৯ সেপ্টেম্বর: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
Babuy2k (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
৩ নং লাইন:
 
== ঘটনাবলী ==
* ০৫৭২ - তৎকালীন দুই পরাশক্তি ইরান ও রোম সাম্রাজ্যের মধ্যে তীব্র যুদ্ধ শুরু হয়।
* ১৭৯১ - প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটনের নামানুসারে আমেরিকার রাজধানীর নামকরণ হয় ওয়াশিংটন ডিসি।
* ১৮৫০ - ৩১তম রাজ্য হিসেবে ক্যালিফোর্নিয়া যুক্তরাষ্ট্রের অন্তর্ভুক্ত হয়।
* ১৮৮১ - আরব পাশার নেতৃত্বে মিশরের জাতীয়তাবাদীরা সংগঠিত হয়।
* ১৯১৫ - বিপ্লবী বাঘা যতীন [যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়] ও তার সহযোদ্ধারা ‘কোপতিপোদার যুদ্ধে’ ব্রিটিশবিরোধী সংঘর্ষে লিপ্ত হন।
* ১৯২০ - আলিগড়ের অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয়।
* ১৯২৩ - প্রজাতান্ত্রিক তুরস্কের প্রতিষ্ঠাতা মোস্তফা কামাল আতাতুর্ক রাজনৈতিক দল ‘রিপাবলিকান পিপল্স পার্টি’ প্রতিষ্ঠা করেন।
* ১৯৩৯ - বার্মার (বর্তমান মিয়ানমার) জাতীয় বীর ইউ উত্তামা ঔপনিবেশিক ব্রিটিশ শাসকের বিরুদ্ধে প্রতিবাদ করে জেলের ভেতর অনশন ধর্মঘটে মৃত্যুবরণ করেন।
* ১৯৪৫ - চীন দখলকারী জাপানী বাহিনী আত্মসমর্পন করার পর একটি চুক্তি স্বাক্ষর করে।
* ১৯৪৮ - পৃথক রাষ্ট্র হিসেবে গণপ্রজাতন্ত্রী উত্তর কোরিয়া স্বাধীনতা ঘোষণা করে।
* ১৯৬০ - ভারত ও পাকিস্তানের মধ্যে সিন্ধু নদ পানি চুক্তি স্বাক্ষর।
* ১৯৬৯ – কানাডাতে ''অফিসিয়াল ল্যাংগুয়েজ অ্যাক্ট'' বাস্তবায়িত হয়। যার মাধ্যমে ফরাসী ভাষা ইংরেজি ভাষার সমান মর্যাদা পায়।
* ১৯৭০ – একটি ব্রিটিশ বিমান ''পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব প্যালেষ্টাইন'' দ্বারা হাইজ্যাক করা হয়। বিমানটি জর্ডানের ডাওজন ফিল্ডে নেয়া হয়।
* ১৯৯১ – তাজিকিস্তান সাবেক সোভিয়েত ইউনিয়নের কাছ থেকে স্বাধীনতা লাভ করে।
* ১৯৯৩ – পিএলও বা প্যালেষ্টাইন লিবারেশন অরগানাইজেশন আনুষ্ঠানিক ভাবে ইসরায়েলকে স্বীকৃতি প্রদান করে।
* ২০০৫ - মিশরের প্রথম বহুদলীয় প্রেসিডেন্ট নির্বাচনে হোসনি মোবারককে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা।
 
