উইকিপিডিয়া:আলোচনাসভা: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
45.125.220.162 (আলাপ)-এর সম্পাদিত 4599416 নম্বর সংশোধনটি বাতিল করা হয়েছে
ট্যাগ: পূর্বাবস্থায় ফেরত মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা উচ্চতর মোবাইল সম্পাদনা
Mrb Rafi (আলোচনা | অবদান)
ট্যাগ: ২০১৭ উৎস সম্পাদনা
৬৭৩ নং লাইন:
<!-- https://meta.wikimedia.org/w/index.php?title=User:Elitre_(WMF)/Board&oldid=20519859-এর তালিকা ব্যবহার করে বার্তাটি ব্যবহারকারী:Elitre (WMF)@metawiki পাঠিয়েছেন -->
<!-- ব্যবহারকারী:Meghmollar2017 কর্তৃক অনূদিত হয়েছে। কোনো ভুল নজরে এলে ব্যবহারকারীকে অবহিত করুন -->
 
== [প্রস্তাবনা] নটর ডেম এডিটাথন ও‌ বাংলা উইকিপিডিয়া অসম্মেলন ২০২০ ==
নটর ডেম কলেজের সহশিক্ষা সংগঠন নটর ডেম ইংলিশ ক্লাবের সহায়তায় নটর ডেম কলেজ ও সারা বাংলাদেশের শিক্ষার্থীদের নিয়ে অনলাইনে বাংলা উইকিপিডিয়া ও সার্বিক উইকিমিডিয়া আন্দোলন সম্পর্কে শিক্ষার্থীদের কাছে শক্তিশালী বার্তা পৌঁছানোর জন্য ও বাংলা উইকিপিডিয়ায় সক্রিয় নতুন সম্পাদক তৈরি করার লক্ষ্যে একটি কর্মশালা ও অসম্মেলন আয়োজনের পরিকল্পনা করা হয়েছে। স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের লক্ষ্য করে আয়োজনটি পরিচালনা করা হবে।
প্রাথমিক পরিকল্পনানুযায়ী পুরো প্রক্রিয়াটা কে আমরা দুটো ভাগে ভাগ করব।
 
=== প্রথম অংশ ===
প্রথম ধাপে থাকবে কর্মশালাসহ এডিটাথন বা নিবন্ধ রচনা প্রতিযোগিতা - "নটর ডেম এডিটাথন ও কর্মশালা - ২০২০ ({{lang-en|Notre Dame Edit-a-thon with Workshop 2020}})। [[উইকিপিডিয়া:নটর ডেম উইকি আলাপন ১.০]] এর অনুসরণে পরিকল্পনা সাজানো হবে। এ পর্যায়ে ইংরেজি উইকিপিডিয়া থেকে পূর্ননির্ধারিত একটি তালিকা থেকে নিবন্ধ বাংলা উইকিপিডিয়ায় অনুবাদ করতে হবে(তালিকায় নটর ডেম ইংলিশ ক্লাবের কর্মপরিধির সাথে সামঞ্জস্য রেখে ইংরেজি ভাষা ও সাহিত্য সম্পর্কিত মাঝারি আকারের নিবন্ধকে প্রাধান্য দেয়া হবে।) কর্মশালায় উইকিপিডিয়ায় সম্পাদনার সাধারণ নিয়ম শিখিয়ে দেয়া হবে এবং যারা এডিটাথনে অংশ নিতে চায় তাদের একটি উইকি পাতায় গিয়ে ছোট্ট কিছু কোড লিখে নিজের নাম অন্তর্ভুক্ত করতে বলা হবে। যারা এ ছোট্ট কোডটুকু লিখতে রাজি হবে না, তারা এমনিতেই নিবন্ধ অনুবাদে আগ্রহী হতো না। ফলে বাড়তি যাচাই প্রক্রিয়ার কোনো প্রয়োজন হবেনা। এডিটাথনের মূল কর্মশালা ছাড়াও নটর ডেম কলেজ থেকে ইতোমধ্যেই সক্রিয় থাকা সম্পাদকদল তাদের আলাদা করে উইকিপিডিয়ায় সম্পাদনা করা জন্য প্রয়োজনীয় সিনট্যাক্স ও অন্যান্য বিষয়ে সাহায্য করে যাবে। একটা নির্দিষ্ট সময় (ধরা যাক এক সপ্তাহ) তাদেরকে কাজ করার সুযোগ দেয়া হবে এবং সর্বোচ্চসংখ্যক নিবন্ধ সবথেকে নিখুঁতভাবে তৈরি করার ভিত্তিতে নির্দিষ্ট সংখ্যক সম্পাদক (ধরা যাক দশজন) পুরস্কৃত করা হবে এবং যাচাইযোগ্য সার্টিফিকেট দেয়া হবে। ২০১৯ সালে নটর ডেম কলেজ আবৃত্তি দলের সহায়তায় হওয়া এডিটাথনের অভিজ্ঞতা ব্যবহার করে ও ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে এ এডিটাথনটিকে সর্বোচ্চ কার্যকর করার চেষ্টা করা হবে।
 
