আলাস্কা: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Dugal harpreet (আলোচনা | অবদান)
#WLF
সংশোধন
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা উচ্চতর মোবাইল সম্পাদনা
৫ নং লাইন:
|Flaglink = [[Flag of Alaska|Flag]]
|Seal = State Seal of Alaska.svg
|Former = Territoryটেরিটরি ofঅফ Alaskaআলাস্কা
|Map = Alaska in United States (US50).svg
|Motto = North to the Future
৩৩ নং লাইন:
|PopRank = 48th
|2010Pop = 736,732 (2014 est)<ref name=PopEstUS>{{ওয়েব উদ্ধৃতি|ইউআরএল=http://www.census.gov/popest/data/state/totals/2014/tables/NST-EST2014-01.csv|বিন্যাস=CSV|শিরোনাম=Table 1. Annual Estimates of the Resident Population for the United States, Regions, States, and Puerto Rico: April 1, 2010 to July 1, 2014|তারিখ=December 26, 2014|প্রকাশক=[[U.S. Census Bureau]]|সংগ্রহের-তারিখ=December 26, 2014|আর্কাইভের-ইউআরএল=https://www.webcitation.org/65BI9D3Xm?url=http://www.census.gov/popest/data/state/totals/2011/tables/NST-EST2011-01.csv|আর্কাইভের-তারিখ=ফেব্রুয়ারি ৩, ২০১২|অকার্যকর-ইউআরএল=হ্যাঁ}}</ref>
|DensityRank = 50th৫০তম
|2000Density = 0.49
|2000DensityUS = 1.26
৮০ নং লাইন:
আলাস্কা কে আমেরিকা এর একটি জেলা হিসাবে অন্তর্ভুক্ত করা হয়। পরবর্তীতে ২ য় বিশ্বযুদ্ধের পর ১৯৫৯ সালে আলাস্কা কে state (প্রদেশ) মর্যাদা দেয়া হয়।
 
== পটভূমি ==
♦পটভূমি : বর্তমান পৃথিবীর ৫ পরাশক্তির মধ্যে ইংল্যান্ড অন্যতম। তবে এখন পরাশক্তিদের তালিকার শীর্ষে আছে আমেরিকা। কিন্তু তখনকার সময়ে পৃথিবীর শীর্ষ পরাশক্তি ছিল ইংল্যান্ড। ক্রিমিয়া যুদ্ধ তে ইংল্যান্ড এর কাছে পরাজিত হয় রাশিয়া এবং পরাজিত হওয়ার পর রাশিয়ার টাকা দরকার ছিল। "ক্যালিফোর্নিয়া Gold Rush" এর পর এটা পরিষ্কার হয়ে যায় যে যদি আলাস্কা তে স্বর্ণ পাওয়া যায় তাহলে জোড়পূর্বক আমেরিকা-কানাডা গ্যাস করে ফেলবে রুশ সাম্রাজ্যের আলাস্কা কে। আর যদি ভবিষ্যতে নতুন করে ইংল্যান্ড-রাশিয়া যুদ্ধ বাধে তাহলে আলাস্কা কে দখল করে নিবে ইংল্যান্ড।
 
এসব বিষয় মাথায় রেখে রুশ সম্রাট ২য় আলেকজান্ডার টাকার বিনিময়ে আলাস্কা কে বিক্রি করে দেয়া সমীচীন হবে বলে মনে করেন।
১০৪ ⟶ ১০৫ নং লাইন:
আলাস্কা এর মতো বিশাল ও বন্ধুর এলাকা কিনার পিছনে আমেরিকার বহু পরিকল্পনা ছিল। এরমধ্য একটি কারণ ও পরিকল্পনা হল : সবেমাত্র শেষ হওয়া গৃহযুদ্ধের অশান্তি, ক্ষয়ক্ষতি,গৃহযুদ্ধ তে প্রতিপক্ষের লোকদের হেরে যাওয়ার ক্ষোভ, যুদ্ধবিধ্বস্ত দেশ বিনির্মাণ করা ইত্যাদি নানা স্পর্শকাতর Domestic issue থেকে জনগণের নজর সরানোর জন্য আলাস্কা ক্রয় করার ইস্যু ছিল যথেষ্ট।
 
== আমেরিকান মালিকানা ==
♦আমেরিকান মালিকানা : রাশিয়া আলাস্কা কে Alyaska (আলিয়াসকা) নামে ডাকত। কিছু অতিপ্রাচীন নথিপত্র অনুযায়ী রাশিয়া  Alyaksa (আলিয়াক্সা) নামে ডাকত। যখন আমেরিকা এই মূল্যবান ভূখণ্ড জলেরদামে ক্রয় করে, তখন এর নামটি আজকের রূপ পায় মানে আমেরিকা এটাকে Alaska (আলাস্কা) নামকরণ করে।
 
