আদিনা মসজিদ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
সম্পাদনা সারাংশ নেই
১ নং লাইন:
{{এশিয়ার মসজিদ}}
'''আদিনা মসজিদ''' [[মালদহ জেলা|মালদহে]] অবস্থিত। এটি [[সিরিয়া|সিরিয়ার]] '''উমাইয়া মসজিদের''' আদলে তৈরি। এটি তৎকালীন দক্ষিণ এশিয়ার বৃহত্তম মসজিদ।<ref name="bpedia">[http://banglapedia.search.com.bd/HT/A_0040.htm Adina Mosque] {{ওয়েব আর্কাইভ|ইউআরএল=https://web.archive.org/web/20160303205347/http://banglapedia.search.com.bd/HT/A_0040.htm |তারিখ=৩ মার্চ ২০১৬ }}, from [[Banglapedia]].</ref>
 
মসজিদটি ছিল ভারতীয় উপমহাদেশের বৃহত্তম মসজিদ। এটি বেঙ্গল সালতানাতের সময় [[সিকান্দার শাহ]] কর্তৃক একটি রাজকীয় মসজিদ হিসেবে নির্মিত হয়। তিনি [[ইলিয়াস শাহী রাজবংশ|ইলিয়াস শাহী রাজবংশের]] সদস্য ছিলেন এবং "মহিমান্বিত সুলতান" এবং "বিশ্বাসীদের খলিফা" মত উঁচু উপাধি বহন করেন। মসজিদটি সাবেক রাজকীয় রাজধানী [[পাণ্ডুয়া|পাণ্ডুয়ায়]] অবস্থিত। বিশাল স্থাপত্য উমাইয়া মসজিদের হাইপোস্টাইলের সাথে যুক্ত, যা নতুন এলাকায় ইসলাম প্রবর্তনের সময় ব্যবহার করা হয়। ১৩৫৩ ও ১৩৫৯ সালে দিল্লি সালতানাতকে দুইবার পরাজিত করার পর প্রথম দিকের বঙ্গ সালতানাত সাম্রাজ্যবাদী উচ্চাকাঙ্ক্ষা কে টেনে নিয়ে যায়। আদিনা মসজিদ ১৩৬৪ সালে কমিশন করা হয়।<ref name=":0">{{ওয়েব উদ্ধৃতি|ইউআরএল=https://search.proquest.com/docview/304044113|শিরোনাম=The architecture and architectural decoration of the Adina Mosque|শেষাংশ=|প্রথমাংশ=|তারিখ=|ওয়েবসাইট=ProQuest|ভাষা=en|সংগ্রহের-তারিখ=2020-09-26}}</ref> ষোড়শ শতাব্দীতে মুঘল সাম্রাজ্যের উত্থানের সাথে সাথে বঙ্গ সালতানাত ভেঙ্গে যায়।<ref>{{বই উদ্ধৃতি|ইউআরএল=https://books.google.com/books?id=gKhChF3yAOUC|শিরোনাম=The Rise of Islam and the Bengal Frontier, 1204-1760|শেষাংশ=Eaton|প্রথমাংশ=Richard M.|তারিখ=1996-07-31|প্রকাশক=University of California Press|ভাষা=en|আইএসবিএন=978-0-520-20507-9}}</ref>
 
== অবস্থান ==
পুরাতন মালদহ শহর থেকে ২০কিলমিটার দূরে ৩৪ নং জাতীয় সড়কের পাশে অবস্থিত। এর বিপরীতে আছে আদিনা মৃগদাব।
 
== স্থাপত্য ==
== গঠন ==
এই মসজিদ উত্তর-দক্ষিণে ৫২৪ ফুট লম্বা ও ৩২২ ফুট চওড়া। এতে ২৬০টি থাম ও ৩৮৭টি গম্বুজ আছে। মসজিদের নকশা বাংলা, আরব, ফার্সি ও বাইজেন্টাইন স্থাপত্য অন্তর্ভুক্ত। যদিও মসজিদটি তার আকারের কারণে দূর থেকে আকর্ষণীয়, কিন্তু সূক্ষ্মভাবে পরিকল্পিত সাজসজ্জার কারণে এটি থেকে একটি ভাল দূরত্বে দাঁড়িয়ে থাকা বৈশিষ্ট্য দেখা কঠিন করে তোলে। এটি ধ্বংসস্তূপের রাজমিস্ত্রি দিয়ে নির্মিত হয়েছিল যা ইট, পাথর, স্তূপের প্রলেপ, প্লাস্টার, কংক্রিট, গ্লেজিং বা চুন মসৃণ দ্বারা আবৃত ছিল।<ref name=":0" /> পাথরের ফুল ভবনের চারপাশের অভ্যন্তর এবং বহির্ভাগের খিলানে একত্রিত করা হয়।<ref>{{বই উদ্ধৃতি|ইউআরএল=https://books.google.com/books?id=FjhUAAAAMAAJ|শিরোনাম=The Architecture of the Adina Mosque in Pandua, India: Medieval Tradition and Innovation|শেষাংশ=Banerji|প্রথমাংশ=Naseem Ahmed|তারিখ=2002|প্রকাশক=Edwin Mellen Press|ভাষা=en|আইএসবিএন=978-0-7734-7209-9}}</ref> এর পরিকল্পনা দামেস্কের বড় মসজিদের অনুরূপ।<ref>{{বই উদ্ধৃতি|ইউআরএল=https://books.google.com/books?id=Uunyz4qFZwEC|শিরোনাম=Sultans and Mosques: The Early Muslim Architecture of Bangladesh|শেষাংশ=Hasan|প্রথমাংশ=Perween|শেষাংশ২=Grabar|প্রথমাংশ২=Oleg|তারিখ=2007-06-29|প্রকাশক=Bloomsbury Academic|ভাষা=en|আইএসবিএন=978-1-84511-381-0}}</ref>
এই মসজিদ উত্তর-দক্ষিণে ৫২৪ ফুট লম্বা ও ৩২২ ফুট চওড়া। এতে ২৬০টি থাম ও ৩৮৭টি গম্বুজ আছে। এই মসজিদের কিছু উপাদান অমুসলিম শিল্পরীতি থেকে নেওয়া বলে মনে করা হয়।
 
== সাঁওতাল বিদ্রোহ ==
ইংরেজ শাসনকালে জীতুর নেতৃত্বে [[সাঁওতাল বিদ্রোহ|সাঁওতালরা বিদ্রোহ]] করে। কিন্তু দ্রুততার সাথে তৎকালীন ভুস্বামী এই বিদ্রোহ দমন করেন।