সম্মতি: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
RHJihan (আলোচনা | অবদান)
→‎বাংলাদেশে এইজ অব কনসেন্ট: দণ্ডবিধি ও নারী ও শিশু নির্যাতন দমন আইন অনুযায়ী সংশোধন
১১ নং লাইন:
এইজ অব কনসেন্ট মূলত যৌন মিলনে সম্মতি প্রদানের ন্যূনতম বয়সকে বোঝায়। আইনগতভাবে যৌন মিলনে সম্মতির ন্যূনতম বয়স দেশ, কাল ও সমাজ ভেদে ভিন্ন।<ref name="waites">{{বই উদ্ধৃতি| শেষাংশ=Waites| প্রথমাংশ=Matthew| শিরোনাম=The Age of Consent: Young People, Sexuality and Citizenship| প্রকাশক=Palgrave Macmillan| বছর=2005| আইএসবিএন=1-4039-2173-3| oclc=238887395}}</ref> শিশু ধর্ষণ ও শিশু পর্নোগ্রাফি রোধে একবিংশ শতাব্দীতে প্রায় সকল আধুনিক দেশেই এইজ অব কনসেন্ট নির্ধারিত আছে।<ref>{{ওয়েব উদ্ধৃতি|ইউআরএল=http://eur-lex.europa.eu/LexUriServ/LexUriServ.do?uri=OJ:L:2011:335:0001:0014:EN:PDF|শিরোনাম=DIRECTIVE 2011/92/EU OF THE EUROPEAN PARLIAMENT AND OF THE COUNCIL of 13 December 2011 on combating the sexual abuse and sexual exploitation of children and child pornography, and replacing Council Framework Decision 2004/68/JHA|প্রকাশক=Official Journal of the European Union|তারিখ=13 December 2011|সংগ্রহের-তারিখ=25 August 2015}}</ref>
যৌন মিলনে সম্মতি যেকোনযেকোনো যৌন সম্পর্কে গুরূত্বপূর্ণ ভূমিকা রাখে। যেকোনযেকোনো ধরনের যৌন কার্যক্রম সম্মতি ব্যাতিরকে যৌন অপরাধ ক্ষেত্রেবিশেষে ধর্ষণ বলে গণ্য হয়।<ref name=Beres>{{সাময়িকী উদ্ধৃতি|শেষাংশ=Beres. A|প্রথমাংশ=Melanie|শিরোনাম='Spontaneous' Sexual Consent: An Analysis of Sexual Consent Literature|সাময়িকী=Feminism & Psychology|তারিখ=18 January 2007|খণ্ড=17|সংখ্যা নং=93|পাতা=93|ডিওআই=10.1177/0959353507072914}}<!--|accessdate=28 October 2013--></ref> ১৯৮০ সালের শেষের দিকে লুইস পিনেউ যৌন সম্মতির ক্ষেত্রে যোগাযোগের প্রাধান্যতায় জোর দেন। তিনি সর্বোপ্রথম "হ্যাঁ“হ্যাঁ” অর্থ হ্যাঁ এবং না অর্থ না"“না” মডেলের প্রবর্তন ঘটান।.<ref name=PINEAU>{{সাময়িকী উদ্ধৃতি|শেষাংশ=Pineau|প্রথমাংশ=Lois|শিরোনাম=‘Date Rape: A Feminist Analysis’|সাময়িকী=Law and Philosophy|বছর=1989|খণ্ড=8|সংখ্যা নং=217}}</ref>
 
