ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

[অপরীক্ষিত সংশোধন][অপরীক্ষিত সংশোধন]
বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
তথ্যসূত্র যোগ
তথ্যসূত্র যোগ
৩৪ নং লাইন:
}}
 
'''ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর''' (২৬ সেপ্টেম্বর ১৮২০ – ২৯ জুলাই ১৮৯১) ঊনবিংশ শতকের একজন বিশিষ্ট বাঙালি শিক্ষাবিদ, সমাজ সংস্কারক ও গদ্যকার। তার প্রকৃত নাম '''ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়'''।<ref name=":0">{{সংবাদ উদ্ধৃতি|ইউআরএল=https://www.bbc.com/bengali/news-50520242|শিরোনাম=বিবিসি বাংলার জরিপে শ্রেষ্ঠ বাঙালি: ৮- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর|কর্ম=BBC News বাংলা|সংগ্রহের-তারিখ=2020-09-26|ভাষা=bn}}</ref> [[সংস্কৃত ভাষা]] ও [[সংস্কৃত সাহিত্য|সাহিত্যে]] অগাধ পাণ্ডিত্যের জন্য প্রথম জীবনেই তিনি '''বিদ্যাসাগর''' উপাধি লাভ করেন। সংস্কৃত ছাড়াও [[বাংলা ভাষা|বাংলা]] ও [[ইংরেজি ভাষা|ইংরেজি ভাষায়]] বিশেষ ব্যুৎপত্তি ছিল তাঁর। তিনিই প্রথম [[বাংলা লিপি]] সংস্কার করে তাকে যুক্তিবহ ও অপরবোধ্য করে তোলেন।<ref>{{বাংলাপিডিয়া উদ্ধৃতি|নিবন্ধ=বিদ্যাসাগর,_ঈশ্বরচন্দ্র|লেখক=গোলাম মুরশিদ}}</ref> বাংলা গদ্যের প্রথম সার্থক রূপকার তিনিই। তাকে বাংলা গদ্যের প্রথম শিল্পী বলে অভিহিত করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি রচনা করেছেন জনপ্রিয় শিশুপাঠ্য ''[[বর্ণপরিচয়]]'' সহ, একাধিক পাঠ্যপুস্তক, সংস্কৃত ব্যাকরণ গ্রন্থ। সংস্কৃত, [[হিন্দি]] ও ইংরেজি থেকে বাংলায় অনুবাদ সাহিত্য ও জ্ঞানবিজ্ঞান সংক্রান্ত বহু রচনা ।
 
অন্যদিকে বিদ্যাসাগর মহাশয় ছিলেন একজন সমাজ সংস্কারকও। [[বিধবা বিবাহ]] ও স্ত্রীশিক্ষার প্রচলন, বহুবিবাহ ও বাল্য বিবাহের মতো সামাজিক অভিশাপ দূরীকরণে তার অক্লান্ত সংগ্রাম আজও স্মরিত হয় যথোচিত শ্রদ্ধার সঙ্গে । [[বাংলার নবজাগরণ|বাংলার নবজাগরণের]] এই পুরোধা ব্যক্তিত্ব দেশের আপামর জনসাধারণের কাছে পরিচিত ছিলেন ‘দয়ার সাগর’ নামে।<ref>
৫৪ নং লাইন:
|প্রথমাংশ=
}}
</ref> দরিদ্র, আর্ত ও পীড়িত কখনই তাঁর দ্বার থেকে শূন্য হাতে ফিরে যেত না । এমনকি নিজের চরম অর্থসংকটের সময়ও তিনি ঋণ নিয়ে পরোপকার করেছেন‌ । তাঁর পিতামাতার প্রতি তাঁর ঐকান্তিক ভক্তি ও বজ্রকঠিন চরিত্রবল বাংলায় প্রবাদপ্রতিম। [[মাইকেল মধুসূদন দত্ত]] তার মধ্যে দেখতে পেয়েছিলেন প্রাচীন ঋষির প্রজ্ঞা, ইংরেজের কর্মোদ্যম ও বাঙালি মায়ের হৃদয়বৃত্তিহৃদয়বৃত্তি।<ref>{{ওয়েব উদ্ধৃতি|ইউআরএল=https://www.anandabazar.com/editorial/an-article-on-ishwar-chandra-vidyasagar-1.1106143|শিরোনাম=বিদ্যাসাগরের অন্তরালে ঈশ্বরচন্দ্র|ওয়েবসাইট=anandabazar.com|ভাষা=bn|সংগ্রহের-তারিখ=2020-09-26}}</ref>
 
