আলাপ:শেখ মুজিবুর রহমান: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
২০৮ নং লাইন:
:এত বড় অংশ বই থেকে টুকে দিতে আমার আপত্তি রয়েছে। এটিকে সংক্ষেপে লেখা উচিত। --[[ব্যবহারকারী:আফতাবুজ্জামান|আফতাবুজ্জামান]] ([[ব্যবহারকারী আলাপ:আফতাবুজ্জামান|আলাপ]]) ২০:৩৫, ১৪ অক্টোবর ২০২০ (ইউটিসি)
::{{ping|আফতাবুজ্জামান}} ছোট করেছি, আরও ছোট করতে হলে বলেন। আর কারাভোগ অনুচ্ছেদটি মুক্তিযুদ্ধ ও বন্দীজীবন অনুচ্ছেদের পরে দিলে ভালো হয়। [[বিশেষ:অবদান/116.58.203.127|116.58.203.127]] ([[ব্যবহারকারী আলাপ:116.58.203.127|আলাপ]]) ০৩:৪২, ১৫ অক্টোবর ২০২০ (ইউটিসি)
:::এই পুরো অংশটি নিবন্ধে বিশ্বকোষীয় মূল্য সংযোজন করে না। এটির সরমর্ম হলো - একজন বই প্রকাশ করে এক তথ্য দিয়েছেন এবং পরে তিনি সমালোচনার মুখে তথ্যটি বর্জন করে ভুল স্বীকার করেছেন। সুতরাং বাক্যটি এভাবে দেওয়া যায়, “স্বাধীনতা যুদ্ধকালীন সামরিক কর্মকর্তা ও আওয়ামী লীগের সাবেক পরিকল্পনামন্ত্রী [[আবদুল করিম খন্দকার]] ২০১৪ সালে লিখিত [[১৯৭১ : ভেতরে বাইরে]] গ্রন্থে দাবী করেন, শেখ মুজিবুর রহমান ৭ই মার্চ থেকে ২৫শে মার্চ গ্রেপ্তারের পূর্ব পর্যন্ত স্বাধীনতার ঘোষণা দেননি। গ্রন্থটি প্রকাশের পর লেখক ও বইটির বিরুদ্ধে রাজনৈতিক তথ্য বিকৃতির অভিযোগে মামলা হয় এবং সমালোচনার পরিপ্রেক্ষিতে লেখক দুঃখ প্রকাশ করে তথ্যটি প্রত্যাহার করে নেন।” '''[[ব্যবহারকারী:NahidSultan|~ যুদ্ধমন্ত্রী]] <sup>[[ব্যবহারকারী আলাপ:NahidSultan|আলাপ]]</sup>''' ০৯:২৫, ২০ অক্টোবর ২০২০ (ইউটিসি)
{{আলাপ পাতা-তথ্যসূত্র}}
"শেখ মুজিবুর রহমান" পাতায় ফেরত যান।