বিল্লা (১৯৮০-এর চলচ্চিত্র): সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
বিশাল ল. (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
বিশাল ল. (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
৩০ নং লাইন:
''[[ডন (১৯৭৮-এর চলচ্চিত্র)|ডন]]''-এ [[জিনাত আমান]]ের করা রোমা চরিত্রের পুনর্নির্মিত চরিত্র 'রাধা'তে ছিলেন [[শ্রীপ্রিয়া]]।<ref name="Taking on Big B and Rajni 3">{{ওয়েব উদ্ধৃতি |ইউআরএল=http://www.rediff.com/movies/2007/dec/06slide3.htm |শিরোনাম=Taking on Big B and Rajni! |তারিখ=6 December 2007 |ওয়েবসাইট=[[Rediff.com]] |at=slide 3 |আর্কাইভের-ইউআরএল=https://web.archive.org/web/20140324015227/http://www.rediff.com/movies/2007/dec/06slide3.htm |আর্কাইভের-তারিখ=24 March 2014 |অকার্যকর-ইউআরএল=no |সংগ্রহের-তারিখ=15 August 2012}}</ref>
==কাহিনীসংক্ষেপ==
মাদ্রাজ শহরের পুলিশ বিল্লা নামের একজন দাগী সন্ত্রাসীকে বারবার ধরতে যেয়েও ব্যর্থ হচ্ছে, এই বিল্লার একটি গ্যাং আছে, বিল্লার মত দেখতে রাজাপ্পা নামের একজন গ্রাম্য সহজ সরল মানুষ মাদ্রাজ শহরেই থাকে যে একজন পুলিশ কর্মকর্তার নজরে আসে। রাজাপ্পা দুজন বাচ্চা লালন পালন করে, এবং ঐ পুলিশ কর্মকর্তা বাচ্চা দুটিকে বিদ্যালয়ে ভর্তি করবার প্রতিশ্রুতি দিয়ে রাজাপ্পাকে বিল্লা সাজিয়ে বিল্লার গ্যাং-এ ঢুকিয়ে দেয় কারণ বিল্লা পুলিশের গুলিতে মারা যায় আর তার গ্যাং-এর অন্যান্য সদস্যদের সম্পর্কে পুলিশের তথ্য দরকার, পুলিশ গ্যাং-এর সবাইকে ধরতে চায়। অন্যদিকে রাধা নামের একটি মেয়ে থাকে যার ভাই আগে বিল্লার গ্যাং-এ ছিলো কিন্তু বিল্লা তাকে বিশ্বাসঘাতকতার জন্য খুন করে আর রাধা তার ভ্রাতা হত্যার প্রতিশোধ নেবার জন্য বিল্লার গ্যাং-এ যোগ দেয়। বিল্লার গ্যাং-এর সবাই এবং রাধাও রাজাপ্পাকে বিল্লাই মনে করে যে পুলিশের কাছ থেকে আহত অবস্থায় ফিরে এসেছে।
 
একবার পুলিশ বিল্লার গ্যাংকে ধরে ফেলে এবং রাজাপ্পা বারবার বলে যে সে বিল্লা না তবে পুলিশের কেউ তার কথা শোনেনা তবে বিল্লার গ্যাং-এর সদস্যরা রাজাপ্পার আসল পরিচয় জানতে পারে। পুলিশের ভেতরে জগদীশ নামের একজন অপরাধী থাকে যে পুলিশে গোকুলনাথ নামে পরিচিত সে রাজাপ্পার ক্ষতি চায়, রাজাপ্পা কোনোভাবেই প্রমাণ করতে পারেনা যে সে বিল্লা নয় কারণ যে পুলিশ কর্মকর্তা (নাম হচ্ছে আলেক্সান্ডার) রাজাপ্পাকে বিল্লার গ্যাং-এ ঢুকায় সে মারা যায়। অনেক ঝামেলার পর রাজাপ্পা স্বাভাবিক জীবনে ফিরে আসে এবং বিল্লার সব গ্যাং-সদস্য সাজা পায় আর রাধা রাজাপ্পাকে ভালোবাসে, অন্যদিকে রাজাপ্পার পালিত দুটি বাচ্চা তাদের আসল পিতা জেজে-র দেখা পায়।
==অভিনয়ে==
*[[রজনীকান্ত]] - বিল্লা এবং রাজাপ্পা (দ্বৈত চরিত্র)