বাঙালি সমাজে বিদ্যাসাগর মহাশয় আজও এক প্রাতঃস্মরণীয় ব্যক্তিত্ব । [[পশ্চিমবঙ্গ|পশ্চিমবঙ্গের]] [[পশ্চিম মেদিনীপুর জেলা|পশ্চিম মেদিনীপুরে]] তার স্মৃতিরক্ষায় স্থাপিত হয়েছে [[বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়]]। রাজধানী [[কলকাতা|কলকাতার]] আধুনিক স্থাপত্যের অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন [[বিদ্যাসাগর সেতু]] তারই নামে উৎসর্গিত।
৬০ নং লাইন:
== জীবনী ==
=== বংশ-পরিচয় ===
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পূর্বপুরুষের আদিনিবাস ছিল অধুনা [[পশ্চিমবঙ্গের]] [[হুগলী|হুগলি]] জেলার অন্তর্বতী বনমালীপুর নামক গ্রামে । গ্রামে।<ref>{{cite web|url=https://archive.org/details/in.ernet.dli.2015.299629/page/n31/mode/2up |title=Vidyasagar-jibancharit O Bhramnirash by Shambhuchandra Bidyaratna}}</ref><ref>{{cite web|url=https://archive.org/details/in.ernet.dli.2015.354789/page/n37/mode/2up |title=Vidyasagar-Biharilal Sarkar}}</ref><ref>{{বই উদ্ধৃতি|শিরোনাম=বিদ্যাসাগরের ছেলেবেলা|শেষাংশ=মিত্র|প্রথমাংশ=ইন্দ্র|তারিখ=|বছর=প্রথম সংস্করণ ১৯৭১|প্রকাশক=আনন্দ পাবলিশার্স|অবস্থান=|পাতাসমূহ=৯৬|আইএসবিএন=978-81-7066-731-5}}</ref>
 
এই বিষয়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তাঁর স্বরচিত জীবনচরিতে লিখেছেন-
"{{Cquote|quote=বীরসিংহগ্রামে আমার জন্ম হইয়াছে; কিন্তু, এই গ্রাম আমার পিতৃপক্ষীয় অথবা মাতৃপক্ষীয় পূর্ব্ব পুরুষদিগের বাসস্থান নহে । জাহানাবাদের (অধুনা [[আরামবাগ]]) ঈশান কোণে, তথা হইতে প্রায় তিন ক্রোশ উত্তরে, বনমালীপুর নামে যে গ্রাম আছে, উহাই আমার পিতৃপক্ষীয় পূর্ব্ব পুরুষদিগের বহুকালের বাসস্থান । .."<ref>{{citeবই webউদ্ধৃতি|urlইউআরএল=httpshttp://archive.org/details/dli.bengal.10689.8690/page/n14/mode/2up |শিরোনাম=বিদ্যাসাগর চরিত|titleশেষাংশ=Vidyasagarবন্দ্যোপাধ্যায়|প্রথমাংশ=নারায়ণ|তারিখ=১৮৯১|বছর=|প্রকাশক=The CharitCalcutta বিদ্যাসাগরLibrary, চরিতKolkata|অবস্থান=|পাতাসমূহ=৩|আইএসবিএন=}}</ref>}}
 
