আচারা (জর্জিয়া): সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
হটক্যাটের মাধ্যমে বিষয়শ্রেণী:জর্জিয়ার উপবিভাগ যোগ
১ নং লাইন:
 
'''আদজারা''' জর্জিয়ার[[জর্জিয়া]]র একটি ঐতিহাসিক, ভৌগলিক ও রাজনৈতিক-প্রশাসনিক অঞ্চল, যা সরকারিভাবে '''আদজারা স্বায়ত্তশাসিত প্রজাতন্ত্র''' নামে পরিচিত। দেশের দক্ষিণ-পশ্চিম কোণে অবস্থিত, আদজারা তুরস্কের উত্তরে ক্ষুদ্র ককেশাস পর্বতমালার পাদদেশে কৃষ্ণ সাগরের উপকূলে অবস্থিত। এটি একটি গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র এবং এর রাজধানী [[বাটুমি]] জর্জিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর। এর ২,৮৮০ বর্গকিলোমিটার এলাকায় প্রায় ২৮০,০০০ জন মানুষ বাস করে।
 
আদজারা জর্জিয়ানদের একটি আঞ্চলিক উপগোষ্ঠী আদজারিয়ানদের বাসস্থান। আদজারা নামটি ইংরেজিতে বিভিন্নভাবে বানান ও উচ্চারণ করা যায়; অজারা, আজারিয়া, আদজারিয়া, আধারিয়া, আটচারা এবং আচারার। সোভিয়েত ইউনিয়নের অধীনে আদজারা আদজারিয়ান এএসএসআর হিসাবে জর্জিয়ান সোভিয়েত সমাজতান্ত্রিক প্রজাতন্ত্রের অংশ ছিল।