সালোকসংশ্লেষণ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
2409:4061:2C93:123E:1645:1D7C:C121:C6F-এর সম্পাদিত সংস্করণ হতে Al Riaz Uddin Ripon-এর সম্পাদিত সর্বশেষ সংস্করণে ফেরত
ট্যাগ: পুনর্বহাল
সম্পাদনা সারাংশ নেই
ট্যাগ: পুনর্বহালকৃত মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
১ নং লাইন:
[[চিত্র:Leaf 1 web.jpg|thumb|right|310px|[[পাতা]] উদ্ভি্দেরউদ্ভিদের সালোকসংশ্লেষণের প্রধান স্থান]]
[[চিত্র:সালোকসংশ্লেষণ.svg|thumbnail|সালোকসংশ্লেষেরসালোকসংশ্লেষণের বৈজ্ঞানিক প্রক্রিয়া।]]
'''সালোকসংশ্লেষসালোকসংশ্লেষণ''' শব্দটিশব্দটির ইংরেজি প্রতিশব্দ হলো '''photosynthesis''' যা দুটি গ্রিক শব্দ '''''photos''''' (অর্থ: আলোক; এখানে সূর্যালোক) ও '''''synthesis''''' (অর্থ: সংশ্লেষণ, বা তৈরি করা) এর সমন্বয়ে গঠিত। আবার '''সালোকসংশ্লেষসালোকসংশ্লেষণ''' কথাটি বিশ্লেষণ করলে দেখা যায়,--'''সালোক''' শব্দটির অর্থ হলো--সূর্যালোকের উপস্থিতি এবং '''সংশ্লেষসংশ্লেষণ''' শব্দটির অর্থ—কোনো কিছু উৎপাদিত হওয়া। এক কথায় সালোকসংশ্লেষসালোকসংশ্লেষণ এর অর্থ দাঁড়ায় সূর্যালোকের উপস্থিতিতে রাসায়নিককোনো কিছু উৎপাদিত হওয়া। সংশ্লেষ।যেযে জৈব রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে সবুজ [[উদ্ভিদ]] কোষে সূর্যালোকের উপস্থিতিতে, পরিবেশ থেকে গৃহীত [[কার্বন ডাইঅক্সাইড]] (CO2) ও মূল দ্বারা শোষিত জলের বিক্রিয়ায় শর্করা জাতীয় খাদ্যের সংশ্লেষ ঘটে এবং গৃহীত [[কার্বন ডাইঅক্সাইড|কার্বন ডাইঅক্সাইডের]] সমপরিমাণ [[অক্সিজেন]] প্রকৃতিতে নির্গত হয়, তাকে সালোকসংশ্লেষসালোকসংশ্লেষণ বলে। এই প্রক্রিয়ায় সজীব উদ্ভিদকোষে উপস্থিত [[ক্লোরোফিল]] নামক রঞ্জক '''আলোকশক্তিকে রাসায়নিক শক্তিতে''' রূপান্তরিত করে এবং তা উৎপন্ন শর্করাজাতীয় খাদ্যের মধ্যে '''স্থিতিশক্তি রূপে''' সঞ্চিত রাখে। এই শক্তি পরবর্তীকালে স্বভোজী উদ্ভিদ দ্বারা অথবা শাকাহারী প্রাণীদের গৌণ পুষ্টিতে সাহায্য করে। সবুজ উদ্ভিদ ছাড়া কিছু [[জীবাণু]] এবং কিছু [[প্রোটিস্ট|আদ্যপ্রাণীর]] মধ্যেও এই প্রক্রিয়া পরিদৃষ্ট হয়।
যে শারীরবৃত্তিয়শারীরবৃত্তীয় জারণ-বিজারণ প্রক্রিয়ায় কিছু জীবাণু, আদ্যপ্রানীআদ্যপ্রাণী ও ক্লোরোফিল যুক্ত সজীব কোশেকোষে (উদ্ভিদ) সূর্যালোকের উপস্থিতিতে, পরিবেশ থেকে গৃহিতগৃহীত কার্বন ডাই অক্সাইড ও মূলরোম দ্বারা শোষিত জলের রাসায়নিক বিক্রিয়ায় সরল শর্করা জাতীয় খাদ্য উৎপন্ন হয় ও কার্বন ডাই অক্সাইডের সমপরিমান অক্সিজেন উত্পন্নউৎপন্ন হয় এবং সৌরশক্তির আবদ্ধ ঘটে, তাকে বা সেই প্রক্রিয়াকে সালোকসংশ্লেষসালোকসংশ্লেষণ বলে। সবুজ উদ্ভিদে প্রস্তুত খাদ্য [[উদ্ভিদ]] নিজে বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় বিপাকীয় প্রক্রিয়া সম্পাদন করতে ব্যবহার করে এবং অবশিষ্ট খাদ্য ফল,মূল,কাণ্ড অথবা পাতায় সঞ্চিত রাখে।
 
==সমুদ্রে সালোকসংশ্লেষণকারী জীব==