পুলিশ সুপার দ্বারা পরিচালিত। পিবিআিই হেডকোয়ার্টার্স এর অধীনে এসআইএন্ডও, ডিজিটাল ফরেনসিক ল্যাব, সিটিইউ ও অর্গানাইজড ইউনিট পরিচালিত হয়।
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
বিশেষায়িত একটি দল নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) এর আদলে তৈরী হয়েছে।<ref>{{ওয়েব উদ্ধৃতি|ইউআরএল=http://www.dhakatribune.com/bangladesh/crime/2017/03/10/abandoned-bmw-vehicle-seized-dhaka/|শিরোনাম=RAB seizes BMW ‘used for drug peddling’|তারিখ=10 March 2017|ওয়েবসাইট=Dhaka Tribune|সংগ্রহের-তারিখ=31 March 2017}}</ref> পিবিআইয়ের কর্মকর্তারা এফবিআই ও মার্কিন পুলিশের বিশেষ শাখা থেকে প্রশিক্ষণ নিয়েছেন। পুলিশের এমন শাখা ভারতে সেন্ট্রোল ব্যুরো অব ইনভেস্টিগেশন (সিবিআই) নামে পরিচিত।