উইকিপিডিয়া:আলোচনাসভা: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Mrb Rafi (আলোচনা | অবদান)
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা উচ্চতর মোবাইল সম্পাদনা
৭২৫ নং লাইন:
::: কর্মশালা যেহেতু বাংলা উইকিপিডিয়ার, সেহেতু বাংলা ব্যবহার করার বিকল্প দেখছি না। কর্মশালার সমস্ত কর্মকাণ্ড বাংলাতেই হওয়া উচিত। তারপরেও কিন্তু তবু এর প্রশ্ন থেকে যায়, আয়োজক যেহেতু "ইংলিশ ক্লাব"। কাজেই আমার মনে হয়, উভয়পক্ষকেই সমান সুযোগ দেওয়া উচিত। কর্মশালা এবং এডিটাথন দুইটাই সফল হোক, এবং তাতে কোনো পক্ষেরই যেন কোনোরকম আক্ষেপ না থাকে। সেজন্য দুইপক্ষকেই কিছুটা নমনীয় হওয়ার আহ্বান জানাবো। একটা সৃষ্টিশীল, সফল আয়োজনের জন্য একটু ছাড় দেওয়াই যায়। উইকিমিডিয়া বাংলাদেশ কর্তৃপক্ষকে যেমন বলবো, তেমনি নটর ডেম ইংলিশ ক্লাব কর্তৃপক্ষকেও একই কথাই বলবো। আর সফল আয়োজনে তো লাভ আখেরে বাংলা উইকিপিডিয়া তথা, বাংলা ভাষারই হবে। তাতে হয়তো আমাদের মাইলফলক অর্জনও দ্রুত সম্ভব হবে। — [[ব্যবহারকারী:Meghmollar2017|আদিভাই]] • [[ব্যবহারকারী আলাপ:Meghmollar2017|আলাপ]] • ০৯:২৯, ১০ অক্টোবর ২০২০ (ইউটিসি)
:::: সৃষ্টিশীল, সফল আয়োজনের সার্বিক দিক যেন আমাদের আদর্শগত ভিত্তির সাথে একই পথে চলে, সেটা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে কর্মশালা পরিচালনা করবে বাংলা উইকিপিডিয়ার অবদানকারী, যা শেখানো হবে বাংলাদেশের একটি কলেজের শিক্ষার্থীদের, যা পরিচালিত হবে বাংলা ভাষায়, সেই কর্মশালার নাম আয়োজনে সহযোগী ক্লাবের কথা চিন্তা করে অন্য ভাষায় করাটা আমাদের মূল আদর্শকেই ভুলভাবে উপস্থাপন করে; লাভের চেয়ে দীর্ঘমেয়াদী ভুল বার্তাটা স্থায়ী যে চিহ্ন রেখে যাবে, তা বেশি ক্ষতিকর। উইকিমিডিয়া বাংলাদেশ বিভিন্ন ক্লাবের সহায়তায় কর্মশালা আয়োজন করে থাকে, অর্থাৎ আয়োজনের দিকটা মূলত সহশিক্ষা কার্যক্রমে যুক্ত কোনো ক্লাবের সহযোগিতায় উইকিমিডিয়া বাংলাদেশই করে থাকে। ইতিপূর্বেও নটর ডেম কলেজে কর্মশালা হয়েছে তিনবার, যা আগাগোড়া বাংলা ভাষায় হয়েছে। এখানে আমাদের অবস্থানে ছাড় দেয়ার বিষয়টাতে বাংলা উইকিপিডিয়ার একজন অবদানকারী হিসেবে আমার ঘোর আপত্তি রয়েছে। — [[ব্যবহারকারী:ANKAN|অংকন ]] ([[ব্যবহারকারী আলাপ:ANKAN|আলাপ]]) ১৮:০৭, ১০ অক্টোবর ২০২০ (ইউটিসি)
 
প্রিয় [[ব্যবহারকারী:ANKAN|অংকন ভাই]] এবং [[ব্যবহারকারী:আফতাবুজ্জামান|আফতাবুজ্জামান ভাই]], প্রস্তাবনাটি গুরুত্বসহকারে বিবেচনা করছেন দেখে সত্যি খুব ভালো লাগছে এবং সম্মানিত বোধ করছি। তবে যৌক্তিক দিক থেকে আপনাদের মতের বিরোধিতা করছি। দুটো বিষয় নিয়ে কথা বলছি, প্রথমটি আয়োজনের ভাষাগত অবস্থান এবং দ্বিতীয়টি আয়োজনের সময়।
 
