গোকুলচন্দ্র নাগ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
পরিষ্কারকরণ
সম্পাদনা সারাংশ নেই
১৩ নং লাইন:
}}
 
'''গোকুলচন্দ্র নাগ''' ({{lang-en| Gokulchandra Nag}}) (২৮ জুন, ১৮৯৪ - ২৪ সেপ্টেম্বর, ১৯২৫) প্রখ্যাত 'কল্লোল' পত্রিকার অন্যতম প্রতিষ্ঠাতা ও সহকারী সম্পাদক।<ref name="সংসদ">সুবোধচন্দ্র সেনগুপ্ত ও অঞ্জলি বসু সম্পাদিত, ''সংসদ বাঙালি চরিতাভিধান'', প্রথম খণ্ড, সাহিত্য সংসদ, কলকাতা, আগস্ট ২০১৬, পৃষ্ঠা ১৯২, {{আইএসবিএন|978-81-7955-135-6}}</ref>
 
==জন্ম ও প্রারম্ভিক জীবন==
 
গোকুলচন্দ্র নাগের জন্ম [[ব্রিটিশ ভারত|বৃটিশ ভারতের]] (বর্তমানে পশ্চিমবঙ্গের ) [[কলকাতা|কলকাতায়]] ১৮৯৪ খ্রিস্টাব্দের ২৮ শে জুন। পিতা মতিলাল নাগ মাতা কমলা দেবী। আদি পৈত্রিক নিবাস ছিল বাঁকুড়া জেলার বিষ্ণুপুরে। প্রখ্যাত ঐতিহাসিক ড. [[কালিদাস নাগ]] তাঁর অগ্রজ। শৈশবেই মাতৃপিতৃহীন হয়ে মানুষ হন মাতুলালয়ে গোঁড়া ব্রাহ্ম পরিবারের আবহাওয়ায়। অতি অল্প বয়সে চিত্রাঙ্কন ও সাহিত্য চর্চা শুরু করেন। কৃতি ফটোগ্রাফার ছিলেন তিনি।
==কর্মজীবন==