উপেন্দ্রনাথ ব্রহ্মচারী: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Bellayet (আলোচনা | অবদান)
iw
Bellayet (আলোচনা | অবদান)
, Replaced: গবেষনা → গবেষণা,
৩ নং লাইন:
 
==প্রাথমিক জীবন==
উপেন্দ্রনাথ ব্রহ্মচারী বিহারের [[মুঙ্গের]] জেলার জামালপুরে জন্মগ্রহন করেছিলেন । তাঁর পিতা ডাক্তার নীলমনি ব্রহ্মচারী এবং তাঁর মাতা সৌরভ সুন্দরী দেবী । <ref name="vp>[http:"//www.vigyanprasar.gov.in/scientists/UNBrahmachari.htm বিজ্ঞান প্রসার ওয়েবসাইটে উপেন্দ্রনাথ]</ref> তাঁর নিবাস ছিল [[হুগলি|হুগলির]] মহেশতলা ।
উপেন্দ্রনাথ জামালপুরে পূর্ব রেলওয়ের বয়েজ হাই স্কুলে পড়েছিলেন । [[১৮৯৩]] খ্রিষ্টাব্দে [[গণিত|গণিতে]] প্রথম শ্রেণীর অনার্স সহ বিএ পাস করেন হুগলি কলেজ থেকে । [[১৮৯৪]] খ্রিষ্টাব্দে রসায়নে এমএ পরীক্ষায় প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করেন । [[১৮৯৮]] খ্রিষ্টাব্দে মেডিসিন ও সার্জারিতে প্রথম স্থান নিয়ে এমবি পাস করেন ও গুডিভ ও ম্যাকলাউড পদক পান । [[১৯০২]] খ্রিষ্টাব্দে এমডি এবং এরপর শরীরতত্ত্বে পিএইচডি উপাধি পান । পিএইচডিতে তাঁর গবেষণার বিষয় ছিল হিমোলাইসিস (Haemolysis) বা রক্তকণিকার ভেঙে পড়া সংক্রান্ত । এছাড়াও তিনি কোট্‌স পদক, গ্রিফিথ পুরস্কার ও মিন্টো পদক পান । <ref name="s1>সংসদ বাঙালি চরিতাভিধান প্রথম খণ্ড - সংশোধিত চতুর্থ সংস্করণ - সাহিত্য সংসদ<"/ref><ref name=vk>[http://www.abasar.net/scienceBrahmachaaree.htm ভারতকোষে উপেন্দ্রনাথ]</ref>
 
==কর্মজীবন==
[[১৯০৫]] খ্রিষ্টাব্দ থেকে [[১৯২৩]] খ্রিষ্টাব্দ পর্যন্ত ঢাকা মেডিক্যাল স্কুলে [[প্যাথলজি]] ও [[মেটিরিয়া মেডিকা|মেটিরিয়া মেডিকার]] শিক্ষকতা করেন । আইএমএস না হয়েও [[১৯২৩]] খ্রিষ্টাব্দে [[কলকাতা মেডিক্যাল কলেজ]] হাসপাতালে অতিরিক্ত চিকিৎসক নিযুক্ত হন । [[১৯২৭]] খ্রিষ্টাব্দে সরকারী কাজ থেকে অবসর নিয়ে [[কারমাইকেল মেডিক্যাল কলেজ|কারমাইকেল মেডিক্যাল কলেজে]] শিক্ষকতা করেন । কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাণ-রসায়নেরও অধ্যাপক ছিলেন । [[ম্যালেরিয়া]], [[ব্ল্যাকওয়াটার ফিভার]] এবং রসায়নশাস্ত্র বিষয়ে গবেষণা করেছেন । <ref name="s1>সংসদ বাঙালি চরিতাভিধান প্রথম খণ্ড - সংশোধিত চতুর্থ সংস্করণ - সাহিত্য সংসদ<"/ref>
 