প্রথমত, নটর ডেম ইংলিশ ক্লাব শিক্ষার্থীদের কাছে বাংলা ভাষার সাথে ইংরেজির সাবলীল যোগাযোগ তৈরি করে দিতে কাজ করে। বাংলা ভাষার সমৃদ্ধ ঐতিহ্যকে আন্তর্জাতিক ভাষায় পৃথিবীর সামনে তুলে ধরা এবং বিশেষত ইংরেজি ভাষার নিজস্ব সম্পদ ছাড়াও পৃথিবীর সমস্ত ভাষা থেকে ইংরেজিতে অনুবাদ হয়ে আসা বিশ্ব সাহিত্যের সম্পদগুলো বাংলার জ্ঞানভাণ্ডারে অন্তর্ভুক্ত করার প্রবণতা বাড়ানো এর কাজ। [[wmf:Wikimedia Foundation Mission|উইকিমিডিয়া ফাউন্ডেশনের মিশনের]] বিবৃতি অনুযায়ী- <code>''The mission of the Wikimedia Foundation is to empower and engage people around the world to collect and develop educational content under a free license or in the public domain, and to disseminate it effectively and globally.''</code>আবার ২০১৮ থেকে ২০২০ এ [[m:Strategy/Wikimedia movement/2018-20|উইকিমিডিয়া আন্দোলনের কৌশল]] এ বলা হয়েছে - <code>''We will welcome people from every background to build strong and diverse communities. We will break down the social, political, and technical barriers preventing people from accessing and contributing to free knowledge.''</code>একটু খেয়াল করলেই দেখা যাবে নটর ডেম ইংলিশ ক্লাব আর উইকিমিডিয়া আন্দোলনের দর্শন আসলে হুবহু একই, শুধু কাজের পরিধি ভিন্ন!
 
আবার উইকিমিডিয়া বাংলাদেশ সম্পর্কে নটর ডেম ইংলিশ ক্লাব থেকে জানতে চাওয়া হলে তাঁদেরকে উইকিমিডিয়া বাংলাদেশের [[wmbd:গঠনতন্ত্র|গঠনতন্ত্র]] দেখানো হয়, যেখানে ''Objectives and Goals of the Society'' অনুচ্ছেদের পঞ্চম ধারায় বলা হয়েছে - <code>''To promote wider participation in creation, dissemination and expansion of information and educational resources covering the world’s knowledge and languages to all persons, everywhere.''</code> স্পষ্টতই যেখানে নির্দিষ্ট কোনো ভাষার সীমানা উল্লেখ করার বদলে পৃথিবীর সমস্ত ভাষা নিয়ে কাজ করবার কথা বলা হয়েছে। একই অনুচ্ছেদের তৃতীয় ধারাটিও আমাদের এই পরিকল্পনাটিকে দৃঢ়ভাবে সমর্থন করে। তাছাড়া ২০১২ সালে হওয়া [[m:Bangla Wikipedia Unconference 2012|বাংলা উইকিপিডিয়া অসম্মেলনেও]] বাংলার পাশাপাশি পুরো আয়োজনের বিবৃতির ইংরেজিতে অনূদিত সংস্করণ তৈরি করা হয়েছিল।
 
নটর ডেম ইংলিশ ক্লাবের প্রাথমিক পরিকল্পনানুযায়ী পুরো আয়োজনের সমস্ত বিষয় বাংলায়ই থাকবে, শুধু সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রচারণার জন্য প্রয়োজনীয় পোস্ট, ছবি, ইভেন্ট পেইজ ও সার্টিফিকেটে ব্যবহারের জন্য মূল নথিগুলোর অনূদিত সংস্করণ তৈরি করা হবে এবং বাংলা ভাষাকে মূল আকর্ষণে রাখা হলেও পাশাপাশি সামান্য কিছু ক্ষেত্রে ইংরেজিত অনুবাদকেও ব্যবহার করা হবে। তাছাড়া প্রচারণার জন্য দুই ভাষা ব্যবহার করেই একটি ভিডিও তৈরি করা হবে, যার অন্তর্নিহিত বার্তা থাকবে - ''জীবনের প্রয়োজনে আমরা পৃথিবীর যেখানেই যাই কিংবা যে ভাষাই ব্যবহার করি না কেন, দিনশেষে আমাদের শেকড় - বাংলা ভাষায়ই আমাদের ফিরে আসতে হবে।'' এতে উইকিমিডিয়া বাংলাদেশের কিংবা সামগ্রিক উইকিমিডিয়া আন্দোলনের সাথে কোনো ধরণের সংঘর্ষ তো হয়ই না বরং আমার মতে উইকি দর্শন বিবেচনায়ই এ পরিকল্পনা প্রশংসনীয়।
 