আলাস্কা ক্রয়ের সিদ্ধান্ত কে আমেরিকার অধিকাংশ জনগণ সমর্থন দেন। ক্রয় চুক্তির মাধ্যমে আমেরিকা-রাশিয়া সম্পর্ক কিছুসময়ের জন্য বন্ধুত্বপূর্ণ হয়। কিন্তু যেহেতু তখন আলাস্কার অবস্থা ছিল শোচনীয়, তাই বিশাল সংখ্যক আমেরিকান জনগণ এটার ক্রয়ের বিপক্ষে ছিল। ক্রয় চুক্তি টিকে  "Seward's folly", "Walrussia", এবং "Seward's icebox" (আলাস্কা তে প্রচুর ঠাণ্ডা ও বরফ তাই বরফের বাক্স) ইত্যাদি নানা টাইটেল এর মাধ্যমে সমালোচনা করতে থাকেন মুষ্টিমেয় সমালোচকরা।
 
== হস্তান্তর অনুষ্ঠান ==
♦হস্তান্তর১৮ অনুষ্ঠানঅক্টোবর :১৮৬৭ October 18, 1867.সালে সদ্যবিক্রিত আলাস্কার অন্যতম বৃহত্তম শহর Sitka তে "গভর্নর হাউজ" এর সামনে চলছে আমেরিকান-রাশিয়ান সেনাবাহিনীর যৌথ সামরিক কুচকাওয়াজ। আর্টিলারির তোপধ্বনির সাথে তাল মিলিয়ে নেমে যাচ্ছে রাশিয়ান সাম্রাজ্যের রাজকীয় পতাকা, উপরে উঠে যাচ্ছে আমেরিকান পতাকা। তোপধ্বনি কে শুনতে জয়ধ্বনি মনে হচ্ছে।
 
(উক্ত অনুষ্ঠানের সুন্দর বর্ণনা পাওয়া যায় T.Ahllund নামক একজন কামারের (লৌহকার) লেখনীতে। ওটা ফিনল্যান্ড এর মধ্যে প্রকাশিত হয়েছিল। আমি ওই বর্ণনা পুরাটাই পড়েছি, কিন্তু লিখলাম না কারণ বেশি বড় হয়ে যাবে)
১১৮ ⟶ ১২১ নং লাইন:
এভাবেই আলাস্কা তে রাশিয়ান সাম্রাজ্যবাদের অবসান ঘটে। আলাস্কা তে থাকা রাশিয়ান দূর্গ, কাষ্ঠনির্মিত দূর্গ, কাঠ গৃহ কে আমেরিকার হাতে তুলে দেয়া হয়।
 
== পরিণাম ও অর্থনীতি ==
♦পরিণাম ও অর্থনীতি : আলাস্কা তে বসবাসরত কয়েক হাজার রাশিয়ান পরিবার ও নাগরিক এর অধিকাংশ তাদের মাতৃভূমি রাশিয়া তে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে কিছুসংখ্যক (রুশ) মানুষ আলাস্কা ত্যাগ করেনি।
 
আলাস্কা ক্রয়ের কিছু সময় পর আলাস্কা তে প্রচুর অর্থনৈতিক সাফল্য পায় আমেরিকা। আলাস্কা ক্রয়ের আরো কিছু আকর্ষণ ছিল মৎস সম্পদ, পশম বাণিজ্য ও চামড়া বাণিজ্য। আলাস্কা ক্রয়ের মাত্র কয়েকবছর পরেই Seal এর চামড়া রপ্তানি করে আমেরিকা প্রচুর অর্থ আয় করে। সেসব চামড়া ইংল্যান্ড এর রাজধানী লন্ডন নগরী তে পাঠানো হতো। (তবে এই বাণিজ্য দীর্ঘস্থায়ী হয়নি কারণ আমেরিকা ১৫০ টি ব্রিটিশ জাহাজ আটক করেছিল এবং এতে করে ২ দেশে সংঘাত হয়।)
১২৬ ⟶ ১৩০ নং লাইন:
Discovery চ্যানেলে আমরা অনেকেই "Gold Rush Alaska" দেখে থাকি। অতএব আলাস্কা ক্রয় করে আমেরিকার ক্ষতি হয়েছে -  এটা ভুল ধারণা।
 
== আলাস্কা দিবস ==
♦আলাস্কা১৮ই দিবসঅক্টোবর : October 18, 1867১৮৬৭ তারিখে আনুষ্ঠানিক ভাবে আলাস্কা আমেরিকার কাছে হস্তান্তরিত হয়। তাই ১৮ অক্টোবর হল আলাস্কা দিবস। তাই আলাস্কা রাজ্যের সকল চাকুরীজীবীর ছুটির দিন এটা।
 
আলাস্কা বিষয়ক সিদ্ধান্তে রাশিয়া ও আমেরিকা কেউই ভুল করেছে বলে মনে হয় না। ওই সময়ের প্রেক্ষাপট অনুযায়ী সিদ্ধান্ত টি ঠিক ছিল বলে আমি মনে করি। তবে লেলিন, স্তালিন, বর্তমানের ভ্লাদিমির পুতিন ক্ষমতায় থাকলে ইতিহাস অন্যরকম হতে পারত কি না - তা বলা মুশকিল।
[[চিত্র:42nd_Alaska_Folk_Festival_914.jpg|থাম্ব|42 তম আলাস্কা ফোক উত্সব]]
 
 
== আরও দেখুন ==