আগ্নেয়গিরিজাত শিলা: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Moheen (আলোচনা | অবদান)
Moheen ব্যাসল্ট কে আগ্নেয়গিরিজাত শিলা শিরোনামে স্থানান্তর করেছেন
Moheen (আলোচনা | অবদান)
+
৮ নং লাইন:
''' আগ্নেয়গিরিজাত শিলা''' বা '''ব্যাসল্ট''' ({{IPAc-en|US|b|ə|ˈ|s|ɔː|l|t|,_|ˈ|b|eɪ|s|ɒ|l|t}}, {{IPAc-en|UK|ˈ|b|æ|s|ɔː|l|t|,_|ˈ|b|æ|s|əl|t}})<ref>[https://www.ahdictionary.com/word/search.html?q=basalt American Heritage Dictionary]</ref><ref>[https://www.merriam-webster.com/dictionary/basalt Merriam-Webster Dictionary]</ref>{{r|collins}}<ref>[https://en.oxforddictionaries.com/definition/basalt Oxford Living Dictionaries]</ref> এক প্রকার [[mafic|ম্যাফিক]] [[বহিঃজ শিলা|বাহ্যিক]] [[আগ্নেয় শিলা]] যা কোনো [[শিলাময় গ্রহ]] বা চাঁদের পৃষ্ঠের খুব কাছাকাছি ম্যাগনেসিয়াম এবং লোহা সমৃদ্ধ{{r|USGSGlossary}} [[লাভা|লাভার]] উত্তপ্ত অবস্থা থেকে ধীরে ধীরে তাপ বিকিরণের মাধ্যমে উদ্ভূত।{{r|levin-2010-58-60}} একে আগ্নেয়শিলা বা প্রাথমিক শিলা বলা হয়। পৃথিবীর সমস্ত [[volcanic rock|আগ্নেয় শিলার]] ৯০ শতাংশের অধিক ব্যাসাল্ট,{{r|UnivAuckland}} এবং প্রতি বছর প্রায় ২০টি আগ্নেয়গিরিতে ভূতাত্ত্বিকেরা ব্যাসাল্ট লাভা লক্ষ্য করেন।{{sfn|ওয়াকার|১৯৯৩|pp=৩–৩৮}}
 
তুলনামূলকভাবে কম সিলিকা সামগ্রীর (৪৫% এবং ৫২% এর মধ্যে) কারণে গলিত ব্যাসল্ট লাভায় কম [[সান্দ্রতা]] রয়েছে, ফলে শীতকালে ঘনীভূত হত্তয়ার পূর্বে দ্রুত প্রবাহিত লাভা প্রবাহগুলি দুর্দান্ত অঞ্চলে ছড়িয়ে পড়ে।{{sfn|ফিলপটস|এগু|২০০৯|pp=২৩–৬}} [[Flood basalt|প্রবাহমান ব্যাসল্টগুলি]] এমন অনেক প্রবাহের ঘন ক্রম যা কয়েক হাজার বর্গকিলোমিটার জুড়ে বিস্তার লাভ করে এবং সমস্ত আগ্নেয়গিরির গঠনের মধ্যে সর্বাধিক পরিমাণে গঠন করতে পারে।<ref name="philpotts-ague-2009-flood">Philpotts and Ague 2009, {{sfn|ফিলপটস|এগু|২০০৯|pp. 52-59</ref>=৫২–৯}}
 
আগ্নেয়গিরিজাত শিলার [[ম্যাগমা]] পৃথিবীর [[Upper mantle (Earth)|পৃষ্ঠে]] উত্তপ্ত ও গলিত অবস্থায় পাওয়া যায়।{{sfn|ফিলপটস|এগু|২০০৯|pp=১৬–৭}} এভাবে আগ্নেয়গিরিজাত শিলার রসায়ন পৃথিবীর অভ্যন্তরের গভীর অবস্থার সূত্র সরবরাহ করে।{{sfn|ফিলপটস|এগু|২০০৯|pp=৩৫৬–৩৬১}}
ভূ-অভ্যন্তরের বিভিন্ন ধাতব পদার্থ যেমন সিলিকন, লোহা, নিকেল, ম্যাগনেশিয়াম, অ্যালুমিনিয়াম, প্রভৃতি উত্তপ্ত ও গলিত অবস্থায় ম্যাগমা রূপে থাকে। এই ম্যাগমা ভূ-অভ্যন্তরের প্রবল চাপে লাভা রূপে ভূপৃষ্ঠে উঠে এসে বা ভূ-অভ্যন্তরেই ধীরে ধীরে শীতলও কঠিন হয়ে জমাট বেঁধে আগ্নেয় শিলার সৃষ্টি করে।
 
এই আগ্নেয়শিলা কে উৎপত্তি অনুসারে দুই ভাগে ভাগ করা যায় , যথা -- নিঃসারী আগ্নেয় শিলা ও উদবেধী আগ্নেয় শিলা।
 
• ভূত্বক: প্রধানত এই আগ্নেয় শিলায় মহাসাগরীয় ভূত্বক গঠিত। ব্যাসল্ট শিলা গঠিত অঞ্চল সাধারণত চেপ্টাকৃতি হয়।