==== উদ্দেশ্য ====
 
কর্মশালাসহ এডিটাথনের মূল উদ্দেশ্যই থাকবে শিক্ষার্থীদের ভেতর থেকে দক্ষ ও সক্রিয় সম্পাদক তৈরি করা। হাতেকলমে উইকিপিডিয়ায় সম্পাদনার প্রাথমিক নিয়মগুলো শেখানোর চেষ্টা করা হবে এবং যতদিন সম্ভব তাদেরকে সাহায্য করার চেষ্টা করা হবে।
 
=== দ্বিতীয় অংশ ===
দ্বিতীয় ধাপে থাকবে "বাংলা উইকিপিডিয়া অনলাইন অসম্মেলন ২০২০" ({{lang-en|Bangla Wikipedia Online Unconference 2020}})। ২০১২ সালে অনুষ্ঠিত [[m:Bangla Wikipedia Unconference 2012|বাংলা উইকিপিডিয়া অসম্মেলন ২০১২]]-এর অনুসরণে পরিকল্পনা সাজানো হবে। সারা বাংলাদেশ থেকে যে কোন প্রতিষ্ঠানের যে কোনো শিক্ষার্থী এতে অংশ নিতে পারবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্লাবের প্লাটফর্ম থেকে অথবা অন্য কোনো প্লাটফর্মের ব্যবস্থা যদি আমরা সাথে করতে পারি, সেখান থেকে পুরো আয়োজন সরাসরি স্ট্রিম করা হবে। আর সব অংশগ্রহণকারীদের অংশগ্রহণ সার্টিফিকেট দেওয়া হবে। তবে তার জন্য অসম্মেলন শুরুর একটা নির্দিষ্ট সময় আগ পর্যন্ত অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে। যারা রেজিস্ট্রেশন করবে আয়োজন শেষ হওয়ার পর অনলাইনে অসম্মেলনে দেখানো বিষয়গুলোর উপর ছোট্ট একটা এমসিকিউ ধরণের যাচাই পরীক্ষা দিয়ে অনলাইন সার্টিফিকেট নিতে পারবে। সার্টিফিকেটের একটা অংশে কিউআর কোড থাকবে। কোডটি স্ক্যান করলে একটা নির্দিষ্ট ওয়েব পৃষ্ঠায় নিয়ে যাওয়া হবে, যেখানে ওই সার্টিফিকেটের মূল কপি থাকবে এবং আমরা সার্টিফিকেটটির সত্যতার নিশ্চয়তা দেব। যার অর্থ যে কেউ কিউআর কোড দিয়ে সার্টিফিকেট এর বিশ্বাসযোগ্যতা যাচাই করতে পারবে। উইকিমিডিয়া ফাউন্ডেশনের ক্লাউড প্লাটফর্ম উইকিমিডিয়া ফাউন্ডেশন টুলফোর্জ ব্যবহার করে পুরো প্রক্রিয়ার সনদপত্র প্রদানের জন্য একটি সরঞ্জাম তৈরি করা হবে। এতে যেকোনো সংখ্যক প্রতিযোগীকে ছোট্ট যাচাই পরীক্ষাটুকু নিয়ে সনদপত্র প্রদান ও বাকি পুরো জীবনের জন্য সেগুলোকে যাচাইকরণের ব্যবস্থা করা যাবে।
 