বাংলাদেশের দণ্ডবিধির ৩৭৫ নম্বর ধারা মোতাবেক যদি কোনো পুরুষ '''চৌদ্দ''' বছরের কম বয়সের কোন নারীর সাথে তার সম্মতিসহ বা সম্মতি ব্যতিরেকে যৌন সঙ্গম করে, তবে তা ধর্ষণ হিসেবে গণ্য হবে। তবে তেরো বছরের বেশি বয়সের বিবাহিত স্ত্রীর সাথে যৌন সঙ্গম ধর্ষণ হিসেবে গণ্য হবে না। <ref name=":0">{{ওয়েব উদ্ধৃতি|ইউআরএল=http://bdlaws.minlaw.gov.bd/act-11/section-3231.html|শিরোনাম=The Penal Code, 1860 {{!}} 375. Rape|ওয়েবসাইট=bdlaws.minlaw.gov.bd|সংগ্রহের-তারিখ=2020-08-24}}</ref>
বাংলাদেশের আইনে "এইজ অব কনসেন্ট" সুস্পষ্টতভাবে উল্লেখ নেই। তবে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ২ (ট) ধারায় শিশুর সংজ্ঞায় ““শিশু” অর্থ অনধিক ষোল (১৬) বৎসর বয়সের কোন ব্যক্তি” উল্লেখ করা হয়েছে।<ref name= "নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০">{{ওয়েব উদ্ধৃতি|ইউআরএল=http://bdlaws.minlaw.gov.bd/bangla_all_sections.php?id=835|শিরোনাম=
 
নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০, ১৪ ফেব্রুয়ারি, ২০০০|প্রকাশক= Legislative and Parliamentary Affairs Division
অন্যদিকে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ | ৯ (১) মোতাবেক যদি কোনো পুরুষ '''ষোলো''' বছরের কম বয়সের কোন নারীর সাথে তার সম্মতিসহ বা সম্মতি ব্যতিরেকে যৌন সঙ্গম করেন, তা হলে সে উক্ত নারীকে ধর্ষণ করেছে বলে গণ্য হয়৷ <ref>{{ওয়েব উদ্ধৃতি|ইউআরএল=http://bdlaws.minlaw.gov.bd/act-835/section-32523.html|শিরোনাম=নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ {{!}} ৯৷ ধর্ষণ, ধর্ষণজনিত কারণে মৃত্যু, ইত্যাদির শাস্তি|ওয়েবসাইট=bdlaws.minlaw.gov.bd|সংগ্রহের-তারিখ=2020-08-24}}</ref>
Ministry of Law, Justice and Parliamentary Affairs|তারিখ= ১৪ ফেব্রুয়ারি ২০০০|সংগ্রহের-তারিখ=১৯ নভেম্বর ২০১৭}}</ref>
 
আবার, ভিন্ন একটি আইনে (বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭) <ref name= "বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭">{{ওয়েব উদ্ধৃতি|ইউআরএল=http://bdlaws.minlaw.gov.bd/bangla_all_sections.php?id=835|শিরোনাম=
বাংলাদেশের বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ মোতাবেক বিয়ের ন্যূনতম বয়স পুরুষের জন্য ২১ বছর এবং নারীদের জন্য ১৮ বছর। <ref>{{ওয়েব উদ্ধৃতি|ইউআরএল=http://bdlaws.minlaw.gov.bd/act-1207/section-45731.html|শিরোনাম=বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ {{!}} ২। সংজ্ঞা|ওয়েবসাইট=bdlaws.minlaw.gov.bd|সংগ্রহের-তারিখ=2020-08-24}}</ref> তবে বিশেষ প্রেক্ষাপটে আদালতের নির্দেশ এবং পিতা-মাতা বা প্রযোজ্য ক্ষেত্রে অভিভাবকের সম্মতিক্রমে অপ্রাপ্ত বয়স্কের বিয়ের বৈধতা রয়েছে। <ref name=":1">{{ওয়েব উদ্ধৃতি|ইউআরএল=http://bdlaws.minlaw.gov.bd/act-1207/section-45748.html|শিরোনাম=বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ {{!}} ১৯। বিশেষ বিধান|ওয়েবসাইট=bdlaws.minlaw.gov.bd|সংগ্রহের-তারিখ=2020-08-24}}</ref>
বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭, ১১ মার্চ, ২০১৭|প্রকাশক= Legislative and Parliamentary Affairs Division
 
