ঢাকার নায়েব নাজিম: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Great Hero32 (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা উচ্চতর মোবাইল সম্পাদনা
Great Hero32 (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা উচ্চতর মোবাইল সম্পাদনা
৩৫ নং লাইন:
মুঘল সাম্রাজ্যের দরবারের প্রতিপত্তি কার্যত হ্রাস পাওয়ায় মুর্শিদকুলী খান [[সুবেদার|সুবেদারের]] অবস্থানকে পুরুষানুক্রমিক [[নবাব]] উপাধি দিয়ে প্রতিস্থাপন করেছিলেন। সাবেক রাজধানী ঢাকায়, তিনি [[পূর্ব বাংলা]]র প্রশাসনের জন্য প্রতিনিধি হিসেবে নায়েব নাজিমদের অভিষেক করেন। নায়েব নাজিমের কর্মকেন্দ্ররূপে জাহাঙ্গীরনগরের (ঢাকা) সূচনাকালের নায়েব নাজিম ছিলেন খান মুহম্মদ আলী খান (১৭১৭), ইতিশাম খান (১৭২৩-১৭২৬), ইতিশাম খানের এক পুত্র (১৭২৬-১৭২৭) এবং মির্জা লুৎফুল্লাহ্ ওরফে দ্বিতীয় মুর্শিদকুলী খান (১৭২৮-১৭৩৩)। [[সরফরাজ খান|সরফরাজ খানের]] আমলে, ঢাকার দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধি ঘটেছিল।<ref name=বাংলাপিডিয়া১/> আলীবর্দী খান বাংলা ও বিহারের নবাব হলে তিনি তাঁর সর্বজ্যেষ্ঠ ভ্রাতুষ্পুত্র ও জামাতা [[নওয়াজিশ মুহম্মদ খান|নওয়াজিশ মুহম্মদ খানের]] ([[ঘসেটি বেগম|ঘসেটি বেগমের]] স্বামী) উপর জাহাঙ্গীরনগরের নিয়াবত ন্যস্ত করেন। তিনি তাঁর প্রতিনিধি হোসেন কুলী খান (১৭৪০-১৭৫৪) এবং মুরাদ আলী খানের মাধ্যমে জাহাঙ্গীরনগরের শাসনকার্য পরিচালনা করেন। [[নবাব সিরাজউদ্দৌলা]]র আমলে জসরত খান ছিলেন জাহাঙ্গীরনগরের নায়েব নাজিম যিনি দুই মেয়াদে এ পদে বহাল ছিলেন। ১৭৫৭ সালে পলাশীর যুদ্ধ পরবর্তী রাজনৈতিক পরিবর্তন তিনি প্রত্যক্ষ করেছিলেন। সংক্ষিপ্ত স্থগিতাদেশের পরে, জসরত খান ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সহায়তায় ১৭৪৮ সাল অবধি এই পদে অধিষ্ঠিত ছিলেন। মুহাম্মদ রেজা খান ১৭৬৩, ১৭৭৫ এবং ১৭৭৯ সালে জসরত খানের শাসনে ব্যাঘাত ঘটান। জসরত খানের মৃত্যুর পরে তাঁর তিন নাতি হাশমত জং (১৭৭৯-১৭৮৫), নুসরত জং (১৭৮৫-১৮২২) এবং শামসুদ্দৌলা (১৮২২-১৮৩১) এ পদের অধিকারী ছিলেন।<ref name=bcallen/>
১৭৬৫ থেকে ১৮২২ সাল পর্যন্ত তাঁরা ছিলেন ক্ষমতাহীন। ১৮২২ থেকে ১৮৪৩ সাল পর্যন্ত তাঁরা ছিলেন নিছক পদবি ও সামান্য ভাতার অধিকারী।
১৭৯৩ সাল থেকে নায়েব নাজিম পরিবারকে "ঢাকার নায়েব নাজিম" নামক নামিক রাজকীয় উপাধির সাথে উত্তরবেতন (পেনশন) দেওয়া হয়েছিল। এই নামিক পদটি ১৮৪৩ সালে দাপ্তরিক ভাবে বিলুপ্ত হয়।<ref name=বাংলাপিডিয়া২>{{cite book |last=ইসলাম |first=সিরাজুল |year=২০১২ |editor1-last=ইসলাম |editor1-first=সিরাজুল |editor1-link=সিরাজুল ইসলাম |title=বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় জ্ঞানকোষ | edition= দ্বিতীয় |publisher=[[এশিয়াটিক সোসাইটি অব বাংলাদেশ]]|chapter=নওয়াব |chapter-url=http://bn.banglapedia.org/index.php?title=নওয়াব}}</ref> [[গাজীউদ্দীন হায়দার]] ছিলেন সর্বশেষ নায়েব নাজিম।<ref name=বাংলাপিডিয়া১/> নিম্নোক্ত তালিকাটি ঢাকার নায়েব নাজিমদের<ref>{{cite book|last=Mamoon|first=Muntassir|authorlink=Muntassir Mamoon|publisher=Anannya|year=2010|pages=143–144|language=bn|title=Dhaka: Smiriti Bismiritir Nogori}}</ref>:
 
* খান মুহাম্মদ আলী খান (১৭১৭)