সাভানা: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
২৩ নং লাইন:
মানুষের মাধ্যমেই পরিবেশ দূষিত হয়। এর ফলে সৃষ্টি হয় গ্রীনহাউজ ইফেক্ট। এই গ্রীনহাউজ ইফেক্ট সাভানার গঠন এবং বৈশিষ্ট্য পরিবর্তনে যথেষ্ট ভূমিকা পালন করে।<ref>{{cite book |year=1991 |title=Savanna Ecology and Management: Australian Perspectives and Intercontinental Comparisons |editor=Patricia A. Werner |publisher=[[Blackwell Publishing]] |location=[[Oxford]] |isbn=978-0-632-03199-3 |chapter-url=https://books.google.com/books?id=pDouvnGGgKEC |first=S. |last=Archer |chapter=Development and stability of grass/woody mosaics in a subtropical savanna parkland, Texas, USA |pages=109–118}}</ref>
=== গো-চারণ ===
গবাদিপশু সাভানায় চারণ করলে তারা সেখান থেকে ঘাস খায়। এর ফলে সাভানায় পরিবর্তন ঘটে। যেমন, মাটি থেকে পানি শোষণের বেলায় সাভানায় ঘাস এবং বৃক্ষের মধ্যে প্রতিযোগিতা চলে। কিন্ত পশু যখন মাটির উপরিতলের ঘাস খেয়ে ফেলে তখন পানি নিয়ে বৃক্ষ এবং ঘাসের মধ্যে প্রতিযোগিতা কমে যায়। ফলে বৃক্ষ খুব দ্রুত বেড়ে ওঠে যা সাভানার সাম্যবস্থায় বড় রকমের প্রভাব ফেলে।<ref>Burrows, W. H., J. C. Scanlan, et al. (1988). Plant ecological relations in open forests, woodlands and shrublands. Native pastures in Queensland their resources and management. W. H. Burrows, J. C. Scanlan and M. T. Rutherford eds. Brisbane, Department of Primary Industries {{ISBN|0-7242-2443-2}}.</ref> গো-চারণের ফলে সাভানায় অন্যান্য উদ্ভিদ বা আগাছা বেড়ে যেতে পারে। কারণ গবাদিপশু এমন কিছু উদ্ভিদ খেয়ে ফেলে যা সেই আগাছাগুলোকে প্রাকৃতিকভাবে প্রতিহত করতো। <ref name="wilson" /> উদাহারণস্বরুপ বলা যায়, গবাদিপশু এবং ঘোড়া প্রিকলি আকাসিয়া এবং স্টাইলো উদ্ভিদগুলোর সংখ্যা বৃদ্ধি করে।.<ref name=r1/> এইভাবে উদ্ভিদের বৃদ্ধি সাভানার বাস্তুতন্ত্রে প্রভাব ফেলে।
 
== তথ্যসূত্র ==