কুঁচি কংকা: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
→‎বর্ণনা: সম্প্রসারণ
৩৪ নং লাইন:
'''ডানার উপরিতল''' : ডানার উপরিতলের মূল রঙ কালো এবং সাদা, হলুদ বিভিন্ন আকৃতির ছোপযুক্ত। সামনের ডানায় সেল এর শীর্ষভাগে [[লোপামুদ্রা (প্রজাপতি)|লোপামুদ্রা]] এর সাদা ছোপের পরিবর্তে, কুঁচি কংকা দের ধূসর আঁশযুক্ত সাদাটে বড় ছোপ বর্তমান যা সেল অতিক্রম করে ডিসকোসেলুলার অংশে বিস্তৃত। উক্ত বড় ছোপটির মধ্যভাগ সেল এর শীর্ষরেখা দ্বারা স্পষ্ট ভাবে খন্ডিত। সেল এর নিম্নপ্রান্তে ধূসর আঁশযুক্ত সাদাটে চওড়া পটি দেখা যায়। পোস্ট ডিসকাল ছোপ সারির ছোপগুলি ধূসর এবং অস্পষ্ট, কম বেশী লম্বাটে গড়নের যাদের ভিতরের প্রান্তভাগ তীক্ষ্ণ এবং অপেক্ষাকৃত সাদা এবং উজ্জ্বল। উক্ত পোস্টডিসকাল চওড়া ছোপগুলি বিভিন্ন দৈর্ঘ্যের এবং ৩ নং শিরামধ্যের ছোপটি অন্যদের তুলনায় অধিকতর অন্তর্মুখী; সেল্প্রান্তের অনেকটা নিকট অবধি বিস্তৃত। সাববেসাল অংশে ১b এবং ২ নং শিরামধ্যে দুটি বড় ধূসর ছোপ লক্ষ্য করা যায়। উক্ত ছোপদুটি পুরুষ প্রকারে স্ত্রী অপেক্ষা বৃহত্তর; ১b এর সাববেসাল ছোপটি পুরুষ প্রকারে লম্বা এবং চওড়া এবং স্ত্রী প্রকারে খানিক উপবৃত্তকার (elliptical)।
 
পিছনের ডানায় বেসাল অথবা গোড়ার অংশ এবং সেল এর মধ্যভাগ পর্যন্ত সিঁদুর রঙা লাল এবং কালো শিরা দ্বারা সুস্পষ্টভাবে খন্ডিত। ১a, ১b শিরামধ্য এবং ১c শিরামধ্যের সামান্য অংশ ধূসর সাদা আঁশে ঘনভাবে ছাওয়া। ১c শিরামধ্যের বাকী অংশ উজ্জ্বল হলুদ। ২ থেকে ৭ নং শিরামধ্যে কালো আঁশে হাল্কা ভাবে ছাওয়া লম্বাটে এবং চওড়া পটি বর্তমান যেগুলি টার্মেন অথবা প্বার্শপ্রান্তরেখা স্পর্শ করে না। পুরুষ প্রকারে উক্ত পটিগুলি সাদাটে এবং স্ত্রী প্রকারে ২ থেকে ৫ ইষদ হলুদ অথবা হলুদ। ৪ নং শিরামধ্যের পটিটি উভয় প্রকারেই সেলের শীর্ষভাগ অতিক্রম করে।
 
'''ডানার নিম্নতল''' :