==== উদ্দেশ্য ====
 
অসম্মেলনে উইকিপিডিয়া কি, কিভাবে শুরু হলো, উইকিপিডিয়ার উন্মুক্ত জ্ঞান সংগ্রহের দর্শন, কিভাবে সারা পৃথিবীর ১৪ লক্ষেরও বেশি স্বেচ্ছাসেবক সুশৃংখলভাবে পুরো প্রক্রিয়া চালু রেখেছে আর আমরাই বা সেখানে কি করতে পারি সেগুলো তুলে ধরা হবে। এতে সক্রিয় ব্যবহারকারী তৈরি করার বদলে বিস্তৃত পরিসরে উইকিপিডিয়ার বার্তা পৌঁছে দেয়া, উইকিমিডিয়া আন্দোলনের ব্যাপকতা, যেকোনো সাধারণ মানুষের কাছে থাকা যেকোনো উল্লেখযোগ্য তথ্য যে চাইলেই নির্দিষ্ট প্রক্রিয়ায় উইকিপিডিয়ায় অন্তর্ভুক্ত করা সম্ভব সে বার্তা দেয়ার চেষ্টা করা হবে। খুব গভীরে গিয়ে সম্পাদনার নিয়ম শেখানোর বদলে খুব ইতিবাচক এবং আনন্দময় ও সমৃদ্ধ একটি বৈশ্বিক সম্প্রদায় হিসেবে উইকিপিডিয়াকে সাধারণ মানুষের কাছে তুলে ধরা হবে। উইকিপিডিয়া সম্পর্কে স্বল্প জ্ঞাত বা অজ্ঞাত সাধারণ শিক্ষার্থীদের কাছে তথ্যভিত্তিক যেকোনো প্রয়োজনে উইকিপিডিয়াকে ব্যবহার করার মানসিকতা তৈরির চেষ্টা করা হবে। এতে উইকিমিডিয়া আন্দোলনে কেন্দ্রীয়ভাবে দায়িত্বপূর্ণ মানুষদের কয়েক মিনিটের জন্য হলেও লাইভে আনার চেষ্টা করা হবে, অথবা শুভেচ্ছাবার্তাসহ সংক্ষিপ্ত ভিডিওর অনুরোধ করা হবে। (সম্ভব হলে উইকিপিডিয়ার প্রতিষ্ঠাতা জিমি ওয়েলসকেই কেন নয়?)। নটর ডেম ইংলিশ ক্লাব বাংলাদেশের স্কুল ও কলেজগুলোর শিক্ষার্থীদের আয়োজনে অংশগ্রহণের আমন্ত্রণ জানাবে এবং পুরো আয়োজনকে জাতীয় রূপ দেবে, উইকিমিডিয়া বাংলাদেশ এতে সাহায্য করতে পারে। কেন্দ্রীয় উইকিমিডিয়া আন্দোলন থেকে আমন্ত্রিত অতিথি তরুণ অংশগ্রহণকারী, নটর ডেম ইংলিশ ক্লাব ও উইকিমিডিয়া বাংলাদেশকে শুভকামনা জানাতে পারেন; যা আয়োজনটিকে আরো প্রাণবন্ত করবে, বিস্তৃত বৈশ্বিক সম্প্রদায়ে বাংলা উইকিপিডিয়ার সম্মানজনক অবস্থান সম্পর্কে শক্তিশালী বার্তা দেবে এবং দর্শকদের অন্তত একবার হলেও বাংলা উইকিপিডিয়ায় ঘুরে আসতে অনুপ্রেরণা জোগাবে।
 
স্বেচ্ছাসেবাভিত্তিক কাজ হওয়ায় একজন সম্পাদকের পক্ষে কয়েক বছরের বেশি উইপিডিয়ায় অবদান রাখা সম্ভব হয় না। আবার আমাদের দেশের স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্বেচ্ছাসেবাভিত্তিক উন্নয়নমূলক কাজে অনেক বেশি আগ্রহী। বাংলাদেশে বড় আকারে হয়ে চলা সহশিক্ষা কার্যক্রমগুলো এর ওপর ভর করেই চলে। যেকোনো আন্তর্জাতিক মঞ্চে বাংলা ভাষা ও সংস্কৃতিকে প্রতিনিধিত্ব করা এবং বাংলা ভাষা কিংবা মানবসভ্যতার জ্ঞানভান্ডার সমৃদ্ধ করার মতো কাজে আমাদের দেশের শিক্ষার্থীদের আমন্ত্রণ জানালে সাধারণত খুবই স্বতঃস্ফূর্ত সাড়া পাওয়া যায়। এদিক থেকে বাংলা উইকিপিডিয়াও সেরকম সম্পাদক প্রয়োজন। আবার সবরকম নিয়মকানুন মেনে উইকিপিডিয়ায় নিয়মিত অবদান রাখা একজন শিক্ষার্থীর ব্যক্তিত্বের উন্নয়নের জন্যও খুব সহায়ক। অথচ বেশির ভাগ শিক্ষার্থী উইকিপিডিয়া সম্পর্কেই জানে না। অসম্মেলনে আমাদের লক্ষ্য হবে সেরকম সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থীদের কাছে উইকিপিডিয়ার বার্তা পৌঁছানো। বাংলা উইকিপিডিয়ায় স্থায়ীভাবে সম্পাদনা না করলেও অন্তত যেন উইকিপিডিয়ার কার্যক্রমগুলো কিভাবে হয়ে থাকে, সেটি সম্পর্কে সাধারণ শিক্ষার্থীরা ধারণা পায়।
 
প্রস্তাবনায় - <span style="text-shadow:1px 1px black">[[ব্যবহারকারী:Mrb Rafi| <font color="#777B80">বিদ্রোহী রণক্লান্ত</font>]] <sup>[[ব্যবহারকারী আলাপ:Mrb Rafi|বার্তা..]]</sup></span> ০৮:২৯, ৯ অক্টোবর ২০২০ (ইউটিসি)
 
=== '''মতামত''' ===