কলাম্বিয়া, মিজুরি: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সম্পাদনা সারাংশ নেই
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
সূত্রপূরণ ব্যবহার করে 5টি তথ্যসূত্র পূরণ করা হয়েছে ()
১ নং লাইন:
কলাম্বিয়া যুক্তরাষ্ট্রের [[মিজুরি]] অঙ্গরাজ্যের একটি শহর ও বুন কাউন্টির সদর দপ্তর। এখানে মিজুরি বিশ্ববিদ্যালয় অবস্থিত।<ref>{{ওয়েব উদ্ধৃতি|url=https://web.archive.org/web/20110531210815/http://www.naco.org/Counties/Pages/FindACounty.aspx|title=Find A County|date=31 May 2011|work=web.archive.org|accessdate=30 September 2020}}</ref>শহরটি ১৮২১ সালে প্রতিষ্ঠিত হয়। এটি কলাম্বিয়া মেট্রোপলিটন এলাকার প্রধান শহর। এটি জনসংখ্যায় মিজুরির চতুর্থ বৃহত্তম শহর। ২০১৯ সালে এর প্রাক্কলিত জনসংখ্যা ১,২৩,১৯৫। এটি মিজুরির সবচেয়ে দ্রুত বর্ধনশীল শহর। <ref>{{ওয়েব উদ্ধৃতি|url=https://www.usatoday.com/story/money/economy/2018/04/10/your-citys-population-keeping-pace-fastest-growing-city-each-state/489842002/|title=Is your city's population keeping pace? The fastest-growing city in each state|first=Michael B.|last=Sauter|work=USA TODAY|accessdate=30 September 2020}}</ref> <ref>{{ওয়েব উদ্ধৃতি|url=https://www.census.gov/quickfacts/fact/table/columbiacitymissouri/PST045219|title=U.S. Census Bureau QuickFacts: Columbia city, Missouri|work=www.census.gov|accessdate=30 September 2020}}</ref>
 
১৮৩৩ সালে স্টিফেনস কলেজ, ১৮৩৯ সালে মিজুরি বিশ্ববিদ্যালয় ও ১৮৫১ সালে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মাধ্যমে কলাম্বিয়া অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষাকেন্দ্রে পরিণত হয়েছে। শুরুতে কৃষিনির্ভর শহর হিসেবে প্রতিষ্ঠিত হলেও শিক্ষাই এর অর্থনীতির প্রাণ। স্বাস্থ্য, বিমা ও প্রযুক্তি খাত মিজুরির অর্থনীতিতে বিশেষ ভূমিকা রাখে। শেল্টার ইনস্যুরেন্স,কারফ্যাক্স, ভেটেরানস ইউনাইটেড হোম লোনস-সহ অনেক প্রতিষ্ঠানের কার্যালয় কলাম্বিয়া শহরে অবস্থিত। মিজুরি ঐতিহাসিক সমিতি, শিল্প ও প্রত্নতত্ত্ব জাদুঘর,ট্রু-ফলস চলচ্চিত্র উৎসব, ব্লুজ ও রুটস উৎসব এর গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক অনুষঙ্গ।
১৫ নং লাইন:
সান্তা ফে ও ওরেগন বালিয়াড়ির ঘোড়ার গাড়ির কোচগুলো এখানে থামত। পাশাপাশি মিজুরি-ক্যান্সাস-টেক্সাস রেলসড়ক-ও এর মধ্য দিয়ে যায়। এর ফলে শহরটি অনেক উপকৃত হয়। ১৮২২ সালে, উইলিয়াম জুয়েল প্রথম হাসপাতাল নির্মাণ করেন। ১৮৩০ সালে শহরের প্রথম পত্রুকা সম্পাদিত হয়। ১৮৩২ সালে প্রথম রঙ্গমঞ্চ প্রতিষ্ঠিত হয়; ১৮৩৫ সালে রাজ্যের প্রথম কৃষিমেলা কলাম্বিয়া শহরে আয়োজিত হয়।
 
ক্রীতদাসপ্রথা চালু থাকলেও মিজুরি অঙ্গরাজ্য ইউনিয়নে রয়ে যায়। শহরের অধিকাংশ বাসিন্দাই ইউনিয়ন বাহিনীকে সমর্থন করত।<ref>{{ওয়েব উদ্ধৃতি|url=https://web.archive.org/web/20080202045636/http://www.columbia.k12.mo.us/columbia/colhis.htm|title=History of Columbia|date=2 February 2008|work=web.archive.org|accessdate=30 September 2020}}</ref>গৃহযুদ্ধের সময় এর স্থাপনাগুলো অক্ষত থাকে।
 
পুনর্গঠন যুগের পর মিজুরিতে কৃষ্ণাঙ্গদের প্রতি শ্বেতাঙ্গদের সহিংসতা বাড়তে থাকে। ১৮৮৯ সালে জর্জ বার্ক নামে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের এক কৃষ্ণাঙ্গ কর্মীকে জনসমক্ষে হত্যা করা হয়। ১৯২৩ সালের বসন্তে একজন অধ্যাপকের মেয়েকে বলাৎকার করার অভিযোগে জেমস টি স্কট নামক কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অপর এক কৃষ্ণাঙ্গ কর্মীকে জনসমক্ষে হত্যা করা হয়।
২৩ নং লাইন:
কলাম্বিয়া মধ্য-উত্তর মিজুরিতে অবস্থিত। এটি [[ক্যান্সাস সিটি,মিজুরি|ক্যান্সাস সিটি]] ও [[সেন্ট লুইস]] থেকে ১২০ মাইল দূরে ও [[জেফারসন সিটি, মিজুরি|জেফারসন সিটি]] থেকে ২৯ মাইল উত্তরে অবস্থিত। <ref>https://web.archive.org/web/20041010035724/http://medpedsresidency.missouri.edu/columbia_missouri.htm</ref>
 
যুক্তরাষ্ট্রের আদমশুমারি ব্যুরোর তথ্যানুযায়ী, কলাম্বিয়ার আয়তন ৬৩.৫ বর্গমাইল। এর ৬৩.৪২ বর্গমাইল স্থল ও ০.০৮ বর্গমাইল জল। <ref>{{ওয়েব উদ্ধৃতি|url=https://web.archive.org/web/20120702145235/http://www.census.gov/geo/www/gazetteer/files/Gaz_places_national.txt|title=Wayback Machine|date=2 July 2012|work=web.archive.org|accessdate=30 September 2020}}</ref>
 
===জলবায়ু===