বুটিবল্গা: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সম্পাদনা সারাংশ নেই
৪৩ নং লাইন:
'''ডানার নিম্নতল''' : ডানার নিম্নতল মধ্যধভ্যাগে সবজে সাদা এবং চারিদিকে চওড়া বাদামী, দাগ-ছোপ পটি/বন্ধনী উপরিতলেরই প্রায় অনুরূপ। সামনের ডানায়, ৪ নং শিরার নীচে সাবটার্মিনাল ছোপ সারির ভিতরের দিকে কালো অংশ চোখে পড়ে। সেল অভ্যন্তরস্থ মধ্যবর্তী এবং সাববেসাল বন্ধনীর ঠিক নীচে যথাক্রমে একটি কালো ছোপ এবং লম্বা চওড়া কালো দাগ লক্ষ্য করা যায়। পিছনের ডানায় ডিসকাল অংশে ভিতরের দিকে কালো, সরু একটি অনিয়মিত এবং ভাঙ্গা ভাঙ্গা বন্ধনী এবং এর বাইরের পাশে কালো বহিঃপ্রান্ত সীমায় ঘেরা লাল, বিভিন্ন আকৃতির ডিসকাল ছোপ দেখা যায়। পিছনের ডানার টার্মেন ঢেউ খেলানো (wavy)।
 
শুঙ্গ কালো এবং শীর্ষে মুগুরের মতো আকৃতিযুক্ত (clubed)। মাথা, বক্ষ এবং উদর উপরিতলে কালো রবং নিম্নতলে ইষদ হলদেটে সাদা।<ref name="bingham"/>
 
== আচরণ ==
স্বভাব চঞ্চল এই প্রজাতির উড়ান অত্যন্ত দ্রুত ও শক্তিশালী, কখনও প্রায় স্থির হয়ে বসতে দেখা যায় না। এরা সাধারনত ভূমির কাছাকাছি নীচ দিয়ে ওড়ে সোজাপথে। উষ্ণ আবহাওয়ায় প্রায়শই ভিজে পথ, জঙ্গলের স্যাঁতস্যাঁতে কাঁচা রাস্তা এবং কাদামাটিতে ঝাঁক বেঁধে বসে থাকা এদের ভীষন প্রিয় অভ্যাস। গ্রীষ্মকালে এবং প্রাক্‌ বর্ষার বৃষ্টির পরে এরা জঙ্গলস্থ নদী অথবা ঝর্না সংলগ্ন ভিজে এবং স্যাঁতস্যাঁতে জমিতে (riparian region) প্রচুর সংখ্যায় বিচরণ করে মাড পাডল করার উদ্দেশ্যে। এরা অন্যান্য প্রজাতির সাথে দলবদ্ধ হয়ে, আবার কখনো কখনো নিজেরা অপেক্ষাকৃত ছোট দলে ভাগ হয়ে মাডপাডল করে। প্রায়শই দেখা যায় এরা কোনো কোনো ভিজে মাটির ছোপে আচমকা উড়ে এসে অবস্থান করে, খানিক জলপান করে কয়েক পা হেঁটে বেড়ায় এবং প্বার্শবর্তী অন্য স্থানগুলি পরিদর্শন করেই হঠাৎ উড়ে যায়। এরা এতটাই স্বভাবচঞ্চল যে এমনকি জলপান অথবা বিভিন্ন প্রানীর বিষ্ঠা থেকে রসপান করার সময়ও ক্রমাগত দ্রুতবেগে ডানা ঝাপটে চলে। এই প্রজাতি স্বভাবগত অতি চঞ্চলতার কারনে ভীষন সতর্ক এবং সামান্য বিরক্ত হলেই উড়ে চলে যায় এবং আর সেই স্থানে ফিরে আসে না। সোজাপথে উড়ার সময় এদের উড়ান পথের ধরন খানিক উঁচুতে উঠে আবার খানিক নিচুতে নেমে আসা এবং পুনরায় খানিক উঁচুতে ওঠা; উড়ানের এই ধরন অপেক্ষাকৃত তীব্র হয় বাধা পেলে অথবা ভয় পেলে। তবে পছন্দসই মাড-পাডলের জায়গা খুঁজে পেলে ও একবার ঠিকমতো বসে গেলে এরা খানিকটা সময় জলপানের কাজে নিমগ্ন হয়ে যায় এবং এইসময় এদের স্বভাবগত চাঞ্চল্য একটু কমে, সহনশীলতা বাড়ে এবং আশেপাশের নড়াচড়ায় কম বিরক্ত হয়।<ref name="Butterflies of The Garo Hills"/>
 
ফুলের মধুপানে এদের আসক্তি খানিক কম এবং প্রায়শই ফুলে বসতে দেখা যায় না। এরা সাধারনত গুল্ম এবং বড় গাছের ফুলে অবস্থান করে এবং কখনো কখনো অনেক সংখ্যায় একসাথে বড় গাছের ফুলে এদের মধুপান লক্ষ্য করা যায়। [[গামারি]] নামক একপ্রকার [[পর্ণমোচী]] বৃক্ষের ফুল (যা শুকনো অঞ্চলে দেখা যায়) এদের সবচেয়ে প্রিয় মধুপানের জায়গা। এই প্রজাতি ভূমির কাছাকাছি জায়গায় রোদ পোহায় গুল্ম অথবা ঝোপঝাড়ের পাতায় বসে ডানা সামান্য অথবা সম্পূর্ন মেলে।
 
এই প্রজাতি সাধারনত ১০০০মিটার উচ্চতা পর্যন্ত পর্নমোচী বনাঞ্চলে বসবাস করতে পছন্দ করে, তবে নিচু উচ্চতাবিশিষ্ট বনাঞ্চলে, সমতলভূমিতে এবং কখনো কখনো ২০০০ মিটার উচ্চতা অবধি এদের বিচরন লক্ষ্য করা যায়। ফেব্রুয়ারী থেকে জুন পর্যন্ত গরমের মাসগুলিতে এদের অধিক দর্শন মেলে।<ref name="A Pictorial Guide Butterflies of Gorumara National Park"/>
 
== বৈশিষ্ট্য ==