শেখ মুজিবুর রহমান: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

[অপরীক্ষিত সংশোধন][অপরীক্ষিত সংশোধন]
বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Abtahi Lama (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা উচ্চতর মোবাইল সম্পাদনা
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা উচ্চতর মোবাইল সম্পাদনা
৫৬ নং লাইন:
=== শিক্ষা ===
[[চিত্র:Bangabandhu in 1940.jpg|থাম্ব|220 px|১৯৪০ খ্রিষ্টাব্দে ফুটবল খেলায় ট্রফি বিজেতা শেখ মুজিব]]
১৯২৭ খ্রিষ্টাব্দে শেখ মুজিব গিমাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা শুরু করেন যখন তার বয়স সাত বছর। নয় বছর বয়সে তথা ১৯২৯ খ্রিষ্টাব্দে গোপালগঞ্জ পাবলিক স্কুলে ভর্তি হন এবং এখানেই ১৯৩৪ খ্রিষ্টাব্দ পর্যন্ত পড়াশোনা করেন। ১৯৩৭ খ্রিষ্টাব্দে গোপালগঞ্জে মাথুরানাথ ইনস্টিটিউট মিশন স্কুলে সপ্তম শ্রেনীতে ভর্তি হন। ১৯৩৪ খ্রিষ্টাব্দে তিনি ''[[বেরিবেরি]]'' নামক জটিল রোগে আক্রান্ত হন এবং তার [[হৃৎপিণ্ড]] দুর্বল হয়ে পড়ে। ১৯৩৬ খ্রিষ্টাব্দে তার চোখে [[গ্লুকোমা]] ধরা পড়ে। যার কারণে তার চোখে সার্জারি করাতে হয় এবং এ থেকে সম্পূর্ণ সেরে উঠতে বেশ সময় লেগেছিল। এ কারণে তিনি ১৯৩৪ খ্রিষ্টাব্দ থেকে ১৯৩৮ খ্রিষ্টাব্দ পর্যন্ত চার বছর বিদ্যালয়ের পাঠ চালিয়ে যেতে পারেননি। পরবর্তীতে গোপালগঞ্জ মিশনারি স্কুল থেকে তিনি ১৯৪২ খ্রিষ্টাব্দে ম্যাট্রিকুলেশন পাশ করেন।<ref name="Kadir">{{বই উদ্ধৃতি|লেখক-সংযোগ=মুহাম্মদ নূরুল কাদির|প্রথমাংশ=মুহাম্মদ নূরুল|শেষাংশ=কাদির|শিরোনাম=দুশো ছেষট্টি দিনে স্বাধীনতা|পৃষ্ঠা=৪৪০|প্রকাশক=মুক্ত পাবলিশার্স|অবস্থান=ঢাকা|বছর=২০০৪|আইএসবিএন=984-32-0858-7}}</ref> তিনি ১৯৪৪ খ্রিষ্টাব্দে কলকাতার ইসলামিয়া কলেজ (বর্তমান নাম মওলানা আজাদ কলেজ) থেকে আই.এ এবং ১৯৪৭ খ্রিষ্টাব্দে ইতিহাস ও রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে স্নাতক ডিগ্রি লাভ করেন।<ref name="ই"/> [[কলকাতা বিশ্ববিদ্যালয়|কলকাতা বিশ্ববিদ্যালয়ের]] অধিভুক্ত এই কলেজটি তখন বেশ নামকরা ছিল। ইসলামিয়া কলেজে ছাত্র থাকা অবস্থায় তিনি [[বেকার হোস্টেল|বেকার হোস্টেলের]] ২৪ নং কক্ষে থাকতেন। ১৯৯৮ খ্রিষ্টাব্দে ২৩ ও ২৪ নাম্বার কক্ষকে একত্রিত করে [[পশ্চিমবঙ্গ সরকার]] শেখ মুজিবুর রহমানের সম্মানে ‘বঙ্গবন্ধু স্মৃতিকক্ষ’ তৈরি করে।<ref name="বাংলাদেশ প্রতিদিন"/> ২০১১ খ্রিষ্টাব্দের ২৩ ফেব্রুয়ারি এ কক্ষের সম্মুখে তার আবক্ষ ভাস্কর্য স্থাপন করা হয়।<ref name="বাংলাদেশ প্রতিদিন">{{ওয়েব উদ্ধৃতি |শিরোনাম=বঙ্গবন্ধু ও কলকাতা বেকার হোস্টেল |ইউআরএল=https://www.bd-pratidin.com/special-arrangement/2017/08/15/256282 |ওয়েবসাইট=বাংলাদেশ প্রতিদিন |সংগ্রহের-তারিখ=১৩ মার্চ ২০২০ |ভাষাতারিখ=ইংরেজি১৫ আগস্ট ২০১৭ |প্রথমাংশ=ফখরে|শেষাংশ=আলম}}</ref> ভারত বিভাগের পর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন অধ্যয়নের জন্য ভর্তি হন। তবে চতুর্থ শ্রেণির কর্মচারীদের ন্যায্য দাবি দাওয়ার প্রতি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ঔদাসীন্যের বিরুদ্ধে তাদের বিক্ষোভ প্রদর্শনে উস্কানি দেওয়ার অভিযোগে তাঁকে ১৯৪৯ খ্রিষ্টাব্দে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করে।<ref name="পিতা"/> তবে ১৪ আগস্ট, ২০১০ খ্রিষ্টাব্দে এ বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়।<ref>{{সংবাদ উদ্ধৃতি|শিরোনাম=শেখ মুজিবের ছাত্রত্ব বাতিলের আদেশ প্রত্যাহার|ইউআরএল=https://www.bbc.com/bengali/mobile/news/2010/08/100814_mrkmujib|প্রকাশক=বিবিসি বাংলা|অবস্থান=ঢাকা|প্রথমাংশ=ওয়ালিউর রহমান|শেষাংশ=মিরাজ|তারিখ=১৪ আগস্ট ২০১০|সংগ্রহের-তারিখ=১৭ সেপ্টেম্বর ২০২০}}</ref>
 
== ব্রিটিশ ভারতে রাজনৈতিক সক্রিয়তা ==