নগরপ্রধান: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Zaheen (আলোচনা | অবদান)
Zaheen মেয়র কে নগরাধ্যক্ষ শিরোনামে স্থানান্তর করেছেন: বাংলা পরিভাষার শিরোনামে স্থানান্তর
Zaheen (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
২ নং লাইন:
 
কোনও নগর সরকার বা পৌর সরকারের প্রধান বা সর্বোচ্চ কর্মকর্তাকে '''নগরাধ্যক্ষ''' বা '''পৌরকর্তা''' বলা হয়। সাধারণত একজন নগরাধ্যক্ষ বা পৌরকর্তা সংশ্লিষ্ট নগরী বা শহরের পৌরসভার নির্বাহী পরিষদের প্রধান কর্মকর্তার দায়িত্ব পালন করেন।
প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব ছাড়াও তিনি প্রায়শই নগর বা শহরের আনুষ্ঠানিক প্রতীক বা প্রতিমা এবং কেন্দ্রীয় সরকারের স্থানীয় প্রতিনিধি হিসেবে কাজ করেন। নগরাধ্যক্ষকে বাংলাদেশে '''মেয়র''' ({{lang-en|Mayor}}) এবং ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে '''মহানাগরিক''' পদবি দিয়ে নির্দেশ করা হয়।
বিশ্বজুড়ে অনেক দেশে একজন নগরাধ্যক্ষ বিভিন্ন ধরনের স্থানীয় আইন প্রণয়নসহ নিজস্ব ক্ষমতা ও দায়িত্বের অধিকারী হয়ে থাকেন। ব্যতিক্রম বাদে অধিকাংশ ক্ষেত্রে একজন নগরাধ্যক্ষ নির্বাচিত হয়ে থাকেন। তবে পৌরসভা ও কেন্দ্রীয় সরকারের সাথে নগরাধ্যক্ষ বা পৌরকর্তার সম্পর্ক দেশভেদে ভিন্ন হতে পারে এবং সে অনুযায়ী তাঁর ভূমিকা ও দায়িত্ব-কর্তব্যের পরিধি কমবেশি হতে পারে।
নগরাধ্যক্ষকে বাংলাদেশে '''মেয়র''' ({{lang-en|Mayor}}) এবং ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে '''মহানাগরিক''' পদবি দিয়ে নির্দেশ করা হয়।
 
== তথ্যসূত্র ==