দ্বিতীয়ত, ফেব্রুয়ারি কিংবা তার পরে এই আয়োজন করা একেবারেই উচিত নয়। আমি পরিকল্পনায় স্পষ্টভাবেই বলেছি আয়োজনটি বাংলাদেশের স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের লক্ষ্য করে। আমরা বিশ্বাস করি কার্যকরভাবে পরিকল্পনাটি বাস্তবায়ন করা গেলে শুধু শিক্ষার্থীদের দিয়েই বাংলা উইকিপিডিয়ার আকার ও কাজের গতি কয়েকগুণ বাড়িয়ে দেয়া সম্ভব। পরিকল্পনা সফল হলে প্রয়োজনে তখন আন্তঃপ্রতিষ্ঠান এডিটাথন করার সংস্কৃতিও চালু করা যেতে পারে। ২০২১ সালটি শুরু হবে বাংলাদেশের সকল শিক্ষার্থীদের জন্য উৎকণ্ঠা দিয়ে। উচ্চমাধ্যমিক পরিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় ভর্তি নিয়ে ব্যস্ত হয়ে পড়বে, মাধ্যমিক পরীক্ষার সময় হয়ে যাবে, পাশাপাশি সকল শ্রেণির বার্ষিক পরীক্ষাও জানুয়ারি - ফেব্রুয়ারিতে নেয়া হবে বলে শোনা যাচ্ছে। তাছাড়া আমরা নিজেদের স্কুল জীবনের অভিজ্ঞতা বিচার করলেও নভেম্বর - ডিসেম্বরে বড় আয়োজন করা মাহাত্ম বুঝতে পারবেন। তার ওপর ''এক লক্ষ নিবন্ধ বড় মাইলফলক এবং আমরা তা পেরিয়ে এসেছি'' নাকি ''আমাদের সবাইকে কাঁধে কাঁধ রেখে এটি পেরোতে হবে'' - দুটো বার্তার কোনটি বেশি অনুপ্রেরণাদায়ক নিজেরাই বিবেচনা করুন। নটর ডেম ইংলিশ ক্লাবের কার্যনির্বাহী পরিষদের কয়েকজন সদস্যও এ মাইলফলকের কথা শুনে আগ্রহী হয়েছে এমনকি প্রচারণার সেটি গুরুত্ব দেয়ার আগ্রহ প্রকাশ করেছে।
 
আমাদের উদ্দেশ্য শুধুই বাংলা উইকিপিডিয়াকে সমৃদ্ধ করা। তবে আত্মপরিচয় ও সমৃদ্ধ ভাষা-সংস্কৃতির গর্ব করতে শেখাটা যেমন জরুরী, তেমনই নিজেদের পথ হারানো বিচ্ছিন্ন পথিক না ভেবে নিজেদের বৃহত্তর মানবসভ্যতার শক্তিশালী ও কার্যকর অঙ্গ হিসেবে ভাবতে পারাটাও জরুরী। আয়োজনে দুটো বার্তাই শিক্ষার্থীদের ভাবনায় ঢুকিয়ে দেয়ার চেষ্টা করা হবে। এই ভাবনা থেকেই আমরা উইকিপিডিয়ার প্রতিষ্ঠাতা জিমি ওয়েলসের শুভেচ্ছাবার্তার কথা বলেছিলাম। ২০১২ সালের অসম্মেলনে কিন্তু এরকম [https://m.youtube.com/watch?v=f7HNB_WdLis আয়োজন] ছিল। তবে ইন্টারনেটের ক্ষমতা ব্যবহার করে এবার আমরা অনলাইনে আরো বিরাট আয়োজনের পরিকল্পনা করছি। কোনো ভুল করে থাকলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবার অনুরোধ রইল। -<span style="text-shadow:1px 1px black">[[ব্যবহারকারী:Mrb Rafi| <font color="#777B80">বিদ্রোহী রণক্লান্ত</font>]] <sup>[[ব্যবহারকারী আলাপ:Mrb Rafi|বার্তা..]]</sup></span> ১১:৪৪, ১১ অক্টোবর ২০২০ (ইউটিসি)
 
== আজ কাল উইকিপিডিয়া ব্যবহার করছি একটু বেখায়লি হয়ে। ==