রাফিদা আহমেদ বন্যা: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
হালনাগাদ করা হল
১৩ নং লাইন:
বন্যা আহমেদের জন্ম বাংলাদেশের রাজধানী [[ঢাকা]]য়। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের মিনসোটা স্টেট ইউনিভার্সিটি থেকে কম্পিউটার তথ্য বিজ্ঞানে স্নাতক সম্পন্ন করেছেন।
 
মুক্তমনা ব্লগে লেখালেখির সুবাধে অর্ধাঙ্গ [[অভিজিৎ রায়|অভিজিৎ রায়ের]] সাথে তার পরিচয় হয়। মুক্তমনা বাঙালি ভাষাভাষী নাস্তিক ও মুক্তচিন্তাধারীদের জন্য একটি অনলাইন মঞ্চ। এই মঞ্চই বাংলাদেশে সর্বপ্রথম [[ডারউইন দিবস]] পালন শুরু করে।<ref name="independent.co.uk"/> ২০১৫ সালে মুক্তমনা আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পায় এবং দ্য ববস জুরি এওয়ার্ড অর্জন করে।<ref>[https://thebobs.com/english/category/history/?year=history-2015&content=winner The Bobs Best of Online Activism Award, 2015]</ref> ২০০৭ সালে বন্যা আহমেদের রচিত [[বিবর্তনের পথ ধরে|''বিবর্তনের পথ ধরে'']] প্রকাশিত হয়। এটি বাংলা ভাষায় [[বিবর্তন|বিবর্তনের জীববৈজ্ঞানিক]] দিক নিয়ে প্রকাশিত অন্যতম জনপ্রিয় বই। <ref>[বিবর্তনের পথ ধরে https://www.goodreads.com/book/show/17675963] at GoodReads.</ref> মুক্তমনা ব্লগের মডারেটদের মধ্যে তিনি অন্যতম।
 
[[File:Bonya Ahmed - We Stand on the Right Side of History.webm|thumb|২০১৭ সালে লন্ডনে অনুষ্ঠিত এক সম্মেলনে মুক্তচিন্তা ও বাকস্বাধীনতার উপরে বক্তব্য রাখছেন বন্যা আহমেদ]]
বন্যা আহমেদের একমাত্র মেয়ে তৃষা আহমেদ। তৃষা আহমেদ তার সৎ-বাবা অভিজিৎ রায়ের সাথে যুগ্মভাবে বাংলাদেশের মুক্তচিন্তার ব্লগার গ্রেফতারের উপর "ফ্রি ইনক্যুয়েরি" ম্যাগাজিনে নিবন্ধ লিখেছেন।<ref name="auto">{{ওয়েব উদ্ধৃতি|ইউআরএল=http://www.baltimoresun.com/features/bal-johns-hopkins-student-is-daughter-of-blogger-slain-in-bangladesh-20150302-story.html|শিরোনাম=Johns Hopkins student is daughter of blogger slain in Bangladesh|প্রথমাংশ=Baltimore|শেষাংশ=Sun|প্রকাশক=}}</ref> ২০১১ সালের বন্যা আহমেদের [[থাইরয়েড ক্যান্সার]] ধরা পড়ে।<ref name="auto1">{{ওয়েব উদ্ধৃতি|ইউআরএল=http://www.cnn.com/2016/02/25/asia/bangladesh-american-blogger-roy-daughter/index.html|শিরোনাম=Murdered blogger's daughter inspired by dad|প্রথমাংশ=Trisha Ahmed, Special for|শেষাংশ=CNN|প্রকাশক=}}</ref>
 
২০১৫ সালের ২৬শে ফেব্রুয়ারি, ঢাকায় অনুষ্ঠিত [[অমর একুশে গ্রন্থমেলা|একুশে বইমেলা]] থেকে বাড়ি ফেরার সময় বন্যা আহমেদ ও তার স্বামী অভিজৎ রায় দুষ্কৃতকারী দ্বারা আক্রমনের শিকার হন। [[অভিজিৎ রায়]] ঘটনাস্থলেই মারা যান এবং বন্যা আহমেদ গুরুত্বর আহত হন। পুলিশ স্থানীয় মৌলবাদী ইসলামিক দল এই আক্রমন করেছিল বলে জানায়।<ref>[http://www.bbc.com/news/world-asia-31656222 US-Bangladesh blogger Avijit Roy hacked to death], BBC News, 27 February 2015.</ref><ref>[http://www.bbc.com/news/world-asia-31819649 Widow of blogger Avijit Roy defiant after Bangladesh attack], BBC News, 10 March 2015.</ref>
 
এই ঘটনার পর বন্যা আহমেদ মার্কিন যুক্তরাষ্ট্রের ক্রেডিট ব্যুরোতে জ্যেষ্ঠ পরিচালক হিসেবে পদ থেকে ছুটি নেন। তিনি মানবতাবাদী কর্মে আত্মনিয়োগ করেন। ইউরোপ ও আমেরিকার একাধিক সম্মেলনে বাংলাদেশের ইসলামী মৌলবাদীদের দ্বারা দেশটির মুক্তচিন্তার মানুষ কতটা ঝুঁকিতে আছে ব্যাপারে সচেতনতা তৈরিতে কাজ করেন।<ref name="auto1"/> একই বছরের জুলাইয়ে "ব্রিটিশ মানবতাবাদী সংঘ" সম্মেলনে বন্যা আহমেদ "ভলতেয়ার বক্তব্য" প্রদান করেন।<ref>{{ওয়েব উদ্ধৃতি|ইউআরএল=https://humanism.org.uk/2015/07/02/attacked-bangladeshi-humanist-blogger-bonya-ahmed-delivers-2015-voltaire-lecture/|শিরোনাম=Attacked Bangladeshi humanist blogger Bonya Ahmed delivers 2015 Voltaire Lecture|তারিখ=2 July 2015|সংগ্রহের-তারিখ=3 March 2017|কর্ম=[[ব্রিটিশ হিউম্যানিস্ট অ্যাসোসিয়েশন]]}}</ref>