বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
ট্যাগ: ২০১৭ উৎস সম্পাদনা
ট্যাগ: ২০১৭ উৎস সম্পাদনা
২০ নং লাইন:
== মুক্ত নয় বা কপি রাইটেড লেখা প্রসঙ্গে ==
 
সুধী, {{re|RakibHossain}} আশা করি ভাল আছেন। নিয়মিত ওয়িকিতেউইকিতে অবদান রাখার জন্য আপনাকে ধন্যবাদ। কিন্তু একটি বিষয়ে আপনাকে অবগত না করে, কিংবা অবগত না করলে বিষয়টি অন্ধকারেই থেকে যেতে পারে, তাই জানানোর তাগিদ অনুভব করছি। সম্প্রতি আপনি [[কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই]] নিয়ে নিবন্ধ বাংলা উইকিতে লিখেছেন, যা বাংলা ওয়িকিরউইকির একটি মৌলিক নিবন্ধ হিসেবে উল্লেখযোগ্য। কিন্তু এই নিবন্ধের পটভূমি অংশ পুরোটাই তথ্যসূত্রে উল্লিখিত বাংলানিউজটোয়েন্টিফোর.কম-এর আর্টিকেল হতে হুবহু কপি করা। ঐ আর্টিকেলটি বাংলা নিউজ-এর কপি রাইটের আওতাধীন অর্থ্যাত এখনো মুক্ত নয়। যেহেতু মুক্ত নয়, তাই তা উইকিতে রাখার ক্ষেত্রে কিছু বিধি নিষেধ আছে। এ ব্যাপারে আরো জানার জন্য [[উইকিপিডিয়া:মুক্ত নয় এমন উপাদান]] দেখতে পারেন। বিষয়টাকে ভূল ধরা হিসেবে না দেখে আপনার নিবন্ধের আরো সমৃদ্ধ করার পরামর্শ হিসেবে দেখতে পারেন।
এবার সবচেয়ে ভাল হয়, পটভূমি অংশটি আপনি আপনার ভাষায় নতুন করে লিখে ফেললে। তাহলে তা আর কপিরাইটেড লেখার আওতায় থাকবে না। আপনার জন্য শুভকামনা। [[ব্যবহারকারী:FaysaLBinDaruL|ফায়সাল বিন দারুল]] ([[ব্যবহারকারী আলাপ:FaysaLBinDaruL|আলাপ]]) ০৪:৫৮, ৬ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)