শায়েস্তাগঞ্জ উপজেলা: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সম্পাদনা, সম্প্রসারণ
৩৩ নং লাইন:
|পাদটীকা =
}}
'''শায়েস্তাগঞ্জ উপজেলা''' [[বাংলাদেশ|বাংলাদেশের]] [[হবিগঞ্জ জেলা|হবিগঞ্জ জেলার]] একটি প্রশাসনিক এলাকা।
 
'''ইতিহাসের আলোকে “শায়েস্তাগঞ্জ”'''
 
 
'''সিপাহসালার সৈয়দ নাসির উদ্দীন''' (র:) শ্রীহট্ট বিজেতা হযরত [[শাহজালাল (আওলিয়া)|শাহ জালাল (র:)‘র]] অন্যতম সঙ্গী ও অনুসারী ছিলেন। তিনি সিলেট অভিযানে প্রেরিত মুসলিম বাহিনীর প্রধান সেনাপতি ছিলেন। ১৩০৪ খ্রিষ্টাব্দে সিলেটের ইতিহাসে বহুল আলোচিত তরফ রাজ্য তার মাধ্যমে বিজিত হয়। সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার চুনারুঘট উপজেলার '''মুড়ারবন্দ''' নামক স্থানে সিপাহসালার সৈয়দ নাসির উদ্দীনের পবিত্র মাজার অবস্থিত। দেশের দূরদূরান্ত থেকে প্রতিদিন হাজার হাজার দর্শনার্থীর আগমন ঘটে এ মাজারে। তার জন্ম ও মৃত্যুর তারিখ সম্পর্কে জীবনী গ্রন্থে আনুমানের ভিত্তিতে ১২৫০ সালে জন্ম হয়েছে এবং শাহ জালালের মৃত্যুর পূর্বে (১৩৪৬ খ্রিষ্টাব্দের পুর্বে ) তিনি মৃত্যুর বরণ করেন বলে উল্লেখ্য রয়েছে। (উইকিপিডিয়া)
 
তথ্যে জানা যায়, এ মহামনীষীর বংশলতিকার এ পর্যন্ত ১৩০টি পরিবারের সন্ধান পাওয়া গেছে। কোন ব্যক্তি কেন্দ্রিক পৃথিবীতে এটাই সবচেয়ে বড় পরিবার। যা গ্রীনিচবুক অব ওয়ার্ল্ড রেকর্ড এ স্থান পাওয়ার যোগ্য।
 
১৯১০ খ্রীস্টাব্দে প্রকাশিত শ্রী অচ্যুতচরণ চৌধুরী তত্ত্বনিধি কর্তৃক লিখিত "শ্রীহট্টের ইতিবৃত্ত" গ্রন্থ পূর্বাংশ। দ্বিতীয় ভাগ, দ্বিতীয় খন্ড।পৃষ্ঠা নং-৮০ এর তথ্যমতে, সিপাহসালার সৈয়দ নাসির উদ্দীন (র:) এর অধস্তন নবম বংশধর লস্করপুর হাবেলী নিবাসী সৈয়দ হামিদ রাজার পুত্র ছিলেন  '''সৈয়দ শায়েস্তা মিয়া।''' উনার আশপাশের লোকজনের প্রয়োজনের কথা ভেবে আজ হতে প্রায় ৩শত বছর পূর্বে খোয়াই নদীর  অববাহিকায় পশ্চিম তীরে একটি হাট বা বাজার স্থাপন করেন সৈয়দ শায়েস্তা মিয়া । প্রথমে এ বাজারটি শায়েস্তা মিয়ার বাজার নামে পরিচিতি পেলেও কালক্রমে বাজারে আসা লোকজন কর্তৃক বাজার থেকে গঞ্জে পরিণত হয়। সৈয়দ শায়েস্তা মিয়ার কোন সন্তান সন্ততি ছিল না।
 
বর্তমান শায়েস্তাগঞ্জ পুরাণ বাজারই হচ্ছে মূল শায়েস্তা মিয়ার বাজার। তৎকালীন বৃটিশ সরকার কর্তৃক আসাম-বেঙ্গল রেলওয়ের মাধ্যমে শায়েস্তাগঞ্জ রেল ষ্টেশন স্থাপন করা হয়। এর ফলে শায়েস্তাগঞ্জ বাজারটি সম্প্রসারিত হয়ে রেল ষ্টেশন সংলগ্ন দাউদনগরে ( দাউদনগরের জমিদার সৈয়দা ধন বিবি ওয়াকফ্ স্টেটের অন্তর্ভূক্ত ) আরেকটি বাজারের গোড়াপত্তন হয়। পরবর্তীতে ১৯৯৮ সালে সরকার কর্তৃক শায়েস্তাগঞ্জ পৌরসভা গঠিত হয়।  ২০১৭ সালে শায়েস্তাগঞ্জকে দেশের ৪৯২ তম উপজেলা হিসাবে ঘোষনা করা হয়। ঐতিহাসিক সৈয়দ শায়েস্তা মিয়ার বাজার আজ শায়েস্তাগঞ্জ নামে পরিচিত। এটি দেশের একটি প্রথম শ্রেনীর পৌরসভা এবং গুরুত্বপূর্ণ উপজেলা।
 
== অবস্থান ও আয়তন ==