গ্রেগরীয় বর্ষপঞ্জি: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য
সংশোধন: falsy tributed name
আরাফাত হাসান (আলোচনা | অবদান) (বর্ষপঞ্জি' সংগত বানান। 'পঞ্জী' ও 'পঞ্জি' উভয়ে সংস্কৃতজাত ও ব্যাকরণ অনুযায়ী শুদ্ধ বিধায় বাংলা একাডেমির নিয়ম অনুযায়ী হ্রস্ব-ইকার ব্যবহৃত হলো। যেহেতু ইতিমধ্যে 'গ্রেগরীয় বর্ষপঞ্জি' নামে পৃষ্টা আছে তাই পাতাটি স্থানান্তর করা গেলো না। এভাবে করতে হলো।) ট্যাগ: পুনর্নির্দেশ সরানো হয়েছে ২০১৭ উৎস সম্পাদনা |
(সংশোধন: falsy tributed name) |
||
'''গ্রেগরীয় বর্ষপঞ্জী''', '''গ্রেগোরিয়ান বর্ষপঞ্জী''', '''পাশ্চাত্য বর্ষপঞ্জী
পোপ ত্রয়োদশ গ্রেগরি কর্তৃক বর্ষপঞ্জী সংস্কারের প্রয়োজনীয়তা ছিল কারণ পূর্ববর্তী জুলিয়ান বর্ষপঞ্জীর গণনা অনুসারে একটি মহাবিষুব থেকে আরেকটি মহাবিষুব পর্যন্ত সময়কাল ধরা হয়েছিল ৩৬৫.২৫ দিন, যা প্রকৃত সময়কাল থেকে প্রায় ১১ সেকেন্ড কম। এই ১১ সেকেন্ডের পার্থক্যের ফলে প্রতি ৪০০ বছর অন্তর মূল ঋতু থেকে জুলিয়ান বর্ষপঞ্জীর প্রায় তিন দিনের ব্যবধান ঘটত। পোপ ত্রয়োদশ গ্রেগরির সময়ে এই ব্যবধান ক্রমশ বেড়ে দাঁড়িয়েছিল ১০ দিনের এবং ফলস্বরূপ মহাবিষুব [[২১ মার্চ|২১ মার্চের]] পরিবর্তে ১১ মার্চ পড়েছিল। যেহেতু খ্রিস্টীয় উৎসব [[ইস্টার|ইস্টারের]] দিন নির্ণয়ের সাথে মহাবিষুব জড়িত সেহেতু মহাবিষুবের সাথে জুলিয়ান বর্ষপঞ্জীর এই ব্যবধান রোমান ক্যাথলিক গির্জার কাছে অনভিপ্রেত ছিল।
|