উইকিপিডিয়া:বট নীতিমালা: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সম্পাদনা সারাংশ নেই
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা উচ্চতর মোবাইল সম্পাদনা
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা উচ্চতর মোবাইল সম্পাদনা
৪৬ নং লাইন:
== পরীক্ষামূলক পর্যায় ==
# অনুমোদনের অনুরোধে প্রয়োজনীয় ক্ষেত্রে একজন ব্যুরোক্র‍্যাট পরীক্ষামূলক সম্পাদনার অনুমতি প্রদান করবেন। তবে ব্যুরোক্র‍্যাটের অনুপস্থিতিতে একজন প্রশাসকও পরীক্ষামূলক সম্পাদনার অনুমতি প্রদান করতে পারেন।
# সকল প্রকার পরীক্ষামূলক সম্পাদনা '''অবশ্যই''' বট অ্যাকাউন্ট থেকে করতে হবে।
# পরীক্ষার অনুমতির পূর্বে অস্পর্শকাতর নামস্থানে কোনো সম্পাদনা করা হলে তার কৈফিয়ত প্রদান করা পরিচালকের কর্তব্য।
# পরীক্ষামূলক সম্পাদনার ব্যাপ্তিকাল ও পরিমাণ কাজভেদে পরিবর্তনশীল। তবে সেসময় সম্পাদনা হার অত্যন্ত কম ('''অবশ্যই ৪ এর কম''') হতে হবে যাতে কোনো ত্রুটি দৃষ্টিগোচর হলে তা সহজেই মানব সম্পাদক কর্তৃক ঠিক করা সম্ভব হয়।
# পরিচালকের অবশ্যই বটের সম্পাদনা হার ও ব্যাপ্তিকালের উপর কঠোর নিয়ন্ত্রণ থাকা উচিত। অনিবার্য কারণ ব্যতীত নির্ধারিত পরিমাণের বেশি সম্পাদনা করা অবাঞ্চনীয়।
# পরীক্ষামূলক পর্যায়ে বটের সম্পাদনা সারাংশে <code>পরীক্ষামূলক</code> শব্দটি থাকতে হবে যাতে অবগত নন এমন ব্যবহারকারীরাও সারাংশ দেখে বুঝতে পারেন।
 
== অনুমোদন ==
# কোনো '''পতাকাহীন বট অ্যাকাউন্ট''' সম্প্রদায় কর্তৃক অনুমোদিত হলে কারিগরিভাবে ব্যুরোক্র‍্যাটরাই বট পতাকাদানের অধিকার রাখে। তবে সম্মতি পাওয়ার ৩০ দিনের মধ্যে ব্যুরোক্র‍্যাট বট পতাকা প্রদান না করলে [মেটায়] গিয়ে পতাকার জন্য আবেসন করতে হবে। এক্ষেত্রে সংশ্লিষ্ট ''অনুমোদনের অনুরোধের'' উল্লেখ করতে হবে। অতঃপর অনুমতি পাওয়া গেলে সংশ্লিষ্ট ''অনুমোদনের অনুরোধে'' তা জানাতে হবে।