রোবের্ট কখ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Zaheen (আলোচনা | অবদান)
প্রচলিত আরেকটি বানানের উল্লেখ থাকলো
Zaheen (আলোচনা | অবদান)
বিকল্প প্রতিবর্ণীকরণ যোগ
২০ নং লাইন:
| signature = Robert Koch signature.svg
}}
'''হাইনরিখ হের্মান রোবের্ট কখ'''<ref group="টীকা">এই জার্মান ব্যক্তি বা স্থাননামটির বাংলা প্রতিবর্ণীকরণে [[উইকিপিডিয়া:বাংলা ভাষায় জার্মান শব্দের প্রতিবর্ণীকরণ]] শীর্ষক রচনাশৈলী নিদের্শিকাতে ব্যাখ্যাকৃত নীতিমালা অনুসরণ করা হয়েছে।</ref> (বানানভেদেবিকল্প প্রতিবর্ণীকরণে '''রোবার্ট কখ''' বা '''রবার্ট কখ''',) ({{lang-de|Heinrich Hermann Robert Koch}}) (জন্ম ১১ই ডিসেম্বর, ১৮৪৩, ক্লাউস্টহাল, [[হানোফার]], [[জার্মানি]]; মৃত্যু ২৭শে মে, ১৯২০, [[বাডেন-বাডেন]], জার্মানি) একজন [[নোবেল পুরস্কার]] বিজয়ী জার্মান চিকিৎসক ও চিকিৎসাবিজ্ঞানী ছিলেন। তিনি পরীক্ষাগারে অনেক শ্রম ও যত্ন সহকারে গবেষণাকর্ম সম্পাদন করে [[অণুজীব]]-সংক্রান্ত অধ্যয়ন ও গবেষণাকে আধুনিক [[ব্যাকটেরিয়া বিজ্ঞান|ব্যাকটেরিয়া বিজ্ঞানে]] উন্নীত করেন। তিনি প্রমাণ করে দেখান যে বিশেষ বিশেষ [[জীবাণু]]র কারণে বিশেষ বিশেষ রোগ ঘটে। তাকে ব্যাকটেরিয়া বিজ্ঞানের পিতা হিসেবে গণ্য করা হয়। তিনি [[অ্যানথ্রাক্স]], [[যক্ষ্মা]] ও [[কলেরা]]র মত রোগ সৃষ্টিকারী [[ব্যাকটেরিয়া]]গুলিকে শনাক্ত করেন এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ রোগের [[বাহক প্রাণী]]দের আবিষ্কার করেন।
 
কখ ১৮৪৩ সালের ১১ই ডিসেম্বর তারিখে জার্মানির [[হার্ত্‌স পর্বতমালা]]তে অবস্থিত ক্লাউস্টহাল-সেলারফেল্ড নামের একটি খনি শিল্পশহরে জন্মগ্রহণ করেন। ছোটবেলায় তিনি [[খনিজ]] পদার্থ, [[উদ্ভিদ]], খুদে প্রাণী ইত্যাদি সংগ্রহ করতেন এবং বিরাট কোনও অভিযাত্রী হবার স্বপ্ন দেখতেন। ১৮৬২ সালে তিনি [[গ্যোটিঙেন বিশ্ববিদ্যালয়|গ্যোটিঙেন বিশ্ববিদ্যালয়ে]] উচ্চশিক্ষার্থে প্রবেশ করেন এবং সেখানে [[উদ্ভিদবিজ্ঞান]], [[পদার্থবিজ্ঞান]], [[গণিত]] ও [[চিকিৎসাবিজ্ঞান]] নিয়ে পড়াশোনা করেন। তাঁর লক্ষ্য ছিল অভিযান চিকিৎসক হিসেবে কাজ করা। [[স্নাতক]] হবার পরে কখ চিকিৎসক হিসেবে কর্মজীবন শুরু করেন। প্রথমে তিনি হামবুর্গ সাধারণ হাসপাতালে নবিশী করেন ও পরে মানসিকভাবে প্রতিবন্ধী শিশুদের একটি কেন্দ্রেও কাজ করেন। এরপর তিনি ব্যক্তিগত পর্যায়ে চিকিৎসাসেবা দিতে শুরু করেন। হামবুর্গ শহরে তিনি এমি ফ্রাৎসের সাথে পরিচিত হন ও তাকে বিয়ে করেন। এরপর তিনি একজন পল্লী চিকিৎসক হিসেবে কাজ শুরু করেন। পেশাগত কাজকর্মের পাশাপাশি তিনি জ্ঞানের আরও বহু বিভিন্ন শাখায় আগ্রহী ছিলেন, যাদের মধ্যে [[পুরাতত্ত্ব]], [[নৃবিজ্ঞান]], পেশাক্ষেত্রের রোগব্যাধি (যেমন [[সীসা]]র বিষক্রিয়া) এবং ব্যাকটেরিয়া বিজ্ঞান নামক নতুন একটি শাস্ত্র ছিল অন্যতম।