লিটল রক, আর্কানসাস: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
→‎ইতিহাস: লেখা যোগ
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
→‎ভূগোল: লেখা যোগ
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
৫৯ নং লাইন:
লিটল রকের জলবায়ু অত্যন্ত উষ্ণ ও আর্দ্র প্রকৃতির। শীতকালে এখানে কদাচিৎ তুষারপাত হয়। ১৮৯৯ সালের ১২ ফেব্রুয়ারি এখানে সর্বনিম্ন (-১২ ডিগ্রি ফারেনহাইট) ও ২০১১ সালের ৩ আগস্ট সর্বোচ্চ (১১৪ ডিগ্রি ফারেনহাইট) রেকর্ড করা হয়।<ref>https://web.archive.org/web/20111101111015/http://www.srh.noaa.gov/images/lzk/pdf/clilit.pdf</ref>
 
==জনমিতি==
 
২০০৫-২০০৭ সালে করা আদমশুমারি ব্যুরোর সম্প্রদায়গত সমীক্ষা অনুযায়ী, লিটল রক শহরের বাসিন্দাদের ৫২.৭% শ্বেতাঙ্গ, যাদের ৪৯.৪% হিস্পানিক বংশোদ্ভূত নয়। এছাড়াও লিটল রকের বাসিন্দাদের ৪২.১% কৃষ্ণাঙ্গ, ২.১% এশীয় আমেরিকান ও ০.১% প্রশান্ত মহাসাগরীয়। হিস্পানিক ও লাতিনোরা লিটল রকের জনসংখ্যার ৪.৭%।
 
২০১০ এর আদমশুমারি অনুযায়ী শহরে ১,৯৩,৫২৪ জন বাসিন্দা ও ৪৭,৭৯৯টি পরিবার রয়েছে। শহরের জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গমাইলে ১,৫৭৬ জন।
 
লিটল রকের বাসিন্দাদের মাথাপিছু আয় ২৩,২০৯ মার্কিন ডলার। পরিবারগুলোর গড় আয় ৪৭,৪৪৬ ডলার। পুরুষদের গড় আয় ৩৫,৬৮৯ ডলার ও নারীদের গড় আয় ২৬,৮০২ ডলার। ১৪.৩% পরিবার দারিদ্র্যসীমার নিচে বসবাস করে। এদের মধ্যে ২০.৯% এর বয়স ১৮ এর নিচে ও ৯% এর বয়স ৬৫ বছরের উপরে।
 
==প্রশাসন==
 
১৯৫৭ সালের নভেম্বর মাস থেকে লিটল রক নগর ব্যবস্থাপকশাসিত সরকারপদ্ধতির আওতায় পরিচালিত হচ্ছে। ১৯৯৩ সালে এক গণভোটে ভোটাররা একজন প্রত্যক্ষ ভোটে নির্বাচিত মেয়র, সাতজন ওয়ার্ড পরিচালক ও তিনজন নগর-পরিচালক সমন্বিত সরকারব্যবস্থার পক্ষে রায় দেন। ২০০৭ সাল পর্যন্ত মেয়র খণ্ডকালীনভাবে দায়িত্ব পালন করতেন। ঐ বছর আগস্টে ভোটাররা মেয়রের পদকে পূর্ণকালীন করার জন্য রায় দেন। সিটি বোর্ডের সদস্যদের মধ্য থেকে সহকারী মেয়র নির্বাচিত হন।
 
পূর্ব আর্কানসাস জেলা আদালত ও অষ্টম সার্কিটের আপিল আদালত লিটল রক শহরে অবস্থিত।
 
==তথ্যসূত্র==