আহমদ ইবনে আবি দু'আদ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সম্পাদনা সারাংশ নেই
ট্যাগ: ২০১৭ উৎস সম্পাদনা
১ নং লাইন:
{{কাজ চলছে/লক্ষ্য এবার লক্ষ ২০২০}}
'''আবু আবদুল্লাহ আহমদ ইবনে আবি দু'আদ''', ছিলেন মধ্য-নবম শতকের একজন [[ইসলাম]] ধর্মীয় বিচারক(কাজী)ও [[মুতাজিলা]] মতবাদের একজন প্রবক্তা। ৮৩৩ খ্রিষ্টাব্দে আব্বাসীয় খিলাফতকালে তিনি প্রধান বিচারক হিসেবে নিযুক্ত হয়েছিলেন এবং [[আল-মুতাসিম|আল মুতাসিম]] ও [[আল-ওয়াসিক|আল ওয়াসিক]] এর শাসনকালীন সময়ের মধ্যে অত্যন্ত প্রভাবশালী হয়ে যান। প্রধান বিচারক থাকাকালীন সময়ে তিনি মুতাজিলা মতবাদকে রাষ্ট্রের সরকারী আদর্শ হিসাবে ধরে রাখার চেষ্টা করেছিলেন এবং কর্মকর্তা ও পন্ডিতদের মধ্যে মুতাজিলা মতবাদগুলোর ব্যবহার নিশ্চিত করতে তিনি তদন্তের (মিনহা) বিচারের ক্ষেত্রে অগ্রনী ভূমিকা পালন করেছিলেন। <ref>{{Citation|last=Tillier|first=Mathieu|title=I - Le grand cadi|date=2009-12-05|url=http://books.openedition.org/ifpo/709|work=Les cadis d'Iraq et l'État Abbasside (132/750-334/945)|pages=426–461|series=Études arabes, médiévales et modernes|place=Beyrouth|publisher=Presses de l’Ifpo|isbn=978-2-35159-278-6|access-date=2020-06-13}}</ref> ৮৪৮ সালে ইবনে আবি দু'আদ পক্ষাঘাতে আক্রান্ত হন এবং তার পদে নিজের পুত্র মুহাম্মদ কে বসান, তবে [[আল-মুতাওয়াক্কিল|আল-মুতাওয়াক্কিলের]] খেলাফত কালে তার পরিবারের প্রভাব হ্রাস পায়। যিনি ধীরে ধীরে মুতাজিলা মতবাদকে পরিত্যাহ করেছিলেন এবং মিনহা-র ব্যবহারে ইতি টেনেছিলেন।