উইকিপিডিয়া:সংঘাত নিরসন: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
add translation, parts
Bellayet (আলোচনা | অবদান)
ভাষায় পরিবর্তন
৬ নং লাইন:
 
=== প্রথম ধাপ: বিষয়বস্তুর উপর বেশী নজর দিন ===
গুরুত্বপূর্ণ প্রথম ধাপ হল ব্যক্তির প্রতি নয়, ব্যক্তব্যের প্রতি বেশী নজর দিন। উইকিপিডিয়া পারস্পরিক সাহাযয়েরসাহাযোগীতার উপরে ভিতভিত্তি করে তৈরী, যারতাই জন্যএখানে অন্যের পরিশ্রমে্কেপরিশ্রমকে শ্রদ্ধা করা অতি প্রয়োজনীয়।
 
যদি কোন সম্পাদনা আপনার কাছে পক্ষপাতদুষ্ট বা ত্রুটিপূর্ণ বলে মনে হয়, সেটিকে সরাসরি বাতিল না করে “উন্নত” করার চেষ্টা করুন। কোন নিবন্ধে গুরুত্বপূর্ণ পরিবর্তন সাধনের পর যদি আপনার মনে হয় অন্যরা এটিতে আপত্তি জানাতে পারে, তবে আপনার সম্পাদনাকর্মের একটি ভাল [[উইকিপেডিয়া:সম্পাদনা সারাংশ|সারাংশ]] দেওয়ার চেষ্টা করুন। [[উইকিপেডিয়া:তিনবার বাতিলের নিয়ম|তিনবার বাতিলের নিয়ম]] অনবরত বাতিল করার প্রবণতায় বাধা দেয়। যদি অন্য কেউ আপনার সাথে অভদ্র আচরণ করে, সংযত থাকুন, আর [[উইকিপেডিয়া:কোন ব্যক্তিগত আক্রমণ নয়|ব্যক্তিগত আক্রমণ]] করা থেকে বিরত থাকুন।
১৪ নং লাইন:
===দ্বিতীয় ধাপ: উত্তেজিত হবেন না===
 
অধিকাংশ ক্ষেত্রে তাড়াহুড়াতাড়াহুড়ো অপ্রয়োজনীয়। নিজেকে ও অন্যদেরকে কিছু সময় দিন। কিছু কিছু ক্ষেত্রে জন্য বড় নিশ্বাস নিয়ে, ধরে রাখলে উত্তেজনা প্রশমণেপ্রশমনে ভালো কাজ দেয়। নাহলে সংঘাতের বিষয়টিকে কিছুক্ষণের জন্য ভুলে থাকুন, অন্য কাজ করুন বা বিশ্রাম নিন। নিষচিন্তনিশ্চিন্ত থাকুন, সব সময়েই সমস্যাটিকে পরেও সমাধান করা সম্ভব। উইকিপিডিয়াতে সব কিছুর লগ নথবদ্ধনথিবদ্ধ হয়। প্র্রঅষ্ঠাটিরপাতাটির ইতিহাস-এ গেলেই ইতিমধ্যে কি কি পরিবর্তন হয়েছে সব দেখতে পাবেন, এমনকি আপনার করা শেষ সংস্করণ, তার সঙ্গে পূর্বের পার্থক্য ও তার সংগেসঙ্গে বর্তমান সংস্করণের পার্থক্য- সবই ইতিহাস পাতায় দেখতে পাওয়া যাবে।পাবেন। যা থেকে আপনি বুঝতে পারবেন আপনি কি কি পরিবর্তন এখনো করতে চান।
 
দীর্ঘমেয়াদী পরিকল্পনা করুন। কিছুদিন পরে আপনি আবার অইএই পাতাটিতে ফিরে আবার পরিবর্তন করতেই পারেন, ততক্ষণে আশা করা যায় সংঘাত মিটে গেছে, বা যে সম্পাদকের সংগেসঙ্গে সংঘাত ঘটছিলঘটেছিল, তিনি সংঘাতেসংঘাতের বদলে অন্যত্রেঅন্য মনস্থাপনকাজে করতেমনযোগ আরোদিতে আগ্রহীবেশী আগ্রহী। ইতমধ্যে হয়তো সংঘাতসংঘাতে ঘটিতজড়িত নিবন্ধটির আরো বিবর্তন ঘটেছে। সংঘাতের বিষয় আবার উত্থাপন হলেও অন্য দৃষ্টিভঙ্গীর নানা সম্পাদক জারাযারা ইতি্মধ্যেইতিমধ্যে যোগ দিয়েছেন তাঁরা হয়তো এখন আরো সুচারু ভাবে।ভাবে, সংঘাতসংঘাতে না করেজড়িয়ে বিষয়টিকে নিয়ে পর্যালোচনা করতে প্রস্তুত।
 
