রুম (২০১৫-এর চলচ্চিত্র): সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
সংশোধন
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
৪৮ নং লাইন:
}}
 
'''''রুম''''' লেনি আব্রাহামসন পরিচালিত এবং এমা ডনাহিউর ২০১০ সালের [[রুম (উপন্যাস)|একই নামের উপন্যাসের]] উপর ভিত্তি করে রচিত ২০১৫ সালের একটি স্বাধীন নাটকীয় চলচ্চিত্র। এর শ্রেষ্ঠাংশে [[ব্রি লারসন|ব্রি লারসনকে]] সাত বছর যাবৎ বন্দীদশায় জীবন কাটানো একজনএক নারীরনারী ভূমিকায়চরিত্রে দেখা যায় এবং তার পাঁচ বছর বয়সী সন্তান জ্যাক ([[জ্যাকবব্রি ট্রেম্বলেলারসন]]), যেএবং তারনিজের মায়ের বন্দীদশাতেই জন্মগ্রহণ করেছেকরা এবং বন্দী অবস্থা থেকে পালানোর মাধ্যমে শিশুটি প্রথমবারের মত বাইরের জগতের সাথে পরিচিত হয়।হওয়া এছাড়াওতার পাঁচ বছর বয়সী সন্তান জ্যাক চলচ্চিত্রটিতেচরিত্রে [[জ্যাকব ট্রেম্বলে]] অভিনয় করেছেনকরেছেন। এছাড়াও চলচ্চিত্রটির অন্যান্য ভুমিকায় [[জোন অ্যালেন]], [[শন ব্রিজার্স]], এবং [[উইলিয়াম এইচ. মেসি]]কে দেখা যায়।
 
কানাডা, আয়ারল্যান্ড, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের যৌথ প্রযোজনার চলচ্চিত্রটির দৃশ্যধারণ হয়েছিল টরেন্টোতে। আর এজন্য সেখানকার পাইনউড টরেন্টো স্টুডিওজে চলচ্চিত্রটির নামে একটি সেট তৈরী করা হয়েছিল। দৃশ্যধারণকারী ব্যক্তিদের প্রবেশের সুবিধার্থে সেটের প্রতিটি অংশ স্থানান্তরযোগ্য করে নির্মাণ করা হয়েছিল। নিজের অভিনয় আরও ভালোভাবে ফুটিয়ে তোলার জন্য লারসন মানসিক আঘাত ও শারিরিক অপুষ্টি নিয়ে গবেষণা করেছিলেন।
 
''রুম'' ২০১৫ সালের ৪ঠা সেপ্টেম্বর টেলুরাইড চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয় এবং পরে এটি ২০১৫ টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়, সেখানে এটি পিপলস চয়েস এ্যাওয়ার্ড অর্জন করেছিল। চলচ্চিত্রটি ২০১৫ সালের ২৩ অক্টোবর এলিভেশন পিকচার্সের মাধ্যমে কানাডায় এবং স্টুডিও ক্যানালের মাধ্যমে ২০১৬ সালের ১৫ই জানুয়ারি যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডের প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হয়েছিল।হয়। ১৬ অক্টোবর ২০১৫ সালে এ২৪ এর মাধ্যমে চলচ্চিত্রটি যুক্তরাষ্ট্রে সীমিতভাবে মুক্তি দেওয়া হয়েছিল। গল্প এবং এতে লারসন ও ট্রেম্বলের অভিনয়ের জন্য প্রশংসা পাওয়া $১৩ মিলিয়ন মার্কিন ডলারের চলচ্চিত্রটি মোট $৩৬ মিলিয়ন মার্কিন ডলার আয় করেছিল।
 
বছরের অন্যতম সেরা চলচ্চিত্র হিসেবে উল্লেখিতআখ্যায়িত ''রুম'' [[রুম কর্তৃক অর্জিত পুরস্কারসমূহ|পুরস্কার ও মনোনয়ন]] অর্জন করেছিল। ৮৮তম একাডেমি পুরস্কার অনুষ্ঠানে লারসনের অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার অর্জনের পাশাপাশি সেরা চলচ্চিত্রসহ চারটি বিভাগে মনোনয়ন পেয়েছিল। এছাড়াও এটি সেরা চলচ্চিত্রসহ নয়টি কানাডীয় স্ক্রিণ পুরস্কার এবং সেরা চলচ্চিত্রসহ সাতটি আইরিশ চলচ্চিত্র ও টেলিভিশন পুরস্কার অর্জন করেছিল। লারসন সেরা অভিনেত্রী বিভাগে বাফটা পুরস্কারও জিতেছিলেন।
 
==কাহিনী সংক্ষেপ==