সাগরলাল দত্ত: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সম্পাদনা সারাংশ নেই
সম্পাদনা সারাংশ নেই
২ নং লাইন:
 
==অবদান==
সাগর দত্ত ১৮২১ সালে হুগলী জেলার চুঁচড়ায় জন্মগ্রহন করেন সুবর্ণ বণিক সম্প্রদায়ের দত্ত পরিবারে। পিতার নাম মোহনচাঁদ দত্ত। ১৭ বছর বয়েসে পৈতৃক ব্যবসার দেখাশোনার কাজ ছেড়ে করতে করতে কার্লাইল নেফিউস নামক একটি বিদেশী কোম্পানীর অফিসে মুৎসুদ্দির কাজ করেন। কিছুকাল পরে দত্ত লাভজনক নীলের কারবারে যোগ দেন। বিপুল পয়সা অর্জ করার দুই বছর পরে দাদা পীতাম্বর দত্তের সাথে পাটের ব্যবসায় নামেন এবং চুড়ান্ত খ্যাতি পান। যদিও তিনি দেশীয় সংস্কৃতিতে অভ্যস্ত ছিলেন। ব্রাহ্মসমাজের উন্নতিতে অর্থ প্রদান করেন। নিজের এলাকায় ঠাকুরবাড়ী, অতিথিশালা, ইংরেজি শিক্ষা স্কুল ইত্যাদি তৈরী করেন। দানশীল ব্যক্তি হিসাবে তাঁর বিশেষ খ্যাতি হয়। তার স্ত্রী ম্যালেরিয়া আক্রান্ত হয়ে মারা গেলে হাসপাতাল তৈরীর প্রয়োজনীয়তা বোধ করেন। ১৮৮৬ সালে তার মৃত্যুর আগে ১৩ লক্ষাধিক টাকার সম্পত্তি ও কামারহাটি বাগানবাড়ীর জমি দান করে যান এই উদ্দেশ্যে। হুগলী জেলার দত্তবাড়ীর দুর্গাপূজার প্রচলন করেন সাগর দত্ত। কলকাতা পুরসভা ১৯২৮ সালে শোভারাম বসাক ফার্স্ট লেনের নাম পরিবর্তন করে সাগর দত্ত লেন করে। সম্পর্কে তিনি সঙ্গীতশিল্পী লালচাঁদ বড়ালের মাতামহ।
 
==তথ্যসূত্র==
{{সূত্র তালিকা}}
 
ভারত মার্কিন বাণিজ্যের পথিকৃৎ, রামদুলাল দে, বঙ্গীয় সাহিত্য পরিষৎ
 
কলিকাতার রাজপথ, সমাজ ও সংস্কৃতিতে(১), অজিতকুমার বসু