উইকিপিডিয়া:আলোচনাসভা/পরিভাষা ও অনুবাদ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Zaheen (আলোচনা | অবদান)
১১৯ নং লাইন:
:::[[User:Zaheen|অর্ণব]] ভাইয়া, আমি [[ব্যবহারকারী:Nokib Sarkar/খেলাঘর|এখানে]] কিছুটা চেষ্টা করেছি। অভিজ্ঞদের হস্তক্ষেপ কামনা করছি। <font style="color:SeaGreen">[[ব্যবহারকারী:Nokib Sarkar|নকীব সরকার]]</font> <sup>[[ব্যবহারকারী আলাপ:Nokib Sarkar|বলুন...]]</sup> ০৬:২৯, ২২ আগস্ট ২০২০ (ইউটিসি)
:::: আমাদের বিকল্প পরিভাষা এনে এই শব্দের বাংলা করার দরকার নেই। Non-free = অমুক্ত শুনতে খারাপ লাগছে না, Free এর বিপরীত অর্থ যা সহজেই অনুমেয়। এই (অমুক্ত) শব্দটি কেবল সফটওয়্যারের ছবির ক্ষেত্রে ব্যবহৃত হবে না, বরং যা মুক্ত নয় এমন সকল ক্ষেত্রে ব্যবহৃত হবে (যা হতে পারে কোন লোগো, পোস্টার, স্ক্রিনশট, ব্যক্তির ছবি)। শব্দটি [[মুক্ত-সংস্কৃতি আন্দোলন]]-এর সাথে সম্পর্কযুক্ত। মুক্ত উপাদান বলতে বোঝানো হয়েছে যেকোন প্রদত্ত বস্তুর উপাদানকে পুনর্বিতরণ, অধ্যয়ন, পরিবর্তন ও উন্নতিসাধন করার অধিকার; যা যেকোন উদ্দেশ্যে, এমনকি বাণিজ্যিকভাবেও ব্যবহার করা যাবে। যা এই শর্ত পূরণ করে না তাই অমুক্ত উপাদান হিসেবে বিবেচিত হবে। যেমন মুক্ত কিন্তু বানিজ্যিকভাবে ব্যবহার করা যাবে না, সম্পূর্ণ কপিরাইটকৃত ইত্যাদি। বাংলা উইকিতে বর্তমানে এটি [[উইকিপিডিয়া:মুক্ত নয় এমন উপাদান]] নামে রয়েছে (হওয়া উচিত [[উইকিপিডিয়া:অমুক্ত উপাদান]])। --[[ব্যবহারকারী:আফতাবুজ্জামান|আফতাবুজ্জামান]] ([[ব্যবহারকারী আলাপ:আফতাবুজ্জামান|আলাপ]]) ২০:০৩, ২২ আগস্ট ২০২০ (ইউটিসি)
::::: ঠিক আছে। তাহলে "অমুক্ত"-র এই যে সংজ্ঞা আপনি উপরে দিয়েছেন, সেটা সুন্দর করে কোথাও লেখা থাকলে মনে হয় ভালো হয়। ইংরেজি উইকিতে non-free software লিখলে proprietary software-এ নিয়ে যাচ্ছে। সেখানে ঠিক আপনার মতো করে সংজ্ঞা দেওয়া হয়নি। ইংরেজি উইকশনারিতেও non-free আপনার মতো এত পরিষ্কার করে ব্যাখ্যা করেনি। ওখানে লেখা হয়েছে "With copyright restrictions that prevent unrestricted distribution or reuse." উইশনারিতে মুক্ত-সংস্কৃতি আন্দোলনের দর্শনের কোনও উল্লেখই নেই। আমার মনে হয় মুক্ত সফটওয়্যার ফাউন্ডেশনের [https://www.gnu.org/philosophy/categories.html এই পাতাটা] থেকে বিভিন্ন শ্রেণীর সফটওয়্যারের সংজ্ঞাগুলি নিলে ও বাংলায় অনুবাদ করলে ভাল হবে। সেখানে লেখা আছে "Nonfree software is any software that is not free. Its use, redistribution or modification is prohibited, or requires you to ask for permission, or is restricted so much that you effectively can't do it freely." এবং ঠিক পরেই লেখা আছে "'''Proprietary software is another name for nonfree software'''. In the past we subdivided nonfree software into “semifree software”, which could be modified and redistributed noncommercially, and “proprietary software”, which could not be. But '''we have dropped that distinction and now use “proprietary software” as synonymous with nonfree software.'''"
:::::অর্থাৎ খোদ ফ্রি সফটওয়্যার ফাউন্ডেশন এখন তাদের সংজ্ঞাতে বলছে যে non-free software = proprietary software. অর্থাৎ অমুক্ত সফটওয়্যার = স্বত্বযুক্ত/মালিকানাধীন সফটওয়্যার। এই দুইয়ের মধ্যে তারা আর কোনও পার্থক্য করে না। ব্যাপারটা মাথায় রাখতে হবে। --[[User:Zaheen|অর্ণব]] ([[User talk:Zaheen|আলাপ]] | [[বিশেষ:Contributions/Zaheen|অবদান]]) ০৪:৩৪, ২৩ আগস্ট ২০২০ (ইউটিসি)
 
: [[User:Zaheen|অর্ণব]], বাংলা ব্যাকরণ এবং ভাষাগত কিছু বিষয় আছে - ফলে, মুক্ত ও উম্মুক্ত এক হয় না। বিষয়টি অনেকটা ডিসকোভারি ও ইনভেন্টেশনের মতো; ওপেন ও ফ্রি এক নয়। কাজেই, এদের অনুবাদেও ভিন্নতা থাকবে; অন্ততঃ থাকা উচিত। - ধন্যবাদান্তেঃ [[ব্যবহারকারী:Ashiq Shawon|Ashiq Shawon]] ([[ব্যবহারকারী আলাপ:Ashiq Shawon|আলাপ]]) ১৬:৩৬, ২২ আগস্ট ২০২০ (ইউটিসি)
:: হ্যাঁ, আলোচ্য ক্ষেত্রে উন্মুক্ত (=open) আর মুক্ত (=free) যে একরকম নয়, সেটা আমার কাছে উপরেই পরিস্কার হয়েছে। --[[User:Zaheen|অর্ণব]] ([[User talk:Zaheen|আলাপ]] | [[বিশেষ:Contributions/Zaheen|অবদান]]) ০৪:৩৪, ২৩ আগস্ট ২০২০ (ইউটিসি)
 
== বাঁকা হরফ ব্যবহারের নিয়ম-সংক্রান্ত একটি প্রশ্ন ==