তাঁর প্রপিতামহদেব ভুবনেশ্বর বিদ্যালঙ্কার ছিলেন হুগলী জেলার বনমালীপুর গ্রামের বিখ্যাত পন্ডিত । তাঁর তৃতীয় পুত্র তথা বিদ্যাসাগরের পিতামহ রামজয় তর্কভূষণ [[বীরসিংহ]] গ্রামের বিদগ্ধ পন্ডিত উমাপতি তর্কসিদ্ধান্তের তৃতীয়া কন্যা দুর্গাদেবীর পাণিগ্রহণ করেন । তাঁহাদের জ্যেষ্ঠ পুত্র ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় হলেন বিদ্যাসাগরের পিতা৷<ref>{{cite web|url=https://archive.org/details/in.ernet.dli.2015.354789/page/n41/mode/2up |title=Vidyasagar-Biharila Sarkar}}</ref> রামজয় দেশত্যাগী হলে ভাগ্যের ফেরে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ঠাকুমা শ্রীমতি দুর্গাদেবী তাঁর পিতৃভূমি বীরসিংহে এসে বসবাস শুরু করেন৷ সেই হতে তাঁরা বীরসিংহগ্রাম নিবাসী৷<ref>{{cite web|url=https://archive.org/details/bub_man_93c3d9e00498ee9bbbab163bc2bb12a3/page/n15/mode/2up |title=Vidyasagar Charit বিদ্যাসাগর চরিত}}</ref>
৭০ নং লাইন:
[[চিত্র:Bhagabati Devi.jpg|থাম্ব|ভগবতী দেবী, বিদ্যাসাগরের মাতা]]
[[File:বীরসিংহে ঈশ্বরচন্দ্রের বাড়ি-৩.jpg|থাম্ব|বীরসিংহ গ্রামে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মস্থান]]
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ১৮২০ খ্রিস্টাব্দের ২৬ সেপ্টেম্বর (বাংলা ১২২৭ বঙ্গাব্দের ১২ আশ্বিন, মঙ্গলবার) বর্তমান [[পশ্চিম মেদিনীপুর জেলা]]র বীরসিংহ গ্রামে জন্মগ্রহণ করেন।<ref name="sahitya-akademi">{{বই উদ্ধৃতি|শেষাংশ=Lal|প্রথমাংশ=Mohan |শিরোনাম=The Encyclopaedia Of Indian Literature|প্রকাশক=Sahitya Akademi|বছর=2006|পাতাসমূহ=4567–4569|অধ্যায়=Ishvarchandra Vidyasagar|ইউআরএল=http://books.google.co.in/books?id=KnPoYxrRfc0C&pg=PA4567 | আইএসবিএন=9788126012213}}</ref> বীরসিংহ সেই সময় অধুনা পশ্চিমবঙ্গের [[হুগলি জেলা|হুগলি জেলার]] অন্তর্ভুক্ত ছিল। তবে তাঁদের আদিবাস ছিল বর্তমান [[হুগলী]] জেলার অন্তর্বতী বনমালীপুর নামক গ্রাম৷<ref>{{cite web|url=https://archive.org/details/in.ernet.dli.2015.299629/page/n31/mode/2up |title=Vidyasagar-jibancharit O Bhramnirash by Shambhuchandra Bidyaratna}}</ref> ঈশ্বরচন্দ্রের পিতামহ রামজয় তর্কভূষণ ছিলেন সুপণ্ডিত ও বলিষ্ঠ দৃঢ়চেতা পুরুষ। ইনিই ঈশ্বরচন্দ্রের নামকরণ করেছিলেন। ঈশ্বরচন্দ্রের পিতা ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় কলকাতায় চাকরি করতেন। পরিবার নিয়ে শহরে বাস করা তার সাধ্যের অতীত ছিল। সেই কারণে বালক ঈশ্বরচন্দ্র গ্রামেই মা ভগবতী দেবী ও ঠাকুমার সঙ্গে বাস করতেন। তার আসল নাম ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়বন্দ্যোপাধ্যায়।<ref name=":0" />
 
=== শিক্ষাজীবন ===