হিপ্পি আন্দোলনের ইতিহাস: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Jannatul Ferdaus DU (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
ট্যাগ: দৃশ্যমান সম্পাদনা মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
৩ নং লাইন:
'''হিপ্পি আন্দোলনের ইতিহাসঃ'''
 
১৯৬০ এর দশকের শুরুর দিকে "ইয়ুথ মুভমেন্ট" বা তরুণ প্রজন্মের সক্রিয়তার ওপর ভিত্তি করে প্রথমে আমেরিকায় এবং পরে বিশ্বের অন্যান্য প্রান্তে হিপ্পি উপসংস্কৃতি ছড়িয়ে পড়ে। ১৯ শতক এবং ২০ শতকের শুরুতে ইউরোপীয় সমাজে বিদ্যমান "বোহেমিয়ান" -র মত বিদ্যমান সামাজিক আন্দোলনের মধ্য দিয়েই হিপ্পির উদ্ভব হয়।হিপ্পি মূলত প্রাচ্যদেশীয় ধর্ম বিশ্বাস এবং আধ্যাত্মিকতায় প্রভাবিত একটি সামাজিক আন্দোলন। এর মূলনীতি হলো,প্রাকৃতিক জগতের সাথে ঐক্যের সম্পর্ক গড়ে তোলা,একই মতাদর্শের বেশ কয়েকজন মিলে একসাথে বসবাস করা(কম্যুনাল লিভিং),গানের মধ্য দিয়ে আর্টিস্টিক এক্সপেরিমেন্টেশন ফুটিয়ে তোলা এবং বিশেষ করে মাদকজাতীয় দ্রব্যগুলোকে বিনোদনের উপাদান হিসেবে ব্যবহার করা। ১৯৬০ এর দশক জুড়েই সমাজে বিদ্যমান নীতি এবং নৈতিকতার বিপরীতে গিয়ে (কাউন্টারকালচার) এক ধরনের উপসংস্কৃতি গড়ে ওঠে।এই নতুন গড়ে ওঠা জীবন ধরণইধরনই হিপ্পি আন্দোলন নামে পরিচিত।  
 
'''হিপ্পি আন্দোলনের উদ্ভবের কারণঃ-'''
১৫ নং লাইন:
'''১৯ শতক থেকে ২০ শতকের প্রথমার্ধে ইউরোপঃ-'''
 
১৮০০ শতকের শেষের দিক থেকে ১৯০০ শতকের প্রথমার্ধে জার্মানিতে লেবেন্সরিফর্ম(Lebensreform)  আন্দোলন সংঘটিত হয়।এতে প্রাকৃতিক ভারসাম্যের প্রতি গুরুত্ব প্রদান সহ,শিল্পায়নের কারণে সমাজ,মানুষ এবং প্রকৃতির ওপর ক্ষতিকর প্রভাব, মানুষের ব্যক্তিত্ব,শরীর ও মনের সামঞ্জস্যপূর্ণ অবস্থানের প্রয়োজনীয়তা  এবং "পুরনো রীতি-প্রথার" মধ্যেই কল্যাণ নিহিত রয়েছে,এরকম ধ্যানধারণার ওপর প্রাধান্য দেওয়া হয়। এই লেবেন্সরিফর্ম আন্দোলনের বিপরীতে,এর কাউন্টারকালচার হিসেবে ডার ভ্যান্ডারফোগেল(Der Wandervogel) রীতির উদ্ভব হয়।সংগঠিত সামাজিক এবং সাংস্কৃতিক  ধারা,যেখানে জার্মানের ঐতিহ্যবাহী সংগীতের প্রতি গুরুত্বারোপ করা হতো;এরকম এক ধারার বিপরীতে গিয়ে উদ্ভাবিত এই ডার ভ্যান্ডারফোগেল মুভমেন্টের মূল নায়ক ছিলো তরুণ সম্প্রদায়।তারা গতানুগতিক সাংগঠনিক ধারার বাইরে গিয়ে শখের বশে করা অপেশাদার সংগীতচর্চা এবং বাদ্যযন্ত্রের ব্যবহারের পাশাপাশি নিত্য-নতুন ঘরানার পোশাক,দলবেঁধে হাইকিং বা ক্যাম্পিং এ যাওয়ার মত কাজগুলোকে প্রাধান্য দিতে থাকে।তরুণ সমাজের এই পরিবর্তনের পেছনে ফ্রেডারিক নিৎসে,গ্যোথে,হারমান হেসে এবং এডওয়ার্ড বালৎজারের মত কৃতিমান ব্যক্তিদের চিন্তা পথ প্রদর্শক হিসেবে কাজ করেছে।জার্মানে তখন শহরায়ণ এবং পূর্বপুরুষদের আদিম বিশ্বাসের প্রতি ফিরে যাওয়া প্রচলিত ট্রেন্ডের মধ্যে পরিণত হয়েছিলো।কিন্তু এর বিপরীতে হাজার হাজর তরুণ ডার ভ্যান্ডারফোগেলের মত প্রচলিত সামাজিক প্রথা বিরুদ্ধ মুভমেন্টে অংশগ্রহণ করতে থাকে।  
 