[[১৯২০]] সালে উপেন্দ্রনাথ তৈরি করেন [[ইউরিয়া স্টিবামাইন]] । ১৯২২ সালে ইন্ডিয়ান জার্নাল অফ মেডিক্যাল রিসার্চে প্রকাশিত হল উপেন্দ্রনাথের আবিষ্কারের কথা । ৮ জন কালাজ্বর রোগীকে সুস্থ করার বিবরণ সহ । তিনি তাঁর গবেষণা পত্রে ওষুধটির বিষাক্ততা সম্পর্কে আলোচনা করলেন । [[১৯২৩]] সালের জুলাই মাসে ইন্ডিয়ান মেডিক্যাল গেজেটে [[ইউরিয়া স্টিবামাইন]] সম্পর্কে অভিজ্ঞতার কথা প্রকাশিত হল । [[১৯২৪]] সালের এপ্রিল মাসে উপেন্দ্রনাথ আরো কিছু তথ্য প্রকাশ করলেন ''ইন্ডিয়ান মেডিক্যাল গেজেটে'' । কালাজ্বর কমিশন (১৯৩২) এর মেজর শর্টের অভিজ্ঞতায় [[ইউরিয়া স্টিবামাইন]] খুব নিরাপদ এবং বিশ্বাসযোগ্য ওষুধ । এই ওষুধ ব্যবহার করে ৩.২৫ লক্ষ রোগীকে সারানো সম্ভব হয়েছে । [[কালাজ্বর]] ছাড়াও উপেন্দ্রনাথ [[ফাইলেরিয়া]], [[ডায়াবেটিস]], [[কুষ্ঠ]], [[মেনিনজাইটিস]] প্রভৃতি নিয়েও গবেষনাগবেষণা করেছিলেন । <ref name="vk>[http:"//www.abasar.net/scienceBrahmachaaree.htm ভারতকোষে উপেন্দ্রনাথ]</ref>
 
চিকিৎসা বিজ্ঞান সম্বন্ধে রচনাবলীর মধ্যে ''ট্রিটিজ অন কালাজ্বর'' বিখ্যাত । ইংল্যান্ডের র‌য়্যাল সোসাইটি অফ মেডিসিনের সভ্য, [[ইন্দোর|ইন্দোরে]] ভারতীয় বিজ্ঞান কংগ্রেসের (১৯৩৬) সভাপতি এবং নানা প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত ছিলেন । <ref name="s1>সংসদ বাঙালি চরিতাভিধান প্রথম খণ্ড - সংশোধিত চতুর্থ সংস্করণ - সাহিত্য সংসদ<"/ref>
তিনি [[ব্রহ্মচারী রিসার্চ ইনস্টিটিউট]] স্থাপন করে দেশী ওষুধ প্রস্তুত করেন । <ref name="s1>সংসদ বাঙালি চরিতাভিধান প্রথম খণ্ড - সংশোধিত চতুর্থ সংস্করণ - সাহিত্য সংসদ<"/ref>
 
==পুরস্কার ও সম্মান==
[[কলকাতা বিশ্ববিদ্যালয়]] তাঁকে গ্রিফিথ মেমোরিয়াল পুরস্কারে সম্মানিত করেছিল । [[স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন অ্যান্ড হাইজিন]] তাঁকে মিন্টো পদক দিয়েছিল । এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল তাঁকে স্যার উইলিয়াম জোনস পদকে সম্মানিত করেছিল । এছাড়াও তিনি কাইজার-ই-হিন্দ স্বর্ণপদক পেয়েছিলেন । ব্রিটিশ সরকার তাঁকে [[রায়বাহাদুর]] উপাধিতে ভূষিত করেছিল । [[১৯৩৪]] খ্রিষ্টাব্দে উপেন্দ্রনাথ ব্র্‌হ্মচারী [[নাইট (উপাধি)|নাইট]] উপাধি পান । <ref name="vp>[http:"//www.vigyanprasar.gov.in/scientists/UNBrahmachari.htm বিজ্ঞান প্রসার ওয়েবসাইটে উপেন্দ্রনাথ]</ref>
[[১৯২৯]] খ্রিষ্টাব্দে তাঁকে মেডিসিনে নোবেল পুরস্কারের জন্য বিবেচনা করা হয়েছিল । <ref>[http://nobelprize.org/nomination/medicine/nomination.php?action=show&showid=2791 নোবেল প্রাইজের ওয়েবসাইট]</ref>
 
==তথ্যসূত্র==
{{reflist}}
 
 
{{বাংলার নবজাগরণ}}
 
[[Categoryবিষয়শ্রেণী:১৮৭৩-এ জন্ম]]
[[Categoryবিষয়শ্রেণী:১৯৪৬-এ মৃত্যু]]
[[Category:বাঙালি বিজ্ঞানী]]
[[Categoryবিষয়শ্রেণী:বাঙালি চিকিৎসকবিজ্ঞানী]]
[[বিষয়শ্রেণী:বাঙালি চিকিৎসক]]
[[Categoryবিষয়শ্রেণী:বাংলার নবজাগরণ]]
 
[[en:Upendranath Brahmachari]]