উইকিপিডিয়া:আলোচনাসভা/পরিভাষা ও অনুবাদ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Ashiq Shawon (আলোচনা | অবদান)
১১৮ নং লাইন:
::ক্রিয়েটিভ কমন্স লাইসেন্স অনেক ধরনের আছে। চিত্রগুলি মালিকানাহীন অর্থাৎ মুক্ত হতে পারে, যদি CC0 প্রযোজ্য হয়। বাকী CC লাইসেন্সগুলিতে মালিকানাযুক্ত বা মেধাস্বত্বযুক্ত, তবে এগুলি থেকে নতুন চিত্রকর্ম সৃষ্টি, বাণিজ্যিক ব্যবহার, ইত্যাদি ক্ষেত্রে আংশিক বা পূর্ণ অনুমোদন দিতে পারে। --[[User:Zaheen|অর্ণব]] ([[User talk:Zaheen|আলাপ]] | [[বিশেষ:Contributions/Zaheen|অবদান]]) ০৬:০২, ২২ আগস্ট ২০২০ (ইউটিসি)
:::[[User:Zaheen|অর্ণব]] ভাইয়া, আমি [[ব্যবহারকারী:Nokib Sarkar/খেলাঘর|এখানে]] কিছুটা চেষ্টা করেছি। অভিজ্ঞদের হস্তক্ষেপ কামনা করছি। <font style="color:SeaGreen">[[ব্যবহারকারী:Nokib Sarkar|নকীব সরকার]]</font> <sup>[[ব্যবহারকারী আলাপ:Nokib Sarkar|বলুন...]]</sup> ০৬:২৯, ২২ আগস্ট ২০২০ (ইউটিসি)
:::: আমাদের বিকল্প পরিভাষা এনে এই শব্দের বাংলা করার দরকার নেই। Non-free = অমুক্ত শুনতে খারাপ লাগছে না, Free এর বিপরীত অর্থ যা সহজেই অনুমেয়। এই (অমুক্ত) শব্দটি কেবল সফটওয়্যারের ছবির ক্ষেত্রে ব্যবহৃত হবে না, বরং যা মুক্ত নয় এমন সকল ক্ষেত্রে ব্যবহৃত হবে (যা হতে পারে কোন লোগো, পোস্টার, স্ক্রিনশট, ব্যক্তির ছবি)। শব্দটি [[মুক্ত-সংস্কৃতি আন্দোলন]]-এর সাথে সম্পর্কযুক্ত। মুক্ত উপাদান বলতে বোঝানো হয়েছে যেকোন প্রদত্ত বস্তুর উপাদানকে পুনর্বিতরণ, অধ্যয়ন, পরিবর্তন ও উন্নতিসাধন করার অধিকার; যা যেকোন উদ্দেশ্যে, এমনকি বাণিজ্যিকভাবেও ব্যবহার করা যাবে। যা এই শর্ত পূরণ করে না তাই অমুক্ত উপাদান হিসেবে বিবেচিত হবে। যেমন মুক্ত কিন্তু বানিজ্যিকভাবে ব্যবহার করা যাবে না, সম্পূর্ণ কপিরাইটকৃত ইত্যাদি। বাংলা উইকিতে বর্তমানে এটি [[উইকিপিডিয়া:মুক্ত নয় এমন উপাদান]] নামে রয়েছে (হওয়া উচিত [[উইকিপিডিয়া:অমুক্ত উপাদান]])। --[[ব্যবহারকারী:আফতাবুজ্জামান|আফতাবুজ্জামান]] ([[ব্যবহারকারী আলাপ:আফতাবুজ্জামান|আলাপ]]) ২০:০৩, ২২ আগস্ট ২০২০ (ইউটিসি)
 
: [[User:Zaheen|অর্ণব]], বাংলা ব্যাকরণ এবং ভাষাগত কিছু বিষয় আছে - ফলে, মুক্ত ও উম্মুক্ত এক হয় না। বিষয়টি অনেকটা ডিসকোভারি ও ইনভেন্টেশনের মতো; ওপেন ও ফ্রি এক নয়। কাজেই, এদের অনুবাদেও ভিন্নতা থাকবে; অন্ততঃ থাকা উচিত। - ধন্যবাদান্তেঃ [[ব্যবহারকারী:Ashiq Shawon|Ashiq Shawon]] ([[ব্যবহারকারী আলাপ:Ashiq Shawon|আলাপ]]) ১৬:৩৬, ২২ আগস্ট ২০২০ (ইউটিসি)