নওয়াজীশ আলী খান: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Lorddio (আলোচনা | অবদান)
সংশোধন
ট্যাগ: দৃশ্যমান সম্পাদনা মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
সম্পাদনা সারাংশ নেই
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা উচ্চতর মোবাইল সম্পাদনা
১ নং লাইন:
'''নওয়াজীশ আলী খান ([[:en:Nawazish Ali Khan|Nawazish Ali Khan]])''' [[বাংলাদেশ|বাংলাদেশের]] প্রখ্যাত নাট্য এবং টেলিভিশন অনুষ্ঠান নির্মাতা। জনাব নওয়াজীশ আলী খান [[বাংলাদেশ টেলিভিশন]] এর মহাব্যবস্থাপক পদ থেকে ১৯৯৮ সালে অবসর গ্রহণ করেন। ১৯৯৯ সালের প্রারম্ভে উনি [[একুশে টেলিভিশন]]-এর অনুষ্ঠান প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ২০০৩-এর শুরুর দিকে উনি [[এটিএন বাংলা]] টিভিতে অনুষ্ঠান প্রধান এবং পরবর্তীতে অনুষ্ঠান উপদেষ্টা হিসেবে দীর্ঘদিন কর্মরত ছিলেন। ২০১৮ -এর শেষাশেষি উনি গ্লোবাল টেলিভিশনে প্রধান নির্বাহী পরিচালক (CEO) হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং এখনো উক্ত প্রতিষ্ঠানে কর্মরত আছেন।
 
[[হুমায়ূন আহমেদ|হুমায়ূন আহমেদ-এর]] অসংখ্য নাটকের পরিচালক জনাব নওয়াজীশ আলী খান। ১৯৮৩ সালে হুমায়ুন আহমেদ-কে দিয়ে ওনার প্রথম টেলিভিশন নাটক লিখিয়েছিলেন পরিচালক নওয়াজীশ আলী খান। নাটকটির নাম ছিলো "প্রথম প্রহর", এবং তারপর এই জুটি ক্রমান্বয়ে তৈরি করেছেন অসংখ্য সব দর্শকপ্রিয় নাটক, যেমনঃ [[:en:Bohubrihi|বহুব্রীহি]], [https://en.m.wikipedia.org/wiki/Ayomoy অয়োময়] , নিমফুল, জননী, গাছ মানুষ , [[কবি]], মাটির পিঞ্জিরায় বন্দী হইয়া (যেটি "নান্দাইলের ইউনুস" নামে সর্বাধিক পরিচিত), মরনেরে তুহুঁ মম, বিবাহ, এসো নীপবনে, হিমু এবং আরও অনেক নাটক।
 
জনাব নওয়াজীশ আলী প্রয়াত মেয়র জনাব [[আনিসুল হক (রাজনীতিবিদ)|আনিসুল হক]]-এর উপস্থাপনায় বেশ কিছু অনুষ্ঠান পরিচালনা করেছিলেন। যার মধ্যে ঈদের " আনন্দমেলা" এবং "জলসা" অনুষ্ঠানটি বিশেষভাবে উল্লেখযোগ্য।
 
জনাব খান পরপর দুইবার "বর্ণালী" ম্যাগাজিন অনুষ্ঠান পরিচালনার জন্য জাতীয় টেলিভিশন পুরষ্কার লাভ করেন (১৯৭৫ এবং ১৯৭৬ সাল)। এছাড়াও উনি "শের-ই বাংলা সাহিত্য পদক" (১৯৯২), "জাতীয় টেলিভিশন ব্যক্তিত্ব পদক" (১৯৯৫), "বিজয়বার্তা সম্মাননা পদক" (২০১৭) সহ আরও অসংখ্য পদক লাভ করেন।
 
==তথ্যসূত্র==
{{সূত্র তালিকা}}
 
[[বিষয়শ্রেণী:বাংলাদেশী সাংবাদিক]]
[[বিষয়শ্রেণী: বাংলাদেশী টেলিভিশন প্রযোজক]]
[[বিষয়শ্রেণী:বাংলাদেশী টেলিভিশন ব্যক্তিত্ব]]