গুণময় মান্না: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সূত্র
রচনাশৈলী
১৪ নং লাইন:
| নাগরিকত্ব = [[ভারতীয়]]
| ধরন = [[ঔপন্যাস]]
| উল্লেখযোগ্য_রচনাবলি = শালবনি, মুটে, জুনাগড়জুনাপুর স্টীল
| পুরস্কার =
}}
২০ নং লাইন:
 
==জন্ম ও শিক্ষা জীবন জীবনী==
 
গুণময় মান্নার জন্ম পশ্চিমবঙ্গের [[পূর্ব মেদিনীপুর জেলা|পূর্ব মেদিনীপুর জেলার]] [[ঘাটাল]] মহকুমার আড়গোড়া গ্রামে। পিতার নাম দীননাথ মান্না, মাতা প্রাণবালা। এদের পরিবারে তখন লেখাপড়ার বিশেষ চল ছিল না। মাত্র চার বৎসর বয়সে তাঁর পিতৃবিয়োগ হয়। বেশ কয়েক বৎসর তাঁর পাঠশালায় না গিয়ে কেটে গেছে। এই সমস্ত কারণে তাঁর পড়াশোনার শুরু ও অগ্রগতি বিলম্বিত হয়। কিন্তু তাঁর মা প্রাণবালার উৎসাহে গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা শুরু ১৯৩৭ খ্রিস্টাব্দে। মা'র অনুরোধে প্রাথমিক বিদ্যালয়ের তৎকালীন শিক্ষক রাসবিহারী আচার্য বিনা বেতনে ভর্তি করে নিয়েছিলেন। বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণী পর্যন্ত পড়ে প্রাথমিক শেষ পরীক্ষায় বৃত্তি পেয়ে ১৯৪৫ খ্রিস্টাব্দে শিলাই নদী পেরিয়ে ভর্তি হন ঘাটাল বিদ্যাসাগর উচ্চ ইংরেজি বিদ্যালয়ে। সরকারি বৃত্তি পেয়ে প্রথম বিভাগে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হন। ১৯৪৭ খ্রিস্টাব্দে [[বেলুড় মঠ|বেলুড়মঠে]] রামকৃষ্ণ বিদ্যামন্দির থেকে প্রথম বিভাগে আই.এ. পরীক্ষায় পাশ করে বৃত্তি লাভ করেন । ১৯৪৯ খ্রিস্টাব্দে [[কলকাতা|কলকাতার]] [[স্কটিশ চার্চ কলেজ]] থেকে অর্থনীতিতে অনার্স সহ বি.এ পাশ করেন। বঙ্কিমচন্দ্র সুবর্ণ পদক ও স্যার আশুতোষ জন্ম বার্ষিক পুরস্কার লাভ করেন। ১৯৫১ খ্রিস্টাব্দে [[কলকাতা বিশ্ববিদ্যালয়]] হতে বাংলা সাহিত্যে এম. এ পাশ করেন এবং পরবর্তীতে ১৯৬৫ খ্রিস্টাব্দে পি. এইচ.ডি. লাভ করেন। বিষয় ছিল ''রবীন্দ্র কাব্যরূপের বিবর্তন রেখা''।
 
==কর্মজীবন==
 
গুণময়ের কর্মজীবন শুরু ১৯৫২ খ্রিস্টাব্দে ঘাটাল বিদ্যাসাগর উচ্চ ইংরেজি বিদ্যালয়ে মাত্র ছয় মাসের শিক্ষকতা নিয়ে । ১৯৫২ খ্রিস্টাব্দ হতে ১৯৫৮ খ্রিস্টাব্দ পর্যন্ত অধ্যাপনা করেন কাঁথির প্রভাতকুমার কলেজে, ১৯৫৮ - ৯০ খ্রিস্টাব্দ পর্যন্ত বহরমপুর গার্লস কলেজে এবং ১৯৭৪ খ্রিস্টাব্দে [[কল্যাণী বিশ্ববিদ্যালয়|কল্যাণী বিশ্ববিদ্যালয়ে]] অধ্যাপনা করেন। ১৯৯০ খ্রিস্টাব্দে অধ্যাপনা হতে অবসর নেন।
 
