উইকিপিডিয়া:আলোচনাসভা: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Mrb Rafi (আলোচনা | অবদান)
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা উচ্চতর মোবাইল সম্পাদনা
Mrb Rafi (আলোচনা | অবদান)
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা উচ্চতর মোবাইল সম্পাদনা
৭৪০ নং লাইন:
নটর ডেম ইংলিশ ক্লাবের প্রাথমিক পরিকল্পনানুযায়ী পুরো আয়োজনের সমস্ত বিষয় বাংলায়ই থাকবে, শুধু সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রচারণার জন্য প্রয়োজনীয় পোস্ট, ছবি, ইভেন্ট পেইজ ও সার্টিফিকেটে ব্যবহারের জন্য মূল নথিগুলোর অনূদিত সংস্করণ তৈরি করা হবে এবং বাংলা ভাষাকে মূল আকর্ষণে রাখা হলেও পাশাপাশি সামান্য কিছু ক্ষেত্রে ইংরেজিত অনুবাদকেও ব্যবহার করা হবে। তাছাড়া প্রচারণার জন্য দুই ভাষা ব্যবহার করেই একটি ভিডিও তৈরি করা হবে, যার অন্তর্নিহিত বার্তা থাকবে - ''জীবনের প্রয়োজনে আমরা পৃথিবীর যেখানেই যাই কিংবা যে ভাষাই ব্যবহার করি না কেন, দিনশেষে আমাদের শেকড় - বাংলা ভাষায়ই আমাদের ফিরে আসতে হবে।'' এতে উইকিমিডিয়া বাংলাদেশের কিংবা সামগ্রিক উইকিমিডিয়া আন্দোলনের সাথে কোনো ধরণের সংঘর্ষ তো হয়ই না বরং আমার মতে উইকি দর্শন বিবেচনায়ই এ পরিকল্পনা প্রশংসনীয়।
 
দ্বিতীয়ত, ফেব্রুয়ারি কিংবা তার পরে এই আয়োজন করা একেবারেই উচিত নয়। আমি পরিকল্পনায় স্পষ্টভাবেই বলেছি আয়োজনটি বাংলাদেশের স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের লক্ষ্য করে। আমরা বিশ্বাস করি কার্যকরভাবে পরিকল্পনাটি বাস্তবায়ন করা গেলে শুধু শিক্ষার্থীদের দিয়েই বাংলা উইকিপিডিয়ার আকার ও কাজের গতি কয়েকগুণ বাড়িয়ে দেয়া সম্ভব। পরিকল্পনা সফল হলে প্রয়োজনে তখন আন্তঃপ্রতিষ্ঠান এডিটাথন করার সংস্কৃতিও চালু করা যেতে পারে। ২০২১ সালটি শুরু হবে বাংলাদেশের সকল শিক্ষার্থীদের জন্য উৎকণ্ঠা দিয়ে। উচ্চমাধ্যমিক পরিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় ভর্তি নিয়ে ব্যস্ত হয়ে পড়বে, মাধ্যমিক পরীক্ষার সময় হয়ে যাবে, পাশাপাশি সকল শ্রেণির বার্ষিক পরীক্ষাও জানুয়ারি - ফেব্রুয়ারিতে নেয়া হবে বলে শোনা যাচ্ছে। তাছাড়া আমরা নিজেদের স্কুল জীবনের অভিজ্ঞতা বিচার করলেও নভেম্বর - ডিসেম্বরে বড় আয়োজন করা মাহাত্ম বুঝতে পারবেন।পারব। তারতবে ওপরআমার কাছে ''এক লক্ষ নিবন্ধ বড় মাইলফলক এবং আমরা তা পেরিয়ে এসেছি'' নাকিএর চেয়ে ''আমাদের সবাইকে কাঁধে কাঁধ রেখে এটি পেরোতে হবে'' - দুটো বার্তার কোনটিদ্বিতীয়টি বেশি অনুপ্রেরণাদায়ক নিজেরাইবলে বিবেচনামনে করুন।হচ্ছে। নটর ডেম ইংলিশ ক্লাবের কার্যনির্বাহী পরিষদের কয়েকজন সদস্যও এ মাইলফলকের কথা শুনে আগ্রহী হয়েছে এমনকি প্রচারণার সেটি গুরুত্ব দেয়ার আগ্রহ প্রকাশ করেছে।
 
আমাদের উদ্দেশ্য শুধুই বাংলা উইকিপিডিয়াকে সমৃদ্ধ করা। তবে আত্মপরিচয় ও সমৃদ্ধ ভাষা-সংস্কৃতির গর্ব করতে শেখাটা যেমন জরুরী, তেমনই নিজেদের পথ হারানো বিচ্ছিন্ন পথিক না ভেবে নিজেদের বৃহত্তর মানবসভ্যতার শক্তিশালী ও কার্যকর অঙ্গ হিসেবে ভাবতে পারাটাও জরুরী। আয়োজনে দুটো বার্তাই শিক্ষার্থীদের ভাবনায় ঢুকিয়ে দেয়ার চেষ্টা করা হবে। এই ভাবনা থেকেই আমরা উইকিপিডিয়ার প্রতিষ্ঠাতা জিমি ওয়েলসের শুভেচ্ছাবার্তার কথা বলেছিলাম। ২০১২ সালের অসম্মেলনে কিন্তু এরকম [https://m.youtube.com/watch?v=f7HNB_WdLis আয়োজন] ছিল। তবে ইন্টারনেটের ক্ষমতা ব্যবহার করে এবার আমরা অনলাইনে আরো বিরাট আয়োজনের পরিকল্পনা করছি। কোনো ভুল করে থাকলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবার অনুরোধ রইল। -<span style="text-shadow:1px 1px black">[[ব্যবহারকারী:Mrb Rafi| <font color="#777B80">বিদ্রোহী রণক্লান্ত</font>]] <sup>[[ব্যবহারকারী আলাপ:Mrb Rafi|বার্তা..]]</sup></span> ১১:৪৪, ১১ অক্টোবর ২০২০ (ইউটিসি)