অ্যাস্টন ভিলা ফুটবল ক্লাব: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
হালনাগাদ করা হল
InternetArchiveBot (আলোচনা | অবদান)
১টি উৎস উদ্ধার করা হল ও ০টি অকার্যকর হিসেবে চিহ্নিত করা হল।) #IABot (v2.0.7
৫০ নং লাইন:
| socks3 = FFFFFF
}}
'''অ্যাস্টন ভিলা ফুটবল ক্লাব''' ({{lang-en|Aston Villa Football Club}}; এছাড়াও শুধুমাত্র '''অ্যাস্টন ভিলা''' নামে পরিচিত) হচ্ছে [[অ্যাস্টন]] ভিত্তিক একটি ইংরেজ পেশাদার [[ফুটবল]] ক্লাব। এই ক্লাবটি বর্তমানে ইংল্যান্ডের শীর্ষ স্তরের ফুটবল লীগ [[প্রিমিয়ার লীগ|প্রিমিয়ার লীগে]] খেলে। এই ক্লাবটি ১৮৭৪ সালের ২১শে নভেম্বর তারিখে প্রতিষ্ঠিত হয়েছে। অ্যাস্টন ভিলা তাদের সকল হোম ম্যাচ অ্যাস্টনের [[ভিলা পার্ক|ভিলা পার্কে]] খেলে থাকে; যার ধারণক্ষমতা হচ্ছে ৪২,৭৪৯। বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন [[ডিন স্মিথ (ফুটবলার, জন্ম ১৯৭১)|ডিন স্মিথ]] এবং সভাপতির দায়িত্ব পালন করছেন [[নাসেফ সাউইরিস]]। [[ইংল্যান্ড জাতীয় ফুটবল দল|ইংরেজ]] [[মধ্যমাঠের খেলোয়াড়]] [[জ্যাক গ্রিলিশ]] এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।<ref>{{cite web|url=https://www.avfc.co.uk/teams/first-team|title=First Team|publisher=avfc.co.uk|accessdate=20 September 2018|language=English|archive-url=https://web.archive.org/web/20180807001553/https://www.avfc.co.uk/teams/first-team|archive-date=7 Augustআগস্ট 2018২০১৮|url-status=liveঅকার্যকর}}</ref><ref>{{cite web|url=https://www.avfc.co.uk/News/2019/08/09/2019-20-squad-numbers|title=Aston Villa squad numbers 2019/20 announced|publisher=avfc.co.uk|accessdate=11 August 2019|language=English}}</ref>
 
ঘরোয়া ফুটবলে, অ্যাস্টন ভিলা এপর্যন্ত ২৫টি শিরোপা জয়লাভ করেছে; যার মধ্যে ৭টি [[প্রিমিয়ার লীগ]], ২টি [[ইএফএল চ্যাম্পিয়নশিপ]], ৭টি [[এফএ কাপ]] এবং ৫টি [[ইএফএল কাপ]] শিরোপা রয়েছে। অন্যদিকে ইউরোপীয় এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায়, এপর্যন্ত ৩টি শিরোপা জয়লাভ করেছে; যার মধ্যে ১টি [[উয়েফা চ্যাম্পিয়নস লীগ]] এবং ১টি [[উয়েফা সুপার কাপ]] শিরোপা রয়েছে।