এমি ন্যোটার: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সম্প্রসারণ, তথ্যসূত্র যোগ/সংশোধন
রচনাশৈলী, পরিষ্কারকরণ
১ নং লাইন:
{{refimprove|date=july 2019}}
{{Infobox scientist
| name = এমি নোয়েদার
৩১ ⟶ ৩০ নং লাইন:
'''অ্যামেলি এমি নোয়েদার''' (মার্চ ২৩,১৮৮২ - এপ্রিল ১৪,১৯৩৫) ছিলেন একজন স্বনামধন্যা জার্মান গণিতজ্ঞা। যদিও 'এমি নোয়েদার'- কেবল এই নামটুকুই বিদুষী এই বিজ্ঞানসাধিকা ব্যবহার করেছেন আজীবন। তিনি [[বিমূর্ত বীজগণিত]] এবং [[তাত্ত্বিক পদার্থবিদ্যা]]য় [[নোয়েদার তত্ত্ব]] প্রবর্তন করেন।<ref>{{ওয়েব উদ্ধৃতি|ইউআরএল=https://www.sciencenews.org/article/emmy-noether-theorem-legacy-physics-math|শিরোনাম=In her short life, mathematician Emmy Noether changed the face of physics|তারিখ=2018-06-12|ওয়েবসাইট=Science News|ভাষা=en-US|সংগ্রহের-তারিখ=2020-09-23}}</ref> [[আলবার্ট আইন্সটাইন]], [[হারমান উইল]] প্রমুখ তাকে গণিতবিদ্যার ইতিহাসের অনন্যা বলে উল্লেখ করেছেন।<ref>{{বই উদ্ধৃতি|শিরোনাম="In Memory of Emmy Noether". Emmy Noether: A Tribute to Her Life and Work.|শেষাংশ=Alexandrov|প্রথমাংশ=Pavel S.|বছর=১৯৮১|প্রকাশক=মার্সেল ডেকার|অবস্থান=নিউ ইয়র্ক|পাতাসমূহ=৯৯-১১১|আইএসবিএন=978-0-8247-1550-2}}</ref> <ref>{{ওয়েব উদ্ধৃতি|ইউআরএল=https://mathshistory.st-andrews.ac.uk/Obituaries/Noether_Emmy_Einstein/|শিরোনাম=Emmy Noether - NY Times obituary|ওয়েবসাইট=Maths History|ভাষা=en|সংগ্রহের-তারিখ=2020-09-23}}</ref>
 
নোয়েদার দক্ষিণ [[জার্মানি]]র ফ্রাঙ্কোনিয়া প্রদেশের এরলাগেন শহরের এক ইহুদি পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা [[ম্যাক্স নোয়েদার]] ছিলেন এরলাগেন বিশ্ববিদ্যালয়ের গণিতের অধ্যাপক। প্রাথমিক ভাবে ইংরেজি এবং ফরাসী ভাষাসাহিত্যে শিক্ষকতার স্বপ্ন দেখলেও শেষপর্যন্ত নোয়েদার এরলাগেন বিশ্ববিদ্যালয়ে অঙ্ক নিয়ে পড়াশোনা করেন। ১৯০৭ সালে [[পল গর্ডন]]ের তত্ত্বাবধানে গবেষণা শেষ করে ম্যাথামেটিকাল ইন্সটিউট অফ এরলাগেনে অবৈতনিক শিক্ষিকা হিসেবে নিযুক্ত হন। সেইসময় শিক্ষকতার সুযোগ থেকে মেয়েরা বঞ্চিত ছিলেন। পরে ১৯১৫ সালে [[ডেভিড হিলবার্ট]] এবং [[ফেলিক্স ক্লেইন]] তাকে [[গটিঙেন বিশ্ববিদ্যালয়|গটিঙেন বিশ্ববিদ্যালয়ে]] শিক্ষিকা হিসেবে যোগ দিতে অনুরোধ করেন। যদিও এই বিশ্ববিদ্যালয়ে অধ্যাপিকা হিসেবে নিয়োগপত্র পেতে তাকে ওই বিশ্ববিদ্যালয়েরই রক্ষণশীল দর্শন বিভাগের তুমুল বিরোধিতার মুখোমুখি পড়তে হয়। অবশেষে ১৯১৯ সালে নোয়েদার [[গটিঙেন বিশ্ববিদ্যালয়|গটিঙেনের]] অঙ্কেরগণিতের অধ্যাপিকা রূপে স্বীকৃতি পান।{{তথ্যসূত্র প্রয়োজন}}
 
১৯৩৩ সাল পর্যন্ত [[গটিঙেন বিশ্ববিদ্যালয়|গটিঙেন বিশ্ববিদ্যাল্যেরবিশ্ববিদ্যালয়ের]] গণিতবিভাগের অন্যতম শিক্ষিকা ছিলেন এমি নোয়েদার। এই সময় তার গবেষণাপত্রগুলি সারা পৃথিবীতে জনপ্রিয়তা লাভ করে। এরপর জার্মান সর্বাধিনায়ক [[আডলফ হিটলার]]ের ইহুদিবিদ্বেষের কারণে তিনি জার্মানি ছেড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। ১৯৩৫ সালে ডিম্বাশয়ে সিস্ট নিয়ে নোয়েদার হাসপাতালে ভর্তি হন। শল্যচিকিৎসায় আরোগ্যের ইঙ্গিত মিললেও মাত্র ৫৩ বছর বয়সে হঠাৎইহঠাৎ অকালপ্রয়াত হন।
 
== ব্যক্তিগত জীবন ==