ইকুয়েডরের ইতিহাস: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Anjon mallick (আলোচনা | অবদান)
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা উচ্চতর মোবাইল সম্পাদনা
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
১ নং লাইন:
'''ইকুয়েডরের ইতিহাস''' প্রায় ৮০০০ বছরের বেশি প্রাচীন ৷ এই বৃহৎ সময়কালের মাঝে, বহু রাষ্ট্র ও সংস্কৃতির প্রভাবে বিবর্তিত হয়ে বর্তমান গণপ্রজাতান্ত্রিক ইকুয়েডরের জন্ম হয়েছে ৷ এই ইতিহাসকে ছয়টি ভাগে ভাগ করা হয়েছে : প্রাক-কলম্বিয়ান যুগ, স্পেন কর্তৃক আবিষ্কার ও জয়লাভ, স্প্যানিশ উপনিবেশিক যুগ, স্বাধীনতা যুদ্ধ, বৃহত্তর কলম্বিয়া এবং সর্বশেষ সিমন বলিভারের নেতৃত্বে বিভক্ত হয়ে বর্তমান ইকুয়েডর ৷
 
== প্রাক-কলম্বিয়ান ইকুয়েডর ==
{{mainমূল নিবন্ধ|প্রাক-কলম্বীয় ইকুয়েডর}}
ইনকা যুগের পূর্বে, উত্তরে বসবাসরত জনপদ নিয়ে কিছু বৃহৎ সম্প্রদায় গঠিত হয়েছিল ৷ এসব সম্প্রদায় একে অপরের সাথে একত্রিত হয়ে কিটো জনগোষ্ঠীর মত বেশকিছু প্রভাবশালী সংগঠিত জনগোষ্ঠী তৈরী হয়েছিল ৷ কিন্তু কোনো জনগোষ্ঠী শক্তিশালী ইনকা সাম্রাজ্যের আক্রমণ থেকে নিজেদেরকে রক্ষা করতে পারেনি ৷ ষোড়শ শতাব্দিতে ইনকাদের দ্বারা সংঘটিত ধ্বংসযজ্ঞ ইকুয়েডরের ইতিহাসের অন্যতম বেদনাদায়ক ও রক্তার্ত অধ্যায় ৷ কিটো দখলের পর, ইনকা শাসকেরা সেখানে প্রশাসনিক ব্যবস্থা গঠন করে এবং প্বার্শবর্তী অঞ্চলগুলোতে উপনিবেশ স্থাপন করতে শুরু করে ৷ প্রাক কলম্বিয়ান যুগকে চারটি ভাগে বিভক্ত করা হয়েছে: পূর্ব সিরামিক যুগ, ক্রমবিকাশমান যুগ, প্রাদেশিক উন্নয়ন যুগ, সম্প্রদায়ের অন্তরীকরণ এবং ইনকাদের প্রত্যাবর্তন যুগ ৷
 
১ম বরফ যুগের সমাপ্তির পর পূর্ব সিরামিক যুগের সূচনা ঘটে এবং খ্রি:পূর্ব ৪২০০ সাল পর্যন্ত তা চলমান ছিল ৷ এই সময়ে লাস ভেগাস এবং ইনগা নামে দুটি সংস্কৃতির প্রভাব লক্ষ্য করা যায় ৷ লাস ভেগাস সংস্কৃতির লোকেরা খ্রি:পূর্ব ৯০০০- ৬০০০ সালে ইকুয়েডরের উপকূলবর্তী অঞ্চল সেন্ট এলিনাতে বসবাস করত ৷ এরা বেশিরভাগ শিকারী এবং জেলে ছিল ৷ প্রায় খ্রি:পূর্ব ৬০০০ সালে, এসব অঞ্চলের মানুষেরা চাষাবাদ শুরু করে ৷<ref>{{citeসাময়িকী journalউদ্ধৃতি |lastশেষাংশ=Stothert |firstপ্রথমাংশ=Karen E. |dateতারিখ=July 1985 |titleশিরোনাম=The Pre-ceramic Las Vegas Culture of Coastal Ecuador | journalসাময়িকী=American Antiquity |volumeখণ্ড=50 |issueসংখ্যা নং=3 |pagesপাতাসমূহ=613–637 | doiডিওআই=10.2307/280325 |jstor=280325 }}</ref> অপরদিকে ইনগা সম্প্রদায়ের মানুষেরা খ্রি:পূর্ব ৯০০০- ৮০০০ সালে বর্তমান কিটো শহরের প্রাচীন বানিজ্যিকবাণিজ্যিক রুটের নিকটবর্তী অঞ্চলগুলোতে বসবাস করত ৷ <ref>Pre-Historic Civilizations in Ecuador in Ancient History is owned by Dennis Jamison.</ref>
 
