রফিক উদ্দীন ভূঁইয়া: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
ভাষা_সৈনিক_রফিক_উদ্দিন_ভূঁইয়া_.jpg সরানো হলো। এটি Fitindia কর্তৃক কমন্স থেকে অপসারিত হয়েছে, কারণ: File is a derivative work and sources or permission of the original works are not give
ভাষা_সৈনিক_রফিকউদ্দিন_ভূঁইয়া_.jpg সরানো হলো। এটি Fitindia কর্তৃক কমন্স থেকে অপসারিত হয়েছে, কারণ: File is a derivative work and sources or permission of the original works are not given।
১৭ নং লাইন:
 
==স্বাধীনতা পরবর্তী কার্যক্রম==
[[চিত্র:ভাষা সৈনিক রফিকউদ্দিন ভূঁইয়া .jpgচিত্|alt=|থাম্ব|<nowiki>১৯৭২ সালের ৪ঠা ফেব্রুয়ারি স্বাধীন বাংলাদেশে ময়মনসিংহ এর মাটিতে প্রথমবার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পর্দাপন কালীন ছবি| ছবিতে বা থেকে ভাষা সৈনিক সাবেক এমপি শামসুল হক, ভাষা সৈনিক রফিকউদ্দিন ভূঁইয়া, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সাবেক প্রধানমন্ত্রী অধ্যাপক সৈয়দ নজরুল ইসলাম, জাতির জনকের পুত্র শেখ কামাল, সর্বডানে তৎকালীন ময়মনসিংহ জেলা ছাত্রলীগ এর ১তম সাধারণ সম্পাদক, ময়মনসিংহ পলিটেকনিক ইন্সটিটিউট এর জি.এস এবং বর্তমান শহর আওয়ামীলীগ এর সভাপতি ইঞ্জিনিয়ার আমিনুল ইসলাম তারা।</nowiki>]]
দেশ স্বাধীনের পর ১৯৭৩ সালে রফিক উদ্দিন ভূঁইয়া (ময়মনসিংহ-১৩) নান্দাইল আসন থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন।<ref>{{ওয়েব উদ্ধৃতি|ইউআরএল=http://www.parliament.gov.bd/images/pdf/formermp/1st.pdf|শিরোনাম=১ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা|ওয়েবসাইট=[[জাতীয় সংসদ]]|প্রকাশক=[[বাংলাদেশ সরকার]]|আর্কাইভের-ইউআরএল=https://web.archive.org/web/20180909153327/http://www.parliament.gov.bd/images/pdf/formermp/1st.pdf|আর্কাইভের-তারিখ=৯ সেপ্টেম্বর ২০১৮}}</ref> তিনি দীর্ঘকাল ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগের ওয়াকিং কমিটির অন্যতম সদস্য ছিলেন। তিনি ১৯৫৬ থেকে ১৯৫৯ সাল পর্যন্ত ময়মনসিংহ জেলা বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। ভাষা সৈনিক ও বীর মুক্তিযোদ্ধা রফিক উদ্দিন ভূঁইয়া নান্দাইল সদরে মহান স্বাধীনতা যুদ্ধে বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ১৯৭২ সালে এলাকাবাসীর সহযোগিতায় শহীদ স্মৃতি আদর্শ ''(বর্তমানে ডিগ্রি)'' কলেজ প্রতিষ্ঠাতা করেন।