ব্যবহারকারী:Mrb Rafi/নটর ডেম এডিটাথন ও‌ বাংলা উইকিপিডিয়া অসম্মেলন ২০২০: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Mrb Rafi (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
ট্যাগ: ২০১৭ উৎস সম্পাদনা
Mrb Rafi (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
ট্যাগ: ২০১৭ উৎস সম্পাদনা
২ নং লাইন:
প্রাথমিক পরিকল্পনানুযায়ী পুরো প্রক্রিয়াটা কে আমরা দুটো ভাগে ভাগ করব।
 
== প্রথম অংশ ==
প্রথম ধাপে থাকবে কর্মশালাসহ এডিটাথন বা নিবন্ধ রচনা প্রতিযোগিতা - "নটর ডেম এডিটাথন ও কর্মশালা - ২০২০ ({{lang-en|Notre Dame Edit-a-thon with Workshop 2020}})। [[উইকিপিডিয়া:নটর ডেম উইকি আলাপন ১.০]] এর অনুসরণে পরিকল্পনা সাজানো হবে। এ পর্যায়ে ইংরেজি উইকিপিডিয়া থেকে পূর্ননির্ধারিত একটি তালিকার আর্টিকেল বা নিবন্ধ বাংলা উইকিপিডিয়ায় অনুবাদ করতে হবে(তালিকায় নটর ডেম ইংলিশ ক্লাবের কর্মপরিধির সাথে সামঞ্জস্য রেখে ইংরেজি ভাষা ও সাহিত্য সম্পর্কিত মাঝারি আকারের নিবন্ধকে প্রাধান্য দেয়া হবে।) কর্মশালায় উইকিপিডিয়ায় সম্পাদনার সাধারণ নিয়ম শিখিয়ে দেয়া হবে এবং যারা এডিটাথনে অংশ নিতে চায় তাদের একটি উইকি পাতায় গিয়ে ছোট্ট কিছু কোড লিখে নিজের নাম অন্তর্ভুক্ত করতে বলা হবে। যারা এ ছোট্ট কোডটুকু লিখতে রাজি হবে না, তারা এমনিতেই নিবন্ধ অনুবাদে আগ্রহী হতো না। ফলে বাড়তি যাচাই প্রক্রিয়ার কোনো প্রয়োজন হবেনা। এডিটাথনের মূল কর্মশালা ছাড়াও নটর ডেম কলেজ থেকে ইতোমধ্যেই সক্রিয় থাকা সম্পাদকদল তাদের আলাদা করে উইকিপিডিয়ায় সম্পাদনা করা জন্য প্রয়োজনীয় সিনট্যাক্স ও অন্যান্য বিষয়ে সাহায্য করে যাবে। একটা নির্দিষ্ট সময় (ধরা যাক এক সপ্তাহ) তাদেরকে কাজ করার সুযোগ দেয়া হবে এবং সর্বোচ্চসংখ্যক নিবন্ধ সবথেকে নিখুঁতভাবে তৈরি করার ভিত্তিতে নির্দিষ্ট সংখ্যক সম্পাদক (ধরা যাক দশজন) পুরস্কৃত করা হবে এবং যাচাইযোগ্য সার্টিফিকেট দেয়া হবে। ২০১৯ সালে নটর ডেম কলেজ আবৃত্তি দলের সহায়তায় হওয়া এডিটাথনের অভিজ্ঞতা ব্যবহার করে ও ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে এ এডিটাথনটিকে সর্বোচ্চ কার্যকর করার চেষ্টা করা হবে।
 
== দ্বিতীয় অংশ ==
দ্বিতীয় ধাপে থাকবে "বাংলা উইকিপিডিয়া অনলাইন অসম্মেলন ২০২০" ({{lang-en|Bengali Wikipedia Online Unconference 2020}})। ২০১২ সালে অনুষ্ঠিত [[m:Bangla Wikipedia Unconference 2012|বাংলা উইকিপিডিয়া অসম্মেলন ২০১২]] এর অনুসরণে পরিকল্পনা সাজানো হবে। সারা বাংলাদেশ থেকে যে কোন প্রতিষ্ঠানের যে কোনো শিক্ষার্থী এতে অংশ নিতে পারবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্লাবের প্লাটফর্ম থেকে অথবা অন্য কোনো প্লাটফর্মের ব্যবস্থা যদি আমরা সাথে করতে পারি, সেখান থেকে পুরো আয়োজন লাইভ স্ট্রিম করা হবে। আর সব অংশগ্রহণকারীদের পার্টিসিপেশন সার্টিফিকেট দেওয়া হবে। তবে তার জন্য আনকনফারেন্স শুরুর একটা নির্দিষ্ট সময় আগ পর্যন্ত অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে। যারা রেজিস্ট্রেশন করবে আয়োজন শেষ হওয়ার পর অনলাইনে আনকনফারেন্সে দেখানো বিষয়গুলোর উপর ছোট্ট একটা এমসিকিউ ধরণের যাচাই পরীক্ষা দিয়ে অনলাইন সার্টিফিকেট নিতে পারবে। সার্টিফিকেটের একটা অংশে কিউআর কোড থাকবে। কোডটি স্ক্যান করলে একটা নির্দিষ্ট ওয়েব পেজে নিয়ে যাওয়া হবে, যেখানে ওই সার্টিফিকেটের মূল কপি থাকবে এবং আমরা সার্টিফিকেটটির সত্যতার নিশ্চয়তা দেব। যার অর্থ যে কেউ কিউআর কোড দিয়ে সার্টিফিকেট এর বিশ্বাসযোগ্যতা যাচাই করতে পারবে। উইকিমিডিয়া ফাউন্ডেশনের ক্লাউড প্লাটফর্ম উইকিমিডিয়া ফাউন্ডেশন ল্যাবস ব্যবহার করে পুরো প্রক্রিয়ার সনদপত্র প্রদানের জন্য একটি টুল তৈরি করা হবে। এতে যেকোনো সংখ্যক প্রতিযোগীকে ছোট্ট যাচাই পরীক্ষাটুকু নিয়ে সনদপত্র প্রদান ও বাকি পুরো জীবনের জন্য সেগুলোকে যাচাই বা ভেরিফিকেশনের ব্যবস্থা করা যাবে।