সু ফেলজ, সাউথ ডাকোটা: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
→‎ইতিহাস: লেখা যোগ
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
→‎ইতিহাস: লেখা যোগ
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
১৮ নং লাইন:
 
১৮৬৫ সালের মে মাসে সু ফেলজ শহরে ডাকোটা দুর্গ প্রতিষ্ঠিত হয়। <ref>http://www.angelfire.com/mn3/rambow/vtour.html</ref> এখানে নতুন করে বসতি স্থাপন শুরু হয়। ১৮৭৩ সালে এর জনসংখ্যা বেড়ে হয় ৫৯৩। ১৮৭৬ সালে সু ফেলজ গ্রাম স্থানীয় শাসনের আওতাভুক্ত করা হয়। ডাকোটা আইনসভা ১৮৮৩ সালের ৩ মার্চ একে শহর হিসেবে স্বীকৃতি দেয়।<ref>http://www.factmonster.com/ce6/us/A0845380.html</ref>
 
রেলসড়ক নির্মাণ এর জনসংখ্যা বৃদ্ধির ধারাকে আরো বেগবান করে। ১৮৮০ সালে সু ফেলজের জনসংখ্যা ছিল ২,১৬৭। ১৮৮০-র দশকের শেষভাগে জনসংখ্যা বেড়ে দাঁড়ায় ১০,১৬৭। কিন্তু [[ঘাসফড়িং]]-সৃষ্ট [[প্লেগ]] মহামারি ও মহামন্দার ফলে এর জনসংখ্যা বৃদ্ধির গতি শ্লথ হয়ে পড়ে। পরবর্তী দশ বছরে জনসংখ্যা মাত্র ৮৯ বৃদ্ধি পায়।
 
১৯০৯ সালে জন মোরেল এখানে মাংস বাজারজাতকরণ কেন্দ্র খুললে শহরটি অর্থনৈতিক সমৃদ্ধি লাভ করে। ১৯৪২ সালে এখানে একটি বিমানঘাঁটি এবং সামরিক রেডিও ও যোগাযোগ প্রশিক্ষণ কেন্দ্র স্থাপিত হয়। ১৯৬০ সালে আন্তঃরাজ্য সড়ক নির্মাণের ফলে অর্থনৈতিক উন্নতি অব্যাহত থাকে।
 
১৯৫৫ সালে দক্ষিণ সু ফেল ও সু ফেল শহর একীভূত করার সিদ্ধান্ত গৃহীত হয়। ১৯৫০ এর আদমশুমারি অনুযায়ী,দক্ষিণ সু ফেল শহরের জনসংখ্যা ছিল ১,৬০০। ১৯৫৫ সালের ১৮ অক্টোবর ৭০৪-২২৭ ভোটে দক্ষিণ সু ফেলের বাসিন্দারা একীভূতকরণের পক্ষে রায় দেয়। ১৫ নভেম্বর ২৭১৪-৪৫০ ভোটে সু ফেলের বাসিন্দারা একীভূতকরণ প্রক্রিয়া অনুমোদন করে।
 
ঋণ নীতিমালা শিথিল করায় ১৯৮১ সালে সিটিব্যাংক নিউ ইয়র্ক থেকে সু ফেলজ শহরে ক্রেডিট কার্ড কেন্দ্র স্থানান্তরিত করে। অনেকেই বলেন, সিটিব্যাংকের কার্যালয় স্থানান্তরের ফলে এখানে অভাবনীয় উন্নতি সাধিত হয়েছে। <ref>http://minnesota.publicradio.org/display/web/2006/02/23/siouxfalls</ref>
 
১৯৮০ সালে সু ফেলজে ৮১,০০০ বাসিন্দা ছিলেন। ২০১৮ সালে এর জনসংখ্যা বেড়ে দাঁড়ায় ১,৮৩,২০০।
 
২০১৯ সালে তিনটি ই-এফ মাত্রার [[ক্রান্তীয় ঘূর্ণিঝড়]] সু ফেলজকে আঘাত করে। এতে ৩৭টি ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় ও সাতজন আহত হন। এর ফলে কমপক্ষে ৫০ লক্ষ ডলারের আর্থিক ক্ষতি সাধিত হয়। <ref>https://www.kcrg.com/content/news/Powerful-storm-strikes-Sioux-Falls-with-three-confirmed-EF-2-tornadoes-560060791.html</ref>
 
==ভূগোল==
 
আদমশুমারি ব্যুরোর তথ্যানুযায়ী, সু ফেলজ শহরের আয়তন ৭৩.৪৭ বর্গমাইল। এর ৭২.৯৬ বর্গমাইল স্থল ও ০.৫১ বর্গমাইল জল। <ref>https://www.webcitation.org/64vfLAeJ2?url=http://www.census.gov/geo/www/gazetteer/files/Gaz_places_national.txt</ref>শহরটি মিনেসোটা সীমান্তের ১৫ মাইল পশ্চিমে অবস্থিত।
 
সু ফেলজ শহরে ৭০টির বেশি পার্ক ও উদ্যান রয়েছে। ফেলজ পার্ক এর সবচেয়ে বিখ্যাত বিনোদনকেন্দ্র।
 
শহরটির জলবায়ু আর্দ্র মহাদেশীয় ধরনের। জানুয়ারি মাসে ১৬.৬ ডিগ্রি ফারেনহাইট ও জুলাই মাসে ৭৩ ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা বিরাজ করে। শহরে প্রতি বছর গড়ে ৪৪.৬ ইঞ্চি তুষারপাত ও ২৬.৩৩ ইঞ্চি বৃষ্টিপাত হয়।
 
==জনমিতি==
 
২০১০ সালের আদমশুমারি অনুযায়ী সু ফেলজের জনসংখ্যা ১,৫৩,৮৮৮। এখানে ৩৭,৪৬২টি পরিবার বসবাস করে। জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গকিলোমিটারে ৮১৪.৪ জন। বাসিন্দাদের ৮৬.৮% শ্বেতাঙ্গ,৪.২% আফ্রিকান আমেরিকান, ২.৭% আদিবাসী আমেরিকান, ১.৮% এশীয় ও ০.১% প্রশান্ত মহাসাগরীয়। বাসিন্দাদের ৪.৪% হিস্পানিক অথবা লাতিনো।
 
২০১৫ সালে শহরের পরিবারগুলোর মাথাপিছু আয় ছিল ৭৪,৬৩২ ডলার। পুরুষদের গড় আয় ৪০,১৮৭ ডলার ও নারীদের গড় আয় ৩১,৫১৭ ডলার। শহরের মাথাপিছু আয় ২৬,৩৯২ ডলার। ১১.৮% বাসিন্দা ও ৮.৫% পরিবার দারিদ্র্যসীমার নিচে বসবাস করে। এদের ১৬.৮% এর বয়স ১৮ এর নিচে ও ৮.৮% এর বয়স ৬৫ এর সমান বা বেশি।
 
==তথ্যসূত্র==