ডিএনএ অনুলিপন: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
RIT RAJARSHI (আলোচনা | অবদান)
RIT RAJARSHI (আলোচনা | অবদান)
৪৫ নং লাইন:
[[এশেরিকিয়া কোলাই|ই কোলাই]] ব্যাক্টিরিয়ার ক্ষেত্রে '''বিটা ক্ল্যাম্প''' দ্বি-অণুক, স্লাইডিং ক্ল্যাম্প এর কাজ করে। '''ডিএনএ পলিমারেজ-৩''' প্রধান ডিএনএ পলিমারেজ হিসেবে কাজ করে এবং শৃঙ্খল বিস্তৃ্তকরণ এর কাজটি করে। ল্যাগিং তন্ত্রীতে একটি ফাঁস তৈরি হয়, মনে করা হয় দুটি তন্ত্রীতে (লিডিং ও ল্যাগিং) যাতে একই সময়ে রেপ্লিকেশন হয় তাতে এই ফাঁস গঠনের ভূমিকা আছে। '''ডিএনএ পলিমারেজ-১''' এসে ল্যাগিং তন্ত্রীর অকাজাকি খণ্ডক এর আর এন এ অংশ গুলিকে কেটে বাদ দেয়, এবং ঐ ফাঁকা স্থানগুলি ৫'-৩' (ফরওয়ার্ড) অভিমুখে ডিএনএ দিয়ে পূরণ করে সঠিক বেস-পেয়ারিং অনুযায়ী। এর পর '''লাইগেজ''' উৎসেচক এসে ঐ টুকরো টুকরো ডি এন এ গুলিকে জোড়া লাগায়।
 
===[[ইউক্যারিয়ট]] দের ক্ষেত্রে সম্প্রসারণ===
[[চিত্র:Eukaryotic replisome complex.JPG|থাম্ব|বাম|ইউক্যারিওট দের রেপ্লিজোম]]
ইউক্যারিয়ট দের ক্ষেত্রে রেপ্লিকেশন প্রক্রিয়া প্রোক্যারিয়ট দের চাইতে অনেকটাই বেশি জটিল হলেও মূল অংশগুলি একই রকম। ইউক্যারিয়ট দের ক্ষেত্রে ডিএনএ ক্ল্যাম্প এর কাজ করে '''পি সি এন এ''' ত্রি-অণুক। ল্যাগিং তন্ত্রীতে একটি ফাঁস তৈরি হয়, মনে করা হয় দুটি তন্ত্রীতে (লিডিং ও ল্যাগিং) যাতে একই সময়ে রেপ্লিকেশন হয় তাতে এই ফাঁস গঠনের ভূমিকা আছে। সূচনার সময় পলিমারেজ আলফা এসে আর এন এ প্রাইমার তৈরির কাজ করলেও পলিমারেজ সুইচিং এর ফলে অন্য ডি এন এ পলিমারেজ এসে যুক্ত হয়। সম্রসারণ ধাপে কোন কোন পলিমারেজ কোথায় কাজ করে তা নিয়ে মতপার্থক্য <ref>https://biology.stackexchange.com/questions/93019/eukaryotic-dna-polymerase-in-leading-and-lagging-strand</ref> থাকলেও; মনে করা হয় '''লিডিং স্ট্র্যান্ড''' এ '''পলিমারেজ এপসাইলন''' এবং '''ল্যাগিং স্ট্র্যান্ড''' এ '''পলিমারেজ ডেলটা''' কাজ করে <ref>Molecular biology by R F Weaver ed 5</ref> । '''ফেন-১''' এবং '''আর এন এজ এইচ- ১''' ল্যাগিং স্ট্র্যান্ড থেকে আর এন এ অপসারণ করে এবং '''লাইগেজ-১''' উৎসেচক টুকরো টুকরো ডিএনএ জোড়া লাগানোর কাজ করে। <ref>Fundamentals of Molecular Biology, Lizabeth Allison</ref>