এটি বিষেষবিশেষ করেভাবে দরকার যখন সংঘাতকারী সম্পাদ্কসম্পাদক উইকিপিডিয়াতে নতুন , তাঁদের উইকিপিডিয়ার নীতিমালা ও সম্পাদনারীতিতে ওয়াকিবহাল হবার জন্য সময় দিন। সংঘাতে জড়িয়ে এক জায়গায় থেমে না গিয়ে অন্য কোন নিবন্ধ যা অপনিআপনি আরোঝামেলা নির্ঝঞ্ঝাটেএড়িয়ে আগ্রসরএগিয়ে করতেনিতে পারেন সেগুলির সম্পাদনা সেরেশেষ নিন।করুন।
 
===তৃতীয় ধাপ:সংশ্লিষ্ট অন্যান্য পক্ষের সাথে কথা বলুন===
যে কোন সংঘাত নিরসনের একেবারে প্রথম পদক্ষেপ হলো সেটি নিয়ে [[উইকিপেডিয়া:আলাপ পাতা|আলাপ পাতায়]] আলোচনা করা। যার সাথে সংঘাতে জড়িয়েছেন, হয় তার নিজস্ব ব্যবহারকারী আলাপ পাতায় বা নিবন্ধটির আলাপ পাতায় তার সাথে যোগাযোগের চেষ্টা করুন। নিবন্ধের মূল পাতায় কখনো সংঘাত নিয়ে কথা বলার চেষ্টা করবেন না। কোন বিষয় নিয়ে আলোচনার সময় মাথা ঠান্ডা রাখুন, আর [[উইকিপেডিয়া:কোন ব্যক্তিগত আক্রমণ নয়|ব্যক্তিগত আক্রমণ]] থেকে বিরত থাকুন। অপর ব্যক্তিটির দৃষ্টিভঙ্গি বোঝার চেষ্টা করুন এবং আপোসেআপোষে আসার চেষ্টা করুন। ধরে নিন যে অপর ব্যক্তিটি [[উইকিপিডিয়া:সদিচ্ছা নিয়ে কাজ করুন|সদিচ্ছা]] নিয়েই আলাপ করছেন, যদি এর বিপরীতে পরিষ্কার কোন প্রমাণ না পান।
 
সংঘাত নিরসনের এই পর্যায়ে বা অন্য যে কোন পর্যায়ে অন্যপক্ষের সাথে আলোচনা করা, কেবল সংঘাত নিরসনের পরবর্তী পর্যায়ে যাওয়ার জন্য মুখরক্ষার ব্যাপার নয়। আলোচনায় সদিচ্ছার অভাব দেখালে এটাই প্রমাণিত হয় যে আপনি নিরসনের বদলে সংঘাতটিকে আরও উসকে দিতে চাচ্ছেন। এ ধরণের আচরণের ফলে আপনি লোকজনের সহানুভূতি হারাতে পারেন, আর এতে সংঘাত নিরসনের পরবর্তী পর্যায়গুলোতে আপনাকেআপনার অংশগ্রহণঅংশগ্রহণে সীমাবদ্ধ হওয়ার সুযোগ আছে। অন্য দিকে আপনি যদি অন্য পক্ষের সাথে আন্তরিকভাবে ঐক্যমতে আসার জন্য নিরবচ্ছিন্ন আলোচনা চালিয়ে যান, এবং সেটা যদি শুরুতে সংঘাত নিরসনে সফল নাও হয়, তবে আপনি যে উইকিপিডিয়ার নীতিমালা অনুসারে সমাধান খুঁজতে আগ্রহী তা প্রকাশ পায়।
 
[[Category:উইকিপিডিয়া নীতিমালা ও নির্দেশাবলী]]