পল নার্স: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সংশোধন কর হল
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
Alpharomeo123 (আলোচনা | অবদান)
জীবনীর কিছু অংশ
৩২ নং লাইন:
 
== জীবনী ==
পল নার্সের জন্ম নরউইচ শহরে। তাঁর মা অল্প বয়সে অবিবাহিত অবস্থায় গর্ভধারণ করেন বলে নার্সের জন্মের পরে তাঁকে তাঁর মাতামহ ও মাতামহী সন্তান হিসাবে লালনপালন করেন। নার্স নিজেও জানতেন না যে তিনি যাঁদের পিতামাতা বলে জানতেন তাঁরা আসলে তাঁর মাতামহ ও মাতামহী এবং তিনি যাঁকে বোন বলে জানতেন, তিনিই তাঁর প্রকৃত মা।
 
নার্স ১৯৭০ সালে [[বার্মিংহাম বিশ্ববিদ্যালয়]] থেকে ১৯৭০ সালে উপস্নাতক ডিগ্রি এবং ১৯৭৩ সালে [[ইউনিভার্সিটি অব ইস্ট অ্যাংলিয়া]] থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন। তিনি ২০০৩ সালে নিউ ইয়র্কের [[রকফেলার বিশ্ববিদ্যালয়]] এর প্রেসিডেন্ট নির্বাচিত হন।
 
আমেরিকায় অবস্থানকালে নার্স আমেরিকার স্থায়ী বাসিন্দা হবার জন্য গ্রিন কার্ডের আবেদন করেন। কিন্তু সেই আবেদনটি প্রত্যাখ্যাত হয় কারণ নার্স আবেদনের সাথে সংক্ষিপ্ত জন্মসনদ জমা দিয়েছিলেন যাতে তাঁর পিতামাতার নাম লেখা ছিল না। মূল জন্মসনদ জোগাড় করতে গিয়ে নার্স তাঁর প্রকৃত পিতামাতার পরিচয় জানতে পারেন এবং তাঁকে লালনপালন করা যাঁদের তিনি পিতামাতা মনে করতেন, তাঁরা যে তাঁর মাতামহ ও মাতামহী, সেকথা জানতে পারেন।
 
== সম্মাননা ও পুরস্কার ==
* ফেলো অব দ্য রয়েল সোসাইটি, ১৯৮৯
* [[রয়েল মেডেল]], ১৯৯৫
* নাইট উপাধি, ১৯৯৯]
* নোবেল পুরস্কার, ২০০১।
 
=== সম্মানসূচক ডিগ্রি ===