Ministry of Law, Justice and Parliamentary Affairs|তারিখ= ১১ মার্চ ২০১৭|সংগ্রহের-তারিখ=১৯ নভেম্বর ২০১৭}}</ref>
যেহেতু বাংলাদেশের আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইনের মতো বিশেষ আইন দণ্ডবিধির যেকোনো ধারার চেয়ে বেশি প্রধান্য পায়, তাই বলা যায় বাংলাদেশে এইজ অব কনসেন্ট ন্যূনতম '''ষোলো (১৬)''' বছর বয়স। বিশেষক্ষেত্রে বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ <ref name=":1" /> এবং দণ্ডবিধির ৩৭৫ নম্বর <ref name=":0" /> ধারা মোতাবেক ১৩ বছরের বেশি বয়সী শিশুকে বিবাহ করা ও যৌন সম্পর্ক স্থাপন করায় কোন আইনি বাধা নেই।
“শিশু” শব্দটির বদলে ‘অপ্রাপ্তবয়স্ক’ শব্দটি ব্যবহৃত হয়েছে এবং সংজ্ঞায় উল্লেখ করা হয়েছে যে,
““অপ্রাপ্ত বয়স্ক” অর্থ বিবাহের ক্ষেত্রে ২১ (একুশ) বৎসর পূর্ণ করেন নাই এমন কোনো পুরুষ এবং ১৮ (আঠারোোো) বৎসর পূর্ণ করেন নাই এমন কোনো নারী” এবং ““প্রাপ্ত বয়স্ক” অর্থ বিবাহের ক্ষেত্রে ২১ (একুশ) বৎসর পূর্ণ করিয়াছেন এমন কোনো পুরুষ এবং ১৮ (আঠারোোো) বৎসর পূর্ণ করিয়াছেন এমন কোনো নারী”। অন্যদিকে শিশু আইন ২০১৩ এর ৪ নম্বর ধারা অনুযায়ী “অনুর্ধ্ব ১৮ (আঠারোো) বৎসর বয়স পর্যন্ত সকল ব্যক্তি শিশু হিসাবে গণ্য হইবে”
একই আইন অনুসারে, বিয়ের ক্ষেত্রে পুরুষের ন্যূনতম বয়েস ২১ বছর এবং নারীর ক্ষেত্রে ১৮ বছর। অবশ্য বিশেষ ক্ষেত্রে কমবয়েসী শিশুর বিবাহকে আইনত স্বীকৃতি দেয়া হয়েছে।
““বাল্যবিবাহ” অর্থ এইরূপ বিবাহ যাহার কোন এক পক্ষ বা উভয় পক্ষ অপ্রাপ্ত বয়স্ক”। অর্থাৎ সাধারণভাবে বিয়ের ন্যুনতম বয়স- পুরুষের ক্ষেত্রে ২১ বছর এবং নারীর ক্ষেত্রে ১৮ বছর। কিন্তু নতুন এই আইনটিতে বিশেষ বিধান নামে একটি ধারা (ধারা ১৯) যুক্ত করে আরো কমবয়সী শিশুদের বিয়ের অনুমোদনও দেয়া হয়েছে। ধারা ১৯ অনুযায়ীঃ “এই আইনের অন্যান্য বিধানে যাহা কিছুই থাকুক না কেন, বিধি দ্বারা নির্ধারিত কোন বিশেষ প্রেক্ষাপটে অপ্রাপ্ত বয়স্কের সর্বোত্তম স্বার্থে, আদালতের নির্দেশ এবং পিতা-মাতা বা প্রযোজ্য ক্ষেত্রে অভিভাবকের সম্মতিক্রমে, বিধি দ্বারা নির্ধারিত প্রক্রিয়া অনুসরণক্রমে, বিবাহ সম্পাদিত হইলে উহা এই আইনের অধীন অপরাধ বলিয়া গণ্য হইবে না”।
এহেন আইনি ভিন্নতার জন্য, বাংলাদেশে এইজ অব কনসেন্ট নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ অনুযায়ী ১৬ বছর কিন্তু নতুন বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭<ref name="বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭" /> অনুযায়ী, বিশেষক্ষেত্রে ১৩ বছরের বেশি বয়সী শিশুকে বিবাহ করা ও যৌন সম্পর্ক স্থাপন করায় কোন আইনি বাঁধা নেই।
 
{{নীতিশাস্ত্র}}