{{multiple image|perrow=2|total_width=300|caption_align=center
১৪ নং লাইন:
 
==স্পেন কর্তৃক আবিষ্কার এবং জয়লাভ ==
যখন ইনকা সাম্রাজ্যের রাজ্যগুলোর মধ্যে অান্ত:কোন্দলের চলমান ছিল, তখন ১৫৩১ সালে ফ্রান্সিসকো পিজারোর নেতৃত্বে স্প্যানিশরা ইকুয়েডরে পদার্পনপদার্পণ করে ৷ পিরাজো জানতেন যে, রাজ্যের পারস্পারিক দ্বন্ধ ও কোনো মহামারী কোনো সাম্রাজ্যের পতন ঘটাতে পারে ৷<ref>Macquarrie, K. ''The Last Days of the Incas''. P Dippolito. New York: Simon and Schuster, 2007.</ref> একারণে ১৫৩২ খ্রি. সেপ্টেম্বরে তিনি অতিরিক্ত সৈন্য নিয়ে আটাহুআলপা রাজ্যে আক্রমণ করেন এবং জয়লাভ করেন ৷
পিরাজোর নেতৃত্বে স্প্যানিশ বাহিনী পাশ্ববর্তী অঞ্চলগুলোতে আক্রমণ করতে শুরু করে এবং দখল করে ৷ <ref>Hemming, The conquest, pp. 34–35.</ref> যুদ্ধে স্প্যানিশ সৈন্যরা সংখ্যায় কম থাকলেও উন্নত অস্ত্রশস্ত্র ও সঠিক যুদ্ধ কৌশলের নিকট ইনকা সৈন্যরা সহজেই পরাজিত হয় ৷ এভাবেই ইনকা সাম্রাজ্যের পতন ঘটতে শুরু করে ৷
অত:পর পিরাজোর সেনাধিপতি বেনালচেজার এবং স্প্যানিশ সৈন্যদের সাথে ইনকা সাম্রাজ্যের অন্যতম সেরা যোদ্ধা রুমিনাহুই এর যুদ্ধ সংগঠিত হয় ৷ এই যুদ্ধে স্প্যানিশ বাহিনীকে সহায়তা করে কানারি নামক এক সম্প্রদায় ৷ পরাজিত হয়ে রুমিনাহুই পিছু হটতে বাধ্য হন এবং কিটো শহরে ফিরে আসেন ৷ পরবর্তীতে বেনালচেজার কিটো আক্রমণ করলে, স্প্যানিশ সৈন্যদের দখল থেকে শহরকে রক্ষা করতে রুমিনাহুই কিটো শহরে আগুন লাগিয়ে দেন এবং প্রাচীন প্রি-হিসপেনিক শহর ধ্বংস করেন ৷
২০ নং লাইন:
 
==স্পেনিশ উপনিবেশিক যুগ==
[[Image:Real Audiencia de Quito.jpg|right|300px|thumb| উপনিবেশিক অংশের চিত্র ৷ অ্যামাজনীয় অংশের বেশিরভাগ অঞ্চলে তেমন কোনো নিয়ন্ত্রণ ছিল না ৷ ]]
 
১৫৪৪ থেকে ১৫৬৩ সালের মধ্যে ইকুয়েডর স্পেনের উপনিবেশের একটি অংশে পরিণত হয় এবং পেরুকে এই অংশের সুবেদারিত্ব প্রদান করা হয় ৷ ১৭২০ সালের আগ পর্যন্ত পেরুই ইকুয়েডরের একমাত্র নিয়ন্ত্রক ছিল ৷ পরবর্তীতে নিউ গ্রানাডাকে নতুন সুবেদারিত্ব প্রদান করা হয় ৷ যাহোক, ১৫৬৩ সালে, ইকুয়েডরকে স্পেনিশ সাম্রাজ্যের নিজস্ব প্রশাসনিক ক্ষমতা প্রদান করা হয় যার মাধ্যমে তারা রাষ্ট্রীয় বিষয়ে সরাসরি মাদ্রিদের সাথে যোগাযোগ করতে পারত ৷