==সাহিত্যকর্ম==
ছাত্রাবস্থা হতেই তিনি লেখালেখিতে লিপ্ত থেকেছেন । তাঁর প্রথম উপন্যাস লখিন্দর দিগার প্রকাশিত হয় ১৯৫০ খ্রিস্টাব্দে। বাংলায় তথাকথিত জনপ্রিয় লেখক না হলেও, তাঁর 'কটা ভানারি', 'জুনাপুর স্টীল' ও 'লখীন্দর দিগার' এই তিন উপন্যাস বাংলা সাহিত্যে উল্লেখযোগ্য সংযোজন । তাঁর প্রবন্ধ ও গল্পগুলিও ভিন্নমাত্রার। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় শরণার্থী প্রসঙ্গ এসেছে ১৯৭১ খ্রিস্টাব্দে ও তার পরের তাঁর লেখা গল্পে। তাঁর ১৯৭৮ খ্রিস্টাব্দে প্রকাশিত 'শালবনি' উপন্যাস ইংরাজী ভাষাতেও অনূদিত হয়েছে। অনুবাদক পাপড়ি শ্রীরমন। তাঁর রচিত উপন্যাস ছোটগল্প ও প্রবন্ধগ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য গুলি হল -
 
৪৭ ⟶ ৪৪ নং লাইন:
 
ছোটগল্প-
 
* নতুন প্রেমকথা ( ১৯৮৫)
* এক গুচ্ছ গল্প ( ১৯৯৭)
 
প্রবন্ধ-
 
* রবীন্দ্রনাথ ( ১৯৬৬)
* রবীন্দ্র -কাব্যরূপের বিবর্তন রেখা (১৯৬৬)
৬০ ⟶ ৫৫ নং লাইন:
 
==ব্যক্তিগত জীবন==
গুণময় মান্না এম.এ পড়ার সময়ই উমা দেবীকে বিবাহ করেন। তাঁদের চার পুত্র এবং তিন কন্যা। এঁরা সকলেই কৃতি ও উচ্চশিক্ষিত। অবসরের পর তিনি বহরমপুরে বাড়ি করে বসবাস করতে থাকেন ।থাকেন। ২০১০ খ্রিস্টাব্দের ২৮ শে এপ্রিল তিনি প্রয়াত হন।
 
গুণময় মান্না এম.এ পড়ার সময়ই উমা দেবীকে বিবাহ করেন। তাঁদের চার পুত্র এবং তিন কন্যা। এঁরা সকলেই কৃতি ও উচ্চশিক্ষিত। অবসরের পর তিনি বহরমপুরে বাড়ি করে বসবাস করতে থাকেন । ২০১০ খ্রিস্টাব্দের ২৮ শে এপ্রিল তিনি প্রয়াত হন।
==সম্মাননা==
১৯৯৭ খ্রিষ্টাব্দে [[পশ্চিমবঙ্গ রাজ্য সরকার]] গুনময় তাঁকেমান্নাকে [[বঙ্কিম পুরস্কার|বঙ্কিম পুরস্কারে]] সম্মানিত করে।<ref>{{cite url|=http://www.wbpublibnet.gov.in/scl/html/awared_wining.php|collection date=03 April,2020}}</ref><ref>{{ওয়েব উদ্ধৃতি|ইউআরএল=http://www.wbpublibnet.gov.in/scl/html/awared_wining.php|শিরোনাম=~:: WB SCL ::~|ওয়েবসাইট=www.wbpublibnet.gov.in|সংগ্রহের-তারিখ=2020-08-23}}</ref>
 
১৯৯৭ খ্রিষ্টাব্দে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তাঁকে [[বঙ্কিম পুরস্কার|বঙ্কিম পুরস্কারে]] সম্মানিত করে।<ref>{{cite url|=http://www.wbpublibnet.gov.in/scl/html/awared_wining.php|collection date=03 April,2020}}</ref><ref>{{ওয়েব উদ্ধৃতি|ইউআরএল=http://www.wbpublibnet.gov.in/scl/html/awared_wining.php|শিরোনাম=~:: WB SCL ::~|ওয়েবসাইট=www.wbpublibnet.gov.in|সংগ্রহের-তারিখ=2020-08-23}}</ref>
 
==তথ্যসূত্র==
{{সূত্র তালিকা}}