'''সাউদার্ন ক্যালিফোর্নিয়ার নেচার বয়েসঃ-'''
 
জার্মান তরুণদের এই মতাদর্শ ২০ শতকের প্রথমার্ধে আমেরিকায় পরিচিতি পেতে শুরু করে।কারণ ততদিনে এই তরুণেরা বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে নতুন অঞ্চলে আবাস গড়তে থাকে।এদের কেউ কেউ আবার "স্বাস্থ্যকর খাবারের দোকান" নামক নতুন ধারণার জন্ম দেয়।উদাহরণস্বরূপ, ক্যালিফোর্নিয়ার সান্টা বারবারা এলাকার প্রথম স্বাস্থ্যকর খাবারের দোকান(Health Food Store) ১৯৩৪ সালে হারমান সেক্সআওয়া প্রথম চালু করেন।তিনি জার্মানের তেনিংগেন-এ ৪ মার্চ,১৮৮৩ সালে জন্মগ্রহণ করেন এবং ১৯৭১ এর ডিসেম্বরে মারা যান।১৯০৬ সালের দিকে তিনি জার্মান ত্যাগ করে নিউইয়র্ক হয়ে ক্যালিফোর্নিয়ায় গিয়ে আবাস গড়েন এবং শান্তিবাদী,নিরামিষাশী জীবন যাপন শুরু করেন।সে সময়কালে মূলত বিদ্যমান জীবনযাত্রার বিকল্প হিসেবে এবং ক্যালিফোর্নিয়ার উষ্ণ আবহাওয়ার কারণে   জার্মান থেকে অনেকেই সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় পাড়ি জমায়।এই নতুন অভিবাসীদের জীবন ধারা,বিশ্বাস,মতাদর্শ এবং কর্মে লেগে থাকার বাসনা আমেরিকার তরুণ প্রজন্মকে অনেক প্রভাবিত করতে সক্ষম হয়। আমেরিকান সংস্কৃতির এই তরুণেরা ইতিহাসে নেচার বয়েস(Nature Boys) নামে পরিচিত।নেচার বয়েসদের একজন William Pester,যিনি ক্যালিফোর্নিয়ার মরুভূমিতে স্থানান্তরিত হন,অরগানিক খাবার ফলাতে শুরু করেন এবং প্রাকৃতিক জীবনধারাকে( Back-to-Nature) আমেরিকানদের মাঝে জনপ্রিয় করে তোলার কাজে মনোনিবেশ করেন।এ দলেরই আরেক সদস্য, Eden Ahbez,  Nature Boy নামে একটি গান রচনা করেন,যা  ১৯৪৭ সালে Nat King Cole কর্তৃক রেকর্ড করা হয়।এই গানটি Back-to-Nature মুভমেন্টকে স্থানীয় আমেরিকান অধিবাসীদের মধ্যে ব্যাপক সাড়া জাগায়।ধীরে ধীরে নেচার বয়েসদের অনেকেই,যেমন- Gypsy Boots, ১৯৬৭ সালের দিকে নর্দার্ন ক্যালিফোর্নিয়ার দিকে চলে যায়।আর এই স্থানান্তরের সময়টিতেই সান ফ্রান্সিসকোতে Summer of Love মাদর্শ জনপ্রিয়তার শীর্ষে আরোহনআরোহণ করে।