== জন্ম ==
* ০২১৪ - আউরেলিয়ান, তিনি ছিলেন রোমান সম্রাট।
* ০৩৮৪ - হ্নোরিউস, তিনি ছিলেন রোমান সম্রাট।
* ১৭৫৪ - উইলিয়াম ব্লিঘ, তিনি ছিলেন ইংরেজ এডমিরাল, রাজনীতিবিদ ও নিউ সাউথ ওয়েল্স-এর ৪র্থ গভর্নর।
* [[১৮২৪]] – [[লিও তলস্তয়]], বিখ্যাত রুশ লেখক। (মৃ.২০/১১/[[১৯১০]])
* ১৮২৮ - ল্যেভ তল্স্তোয়, তিনি ছিলেন রাশিয়ান লেখক ও নাট্যকার।
* ১৮৫০ - ‘ভারতেন্দু’ হরিশ্চন্দ্র, তিনি ছিলেন আধুনিক হিন্দি সাহিত্যের জনক কবি ও নাট্যকার।
* [[১৮৭২]] - [[সরলা দেবী চৌধুরানী]], বিশিষ্ট [[বাঙালি]] বুদ্ধিজীবী ও ভারতের এলাহাবাদে প্রথম মহিলা সংগঠন 'ভারত স্ত্রী মহামণ্ডল'এর প্রতিষ্ঠাত্রী।(মৃ.১৮/০৮/[[১৯৪৫]])
* [[১৮৭৮]] - [[দ্বিজেন্দ্রনাথ মৈত্র]] প্রখ্যাত শল্যচিকিৎসক ও সমাজসেবী। (মৃ.২৬/১১/[[১৯৫০]])
১৭ ⟶ ৩৪ নং লাইন:
* [[১৯২০]] - [[সন্তোষকুমার ঘোষ]], প্রখ্যাত বাঙালি সাহিত্যিক এবং সাংবাদিক। (মৃ.২৬/০২/[[১৯৮৫]])
* [[১৯২১]] - [[পলান সরকার]], [[একুশে পদক]] বিজয়ী বাংলাদেশি সমাজকর্মী। (মৃ. [[২০১৯]])
* ১৯২২ - হ্যান্স গেয়র্গ ডেমেল্ট, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী জার্মান বংশোদ্ভূত মার্কিন পদার্থবিজ্ঞানী।
* ১৯২৩ - ড্যানিয়েল কার্লটন গ্যাজডুসেক, তিনি নোবেল পুরস্কার বিজয়ী হাঙ্গেরিয়ান বংশোদ্ভূত মার্কিন চিকিৎসক।
* [[১৯২৪]] - [[সিলভিয়া মাইলস]], মার্কিন অভিনেত্রী। (মৃ. [[২০১৯]])
* ১৯৩৪ - নিকোলাস লিভারপুল, তিনি ছিলেন ডোমিনিকান আইনজীবী, রাজনীতিবিদ ও ৬ষ্ঠ প্রেসিডেন্ট।
* [[১৯৪১]] - [[ডেনিস রিচি]], মার্কিন প্রোগ্রামার ও কম্পিটার বিজ্ঞানী, [[সি]] প্রোগ্রামিং ভাষার জনক।
* ১৯৪৯ - সুসিলো বামবাং ইয়ুধনো, তিনি ইন্দোনেশীয় জেনারেল, রাজনীতিবিদ ও ৬ষ্ঠ প্রেসিডেন্ট।
* ১৯৬০ - হিউ গ্রান্ট, তিনি ইংরেজ অভিনেতা ও প্রযোজক।
* ১৯৬৬ - আডাম সান্ডলের, তিনি আমেরিকান অভিনেতা, চিত্রনাট্যকার ও প্রযোজক।
* [[১৯৬৭]] - [[অক্ষয় কুমার]], ভারতীয় অভিনেতা।
* [[১৯৮৩]] - ভিটোলো, স্প্যানিশ ফুটবলার।
* ১৯৭৬ - এমা ডি কোনাস, তিনি ফরাসি অভিনেত্রী।
* ১৯৮০ - মিশেল উইলিয়ামস, আমেরিকান অভিনেত্রী।
* ১৯৮৩ - ভিটোলো, তিনি স্প্যানিশ ফুটবলার।
* [[১৯৮৭]] - জোসোয়া হের্ডম্যান, ইংলিশ অভিনেতা।
* [[১৯৮৮]] - ম্যানুয়েলা আরবেলায়েজ, কলাম্বিয়ান মডেল।
* [[১৯৮৮]] - দানিয়ালো ডি'আম্ব্রোসিও, ইতালীয় ফুটবলার।
* ১৯৯১ - অস্কার দোস সান্তোস জুনিয়র, তিনি ব্রাজিলিয়ান ফুটবলার।
* [[১৯৯৯]] - অঞ্জন সাহা- তন্ময়, বাংলাদেশি কারাতে খেলোয়ার।
 
== মৃত্যু ==
* [[১০৮৭]] - [[প্রথম উইলিয়াম (ইংল্যান্ড)]], [[ইংল্যান্ড|ইংরেজ]] রাজবংশের প্রতিষ্ঠাতা।
* ১৪৩৮ - এডওয়ার্ড, তিনি ছিলেন পর্তুগালের রাজা।
* ১৪৮৭ - চ্যেংগুয়া, তিনি ছিলেন চীনের সম্রাট।
* ১৫৬৯ - পিটার ব্রুয়েগেল এল্ডার, তিনি ছিলেন ডাচ চিত্রশিল্পী।
* ১৮৯১ - জুলস গ্রেভয়, তিনি ছিলেন ফরাসি রাজনীতিবিদ ও ৪র্থ প্রেসিডেন্ট।
* ১৮৯৮ - স্টেফানে মালার্মের, তিনি ছিলেন ফরাসি কবি ও সমালোচক।
* [[১৯০১]] - [[অঁরি দ্য ত্যুল্যুজ্‌-লোত্রেক]], উনিশ শতকের প্রখ্যাত [[ফ্রান্স|ফরাসি]] চিত্রকর।
* ১৯৩৯ - ইউ উত্তামা, তিনি ছিলেন বার্মার (বর্তমান মিয়ানমার) জাতীয় বীর।
* ১৯৪১ - হান্স স্পেম্যান, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী জার্মান করে প্রতিদিন।
* [[১৯৬৩]] -[[রাধা কুমুদ মুখাপাধ্যায়]] , ভারতীয় বাঙালি ইতিহাসবিদ, জাতীয়তাবাদী ব্যক্তিত্ব।(জ.২৫/০১/[[১৮৮৪]])
* [[১৯৬৮]] - [[অশোক বড়ুয়া]], [[বাঙালি]] লেখক।
* [[১৯৭৬]] - [[মাও সে তুং]], [[চীনের কমিউনিস্ট পার্টি|চীনের কমিউনিস্ট পার্টির]] নেতা। (জ.২৬/১২/[[১৮৯৩]])
* ১৯৮৫ - পল জন ফ্লোরি, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান রসায়নবিদ।
* ১৯৯৭ - বার্গেস মেরেডিথ, তিনি ছিলেন আমেরিকান অভিনেতা, গায়ক, পরিচালক ও প্রযোজক।
* ২০০১ - আহমেদ শাহ মাসুদ, তিনি ছিলেন আফগানিস্তানের অস্থায়ী সরকারের প্রধান বোরহান উদ্দীনের প্রতিরক্ষামন্ত্রী।
* [[২০১২]] - [[ ভার্গিজ কুরিয়েন]] , ভারতে দুগ্ধ উৎপাদনে শ্বেত বিপ্লবের জনক। (জ.২৬/১১/[[১৯২১]])
* ২০১৪ - ফিরোজা বেগম, বাংলাদেশের প্রথিতযশা নজরুলসঙ্গীত শিল্পী ও সমগ্র ভারতীয় উপমহাদেশে তিনি নজরুল সঙ্গীতের জন্য বিখ্যাত হয়ে আছেন।
 
== ছুটি ও অন্যান্য ==