পার্বতী: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সম্পাদনা সারাংশ নেই
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
সম্পাদনা সারাংশ নেই
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
২০ নং লাইন:
}}
 
'''পার্বতী''' ([[সংস্কৃত ভাষা|সংস্কৃত]]: पार्वती) হলেন একজন [[হিন্দুধর্ম|হিন্দু]] দেবী। তিনি [[শিব|শিবের]] স্ত্রী এবং আদি পরাশক্তি ,অন্যান্য দেবীরা তাঁর অংশ থেকে জাত, বা তাঁর অবতার,তাকে বিভিন্ন রূপ পুজো করা হয় তাই তাকে হিন্দু ধর্মে সর্বচ্চ দেবী বলা হয় । পার্বতী আদি পরাশক্তি সর্বোচ্চ দেবী মহামায়া। তিনি '''গৌরী''' নামেও পরিচিত। পার্বতী শিবের দ্বিতীয়া স্ত্রী। তবে তিনি শিবের প্রথমা স্ত্রী [[দাক্ষায়ণী|দাক্ষায়ণীরই]] অবতার। তিনি [[গণেশ]] ও [[কার্তিকেয়|কার্তিকের]] মা। কোনো কোনো সম্প্রদায়ে তাঁকে [[বিষ্ণু|বিষ্ণুর]] ভগিনী মনে করা হয়। পার্বতী গিরিরাজ, পর্বতের দেবতা হিমালয়(হিমাবন) ও তার স্ত্রী দেবী মেনকার কন্যা। দেবীগঙ্গা হলেন পার্বতীর জ্যেষ্ঠ ভগিনী । এবং মৈনাক হলেন পার্বতীর জ্যেষ্ঠ ভ্রাতা।শিবের পাশে তাঁর যে মূর্তি দেখা যায়, সেগুলি দ্বিভূজা। তবে তাঁর একক মূর্তি চতুর্ভূজা, অষ্টভূজা বা দশভূজা মহিষ মোরদিনী সহস্র ভুঁজা হয়; এবং এই মূর্তিগুলিতে তাঁকে সিংহবাহিনী রূপে দেখানো হয়। সাধারণত তাঁকে দয়াময়ী ও উগ্র দুই রূপেই দেখা হয়। তাঁর দয়াময়ী মূর্তিগুলি হল কাত্যায়নী, অন্নপূর্ণা,মহাগৌরী, কমলা, ভুবনেশ্বরী ও ললিতা প্রভৃতি। অন্যদিকে তাঁর ভয়ংকরী রূপগুলি হল [[দুর্গা]], [[কালী]], [[তারা (দেবী)|তারা]], [[চণ্ডী]] ইত্যাদি।
 
== ব্যুৎপত্তি ==